দেশের বৃহত্তম বীমা সংস্থা হলো এলআইসি (LIC Agent). আমাদের চারপাশে অনেক ব্যক্তিই রয়েছেন যারা এলআইসি এজেন্ট হিসেবে কাজ করে থাকেন। তবে, এলআইসি এজেন্টরা কত টাকা ইনকাম করে এ নিয়ে অনেকেরই মনেই প্রশ্ন রয়েছে (Life Insurance Corporation of India). আসলে এলআইসি এজেন্টরা কত টাকা ইনকাম করে এটা শুধুমাত্র কোম্পানিই বলতে পারবে (Life Insurance).
LIC Agent Job Online Apply Income Update.
সম্প্রতি ভারতীয় জীবন বিমা নিগম অর্থাৎ এলআইসি প্রকাশ করেছে যে এলআইসি এজেন্টরা (LIC Agent) প্রতি মাসে কত টাকা ইনকাম করে। এক্ষেত্রে সংস্থা জানিয়েছে, এজেন্টরা কত টাকা ইনকাম করবে সেটা এজেন্টের কর্ম দক্ষতার পাশাপাশি রাজ্য এবং এলাকার উপরেও অনেকটা নির্ভর করে। মূলত দেশের বৃহত্তম বীমা সংস্থা এলআইসির ৯৯% বীমা কোম্পানির এজেন্ট দ্বারা বিক্রি করা হয়।
LIC এজেন্টদের সম্পর্কে জানুন
এজেন্টরা যত বেশি পলিসি বিক্রি করতে পারবে ততটাই বেশি কমিশন পাবে। যত দিন কোনো গ্রাহকের বীমা চলবে ততদিন গ্রাহকের প্রিমিয়ামের উপর কমিশন পাবেন এজেন্টরা (LIC Agent). অনেক সময় দেখা গিয়েছে নতুন বীমার তুলনায় পুরনো বীমা গুলিতে বেশি টাকা আয় করছেন এজেন্টরা। এলআইসি সংস্থা রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে তৃতীয় বৃহত্তম এলআইসি এজেন্ট রয়েছে।
সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই রাজ্যে ১,১৯,৯৭৫ জন এজেন্ট রয়েছে। প্রত্যেক এজেন্ট নিজের কর্মদক্ষতা অনুযায়ী ভিন্ন ভিন্ন টাকা ইনকাম করে থাকে। এক্ষেত্রে ভারতের জীবন বীমা নিগমের (Life Insurance Corporation) রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের এজেন্টরা প্রতি মাসে গড়ে ১৩৫১২ টাকা ইনকাম করে থাকে।
Become a LIC Agent Criteria
- কোনো ব্যক্তি দশম অথবা দ্বাদশ শ্রেণী পাস করলে এলআইসি এজেন্ট হতে পারবেন।
- এক্ষেত্রে, তার নিজস্ব আধার কার্ড, প্যান কার্ড থাকতে হবে।
- গ্রাহকের বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
LIC Agent Apply Documents
1) রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
2) জন্ম সার্টিফিকেট।
3) এডুকেশন সার্টিফিকেট।
4) প্যান কার্ড এবং আধার কার্ড জমা করতে হবে।
ইনকাম ট্যাক্স রিফান্ড দিতে দেরি হলে সুদ দিচ্ছে ভারত সরকার! কিভাবে পাবেন আপনি?
LIC Agent’s Benefits
1) ভ্রমণ ভাতা, অফিস ভাতা লিডার প্যাড ইত্যাদির সুবিধা পান একজন এলআইসি এজেন্ট।
2) যানবাহন কেনার জন্যেও লোনের সুবিধা পেয়ে থাকেন এজেন্টরা।
3) বাড়ি তৈরির জন্য টাকা পেয়ে থাকেন একজন এলআইসি এজেন্ট। এই সকল সুবিধা গুলি পেতে আগ্রহী হলে শীঘ্রই এলআইসির এজেন্ট পদের জন্য আবেদন করতে হবে ইচ্ছুক ব্যক্তিদের।
Written by Sampriti Bose.