বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank Savings Account) গ্রাহকদের জন্য এসে গেল বড় সুখবর। কারণ এবার বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) তার গ্রাহকদের জন্য আনতে চলেছে একাধিক পরিষেবা (Banking Service). এই পরিষেবা গুলিতে উপকৃত হবেন সমস্ত গ্রাহকরাই। মূলত সাধারণ মানুষের কাছে যে কোন আর্থিক প্রতিষ্ঠান হলো অন্যতম ভরসার জায়গা। আর এই আর্থিক প্রতিষ্ঠান গুলির মধ্যে ব্যাঙ্ক (Bank) হলো অন্যতম ভরসা যোগ্য স্থান।
Good News for Bandhan Bank Savings Account Holders
উপার্জিত অর্থ সঞ্চয় এর জন্য সরকারি কিংবা বেসরকারি ব্যাঙ্ক গুলোকে মানুষ প্রথমেই ভরসা করে। দেশের অন্যান্য ব্যাঙ্ক গুলির মধ্যে বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank Savings Account) হল এমন একটি ব্যাঙ্ক যেখানে মহিলা গ্রাহকদের সংখ্যা সবথেকে বেশি। এখানে মহিলাদের জন্য চালু করা হয়েছে একটি বিশেষ স্কিম, যার নাম ‘Bandhan Bank Avni’. এর সঙ্গে ‘Bandhan Bank Delights’ নামে লয়্যালটি প্রোগ্রামও শুরু করেছে বন্ধন ব্যাঙ্ক।
বন্ধন ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সুখবর!
এটি গ্রাহকদের আকৃষ্ট করার জন্য একটি প্রোগ্রাম। এতে রিওয়ার্ড পয়েন্ট (Reward Point) দেওয়া হবে, যা কেনাকাটার সময় ব্যবহার করা যেতে পারে এবং সাথে থাকবে দুর্ধর্ষ অফার। এই মুহূর্তে বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank Savings Account) মোট গ্রাহকের সংখ্যা হল ৩.৪৪ কোটি এবং এর মধ্যে ৭৩ শতাংশ মহিলা। বর্তমানে এই আর্থিক প্রতিষ্ঠানের ১.৩৩ লক্ষ কোটি টাকার ডিপোজিট রয়েছে। প্রতি বছর এটা বৃদ্ধি পায় ২৩ শতাংশ হারে।
Bandhan Bank Savings Account Avni Scheme for Women
কিন্তু একই সময়ে সিএএসএ ডিপোজিটের বৃদ্ধি ১৪ শতাংশ কম। এই ঘাটতি পূরণ করার জন্যই অবনী স্কিম নিয়ে এসেছে বন্ধন ব্যাঙ্ক। এই অবনী স্কিম হলো বিশেষভাবে মহিলাদের জন্যই চালু করা একটি সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট খুললে মহিলারা পেয়ে যাবেন বিশেষ ডেবিট কার্ড (Bandhan Bank Savings Account Debit Card). কোনো ব্যক্তির কাছে যদি এই কার্ডটি থাকে তাহলে তিনি কিছু বিশেষ পরিষেবা পাবেন।
এই কার্ডের সাহায্যে খুব সহজেই বিমানবন্দরের লাউঞ্জে (Airport Lounge Access) বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এবং ১০ লক্ষ টাকার দূর্ঘটনা বিমা, ৩.৫ লক্ষ টাকার কার্ড হারানোর দায় এবং প্রিমিয়াম ব্র্যান্ডের একাধিক ব্যয় ভিত্তিক অফার পেয়ে যাবেন। এই সব অফার ছাড়াও আরো বিশেষ কিছু পরিষেবা দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank Savings Account) যেমন, বার্ষিক লকার ভাড়া, গোল্ড লোন প্রসেসিং ফি এবং বিউটি প্রডাক্টে ছাড় পাওয়া যাবে।
Bandhan Bank AVNI Scheme Apply & Benefits
- এই Bandhan Bank Savings Account এ গ্রাহকদের ২৫ হাজার টাকার গড় ত্রৈমাসিক ব্যালেন্স রাখতে হবে।
- বন্ধন ব্যাঙ্ক ডিলাইটস হলো এন্টারপ্রাইজ ওয়াইড লয়্যালটি প্রোগ্রাম। এর দ্বারা অ্যাকাউন্ট খোলা, কার্ড লেনদেন, ফান্ড ট্রান্সফার ইত্যাদির জন্য পয়েন্ট পাবে এই ব্যাঙ্কের গ্রাহকেরা।
- গ্রাহকেরা এই পয়েন্ট রিডিম করতে পারবে ভ্রমণ, বিনোদন, হোটেল, ইত্যাদির মাধ্যমে।
বর্তমান বন্ধন ব্যাঙ্কে অন্তর্বর্তীকালীন ম্যানেজিং ডিরেক্টর রতন কুমার কেশ এই বিষয়ে জানিয়েছেন যে, বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবসে মহিলাদের সম্মান জানানোর জন্যই এই সেভিংস অ্যাকাউন্ট (Bandhan Bank Savings Account) চালু করা হয়েছে। এর ফলে সিএএসএ অর্থাৎ কারেন্ট অ্যান্ড সেভিংস একাউন্ট ডিপোজিটের শেয়ার বাড়বে এমনটাই অনুমান করা হচ্ছে।
বন্ধন ব্যাঙ্কের এই বিশেষ স্কিমের ফলে মহিলা গ্রাহকদের ব্যাংকিং পরিষেবা সম্পর্কে অভিজ্ঞতা আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। অবনী স্কিমের মাধ্যমে মহিলা গ্রাহকদের আর্থিক চাহিদা পূরণ হবে এবং পাশাপাশি ব্যাংকিং অভিজ্ঞতাও বৃদ্ধি পাবে বলেও মনে করা হচ্ছে।
Written by Sampriti Bose.