দেশের অসংখ্য রেলযাত্রীদের জন্য এসে গেল বড়ো সুখবর (Indian Railways). এখন থেকে একবার টিকিট (Train Ticket) কেটে ৫৬ দিন ভ্রমণ করার সুযোগ পাবেন রেল যাত্রীরা। পাশাপাশি, মিলবে আরো বেশ কয়েকটি সুবিধা। সর্বোপরি দেশের অসংখ্য তীর্থ যাত্রীদের জন্য এই বিষয়টি বিশেষ লাভ জনক হবে বলে মনে করা হচ্ছে।
Indian Railways Announcement for Passengers
মূলত রেলওয়েকে ভারতের লাইফ লাইন বলা হয়। প্রতিদিন লক্ষ লক্ষ সাধারণ মানুষ রেলপথে যাতায়াত করে তাদের গন্তব্যে পৌঁছান। তবে রেলের কনফার্মড টিকিট নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে। এই ধরণের টিকিটের নাম ‘সার্কুলার টিকিট’। সার্কুলার টিকিট (Indian Railways Circular Ticket) বুক করতে হলে জোনাল রেলওয়েতে আবেদন করতে হয়।
ট্রেনের টিকিট নিয়ে বড় সিদ্ধান্ত!
IRCTC ওয়েবসাইট বা টিকিট কাউন্টার থেকে সার্কুলার টিকিট বুক করা হয় না। জোনাল রেলওয়েকে যাত্রার ব্যাপারে তথ্য দিতে হয় এবং তারপরেই Indian Railways এর যাত্রীদেরকে তার সেই যাত্রার জন্য একটি টিকিট দেওয়া হবে। সার্কুলার টিকিটের ভাড়া মূলত নির্ভর করে কোনো ব্যক্তি কোথায় ভ্রমণ করবেন তার উপর।
ভারতীয় রেলওয়ে সার্কুলার টিকিট
একে টেলিস্কোপিক রেট বলা হয়। সার্কুলার টিকিটে সর্বোচ্চ আটটি স্টপেজ থাকতে পারে। এটি ব্যবহার করে তাই কোন ব্যক্তি আটটি বিভিন্ন স্টেশনে ভ্রমণ করতে পারেন। আলাদা করে টিকিট কাটতে হবে না। শুধু তাই নয়, একই টিকিট দিয়ে অনেক ট্রেনেও ভ্রমণ করা যাবে। মূলত কোনো ব্যক্তি যদি তীর্থযাত্রায় বেরনোর পরিকল্পনা করে থাকেন তবে সার্কুলার টিকিট (Indian Railways) তার জন্য সেরা বিকল্প।
সার্কুলার জার্নি টিকিট কেনার পর বিভিন্ন গন্তব্যের জন্য সিট রিজার্ভ করার জন্য রিজার্ভেশন কাউন্টারে যোগাযোগ করতে হবে। এরপর রিজার্ভ টিকিট (Indian Railways Reserve Ticket) দেওয়া হবে। সার্কুলার টিকিট বুক করার সময় খেয়াল রাখতে হবে গ্রাহকের যাত্রা যেখান থেকে শুরু হয়েছে সেখানেই যেন শেষ হয়।
এই ব্যাপারে জোনের বিভাগীয় বাণিজ্যিক ব্যবস্থাপক বা কয়েকটি বড় স্টেশনের স্টেশন ম্যানেজারের সঙ্গেও যোগাযোগ করতে পারেন এই টিকিট কাটতে আগ্রহী ব্যক্তিরা। আবেদনকারীর তথ্য যাচাই করার পরে বিজ্ঞপ্তি টিকিট জারি (Indian Railways) করা হয়ে থাকে। এরপর, আবেদনকারীকে একই স্টেশন থেকে একটি সার্কুলার টিকিট দেওয়া হয়ে থাকে এবং আবেদনকারীর উল্লেখিত স্টেশন থেকেই তার যাত্রা শুরু হবে।
আয়ুষ্মান কার্ড থাকলে 10 লাখ টাকা পাবেন! প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আবেদন করুন
তবে কোন ব্যক্তি যদি যেই স্টেশন থেকে যাত্রা শুরু করছেন স্টেশনে ফিরে না আসেন তাহলে তার এই টিকিট কাটার কোন প্রয়োজনীয়তা নেই। অনেকেই মনে করে থাকেন, দীর্ঘ ভ্রমণের জন্য সার্কুলার টিকিট বেশি লাভজনক। আর এর ফলে সেই সকল মানুষের খুবই সুবিধা হবে যারা নিজেদের কাজের জন্য রেলের মাধ্যমে অনেক সফর করেন।
Written by Sampriti Bose.