দেশের সমস্ত কৃষকবন্ধুদের (Krishak Bondhu) জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan) অধীনে এক দারুন সুসংবাদ দিল কেন্দ্রীয় সরকার (Government of India). শীঘ্রই এই যোজনার ১৮ তম কিস্তির (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana 18th Installment Payment Update) টাকা ঢুকতে চলেছে দেশে কৃষকদের (Farmers) অ্যাকাউন্টে।
PM Kisan Samman Nidhi Yojana 18th Installment Payment
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan) হল কেন্দ্রীয় সরকারের জনমুখী যোজনা গুলির মধ্যে একটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য ২০১৮ সালে সর্ব প্রথম এই যোজনা শুরু করেছিলেন। দেশের মোট ১২ কোটি কৃষক বন্ধু এই পিএম কিষান যোজনার সুবিধাভোগী।
পিএম কিষান সম্মান নিধি যোজনা
এই পিএম কিষান যোজনার (PM Kisan) আওতায় আগে মোট ৬০০০ টাকা ভাতা প্রদান করা হত দেশের কৃষকদের। এই টাকা বছরে ৩ টি কিস্তিতে মেটানো হত। প্রতি কিস্তি মারফত ২০০০ টাকা করে। তবে গত বছরের নভেম্বর মাসে মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছিল আরেকটি কিস্তি বাড়ানোর, যেখানে আরো ২০০০ টাকা অতিরিক্ত পাবেন কৃষকরা।
পিএম কিষান ১৮তম কিস্তির টাকা
যা এই বছরই চালু হতে পারে বলে ধারণা অনেকের। ফলে এবার মোট ৮০০০ টাকা ভাতা পেতে পারেন তারা। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ১৬ তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। এখন কৃষকেরা (PM Kisan) অধীর আগ্রহে কিষান সম্মান নিধির ১৭ তম কিস্তির আগমনের জন্য অপেক্ষা করছিলেন।
পিএম কিষান যোজনা পেমেন্ট অনলাইন
এরপর, ১৭ তম কিস্তির টাকা তারা পেয়ে যাওয়ায় এবার ১৮ তম কিস্তির টাকা পাবার জন্য তারা অপেক্ষা করছেন (PM Kisan). জানা গিয়েছে, ২০২৪ সালের ২০ অক্টোবর এর মধ্যে প্রকাশ করা হতে পারে ১৮ তম কিস্তির তারিখ অর্থাৎ অক্টোবরের শেষ সপ্তাহ এবং নভেম্বরের প্রথম সপ্তাহে কিস্তি ছাড়া হবে বলে মনে করা হচ্ছে।
পিএম কিষান পেমেন্ট স্ট্যাটাস চেক অনলাইন
- প্রথমে প্রধানমন্ত্রী কিষান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর হোম পেজে Farmers কর্নারে ক্লিক করতে হবে।
- তারপর Beneficiary Status অপশনে ক্লিক করতে হবে।
- এখানে গ্রাহককে রাজ্য, জেলা, উপ জেলা, ব্লক বা গ্রাম নির্বাচন করতে হবে।
- এরপরে, স্ট্যাটাস জানতে তাকে Get Report বাটনে ক্লিক করতে হবে।
- তারপর এখান থেকে তিনি দেখতে পাবেন তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা।
পিএম কিষানের টাকা পেতে এই কাজ বাধ্যতামূলক
1) PM Kisan KYC
কৃষকদের ১৮তম কিস্তির টাকা পাওয়ার জন্য কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মতো, কৃষকদের ই-কেওয়াইসি (e-KYC) করানো প্রয়োজন যা ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
2) Validate Document for Your Land’s
প্রকল্পের অধীনে কিস্তির টাকা পেতে হলে কৃষকদের নিজেদের জমির যাচাইও করাতে হবে। জমির যাচাই না করলে, কেন্দ্র সরকারের নির্দেশিকা অনুযায়ী প্রকল্পের টাকা পাওয়ার সুযোগ হারাতে পারেন কৃষকেরা।
স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কি? কিভাবে বিনিয়োগে বেশি রিটার্ন পাবেন
3) Aadhaar Card Bank Account Link
PM Kisan যোজনার সুবিধা পেতে কৃষকদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করা জরুরি। আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক না থাকলে, প্রকল্পের কিস্তির টাকা জমা হতে সমস্যা হতে পারে। এই সকল শর্তাবলী গুলি মেনে চললে তবেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে টাকা পাবেন কৃষকেরা।
Written by Sampriti Bose.