দেশের দ্বিতীয় সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB Savings Account). আর পিএনবি (Punjab National Bank) ব্যাঙ্কে কোটি কোটি গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) নিয়ে এক নিয়মে বড় পরিবর্তন করা হল। এক পরিসংখ্যান অনুসারে এই ব্যাঙ্কে প্রায় ২০ কোটির বেশি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) আছে, তাদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ।
PNB Savings Account Rule Change from 1st October 2024
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। 2024 সালের 1 লা অক্টোবর থেকে ব্যাঙ্কের এই নতুন নিয়ম কার্যকর করা হবে। এই নতুন নিয়ম সেভিংস অ্যাকাউন্টের (PNB Savings Account) জন্য। নতুন নিয়মের সাথে ব্যাঙ্ক তার কিছু চার্জেও (PNB Charges) পরিবর্তন করবে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নিয়ম বদল
এই চর্জ গুলোর মধ্যে রয়েছে PNB Savings Account Minimum Balance Charge, লকার ভাড়া (Locker Fees), চেক উইথড্রয়াল (Check Withdrawal Fees) চার্জ ইত্যাদি। 1 লা অক্টোবর থেকে এই নতুন নিয়ম ও নতুন চার্জ চালু হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। কিন্তু তার আগেই এই সম্পর্কে সকল গ্রাহকদের এই সম্পর্কে জেনে নেওয়া উচিত।
পিএনবি সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স
পাঞ্জব ন্যাশনাল ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট (PNB Savings Account) সম্পর্কিত প্রয়োজনীয় পরিষেবার উপরে আরোপিত চার্জ পরিবর্তন করেছে। এই পরিবর্তনের পর সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স রাখা খুব জরুরী। এছারা ডিমান্ড ড্রাফট তৈরি ও ইস্যু করার ক্ষেত্রে চার্জ, চেক তোলার ক্ষেত্রে আরোপিত চার্জ, রিটার্ন খরচ এবং লকার রেন্ট চার্জে পরিবর্তন আনা হয়েছে।
পিএনবি ব্যাঙ্কে চার্জ বেড়ে গেল
কোনো গ্রাহকের অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স না থাকলে নতুন নিয়ম অনুযায়ি সেই গ্রাহককের উপরে চার্জ আরোপ করা হবে। আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গড় নূন্যতম ব্যালেন্স কম হলে 3 মাস ফী নিত, যা এখন পরিবর্তন করে এক মাস করা হয়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে, PNB Savings Account এ নূন্যতম ব্যালেন্স না রাখলে তাদের ফী দিতে হবে।
গ্রামীন এলাকার শাখায় গ্রাহকদের অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স 50 শতাংশ পর্যন্ত হলে তাকে প্রতি মাসে 50 টাকা করে দিতে হবে। আধা শহরাঞ্চলীয় শাখায় গ্রাহকদের প্রতি মাসে 100 টাকা করে দিতে হবে এবং শহর আর মেট্রো শাখায় অ্যাকাউন্ট (Savings Account Penalty Charges) খুললে গ্রাহকদের প্রতি মাসে 250 টাকা করে দিতে হবে।
নূন্যতম কত ব্যালেন্স রাখতে হবে
যদি কোনো গ্রাহক গ্রামাঞ্চলের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট খোলে তাহলে তাকে নূন্যতম 500 টাকা ব্যালেন্স রাখতে হবে। আধা শহরাঞ্চলীয় শাখায় সেখানকার গ্রাহকদের নূন্যতম 1000 টাকা ব্যালেন্স রাখতে হবে। আর শহর ও মেট্রো এলাকার শাখায় গ্রাহকদের নূন্যতম 2000 টাকা ব্যালেন্স রাখতে হবে।
স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কি? কিভাবে বিনিয়োগে বেশি রিটার্ন পাবেন
না রাখলে চার্জ আরোপ করা হবে। তাই যাদের PNB Savings Account আছে তারা এই নিয়ম গুলো মেনে চলুন। আর এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনাদের উচিত যে আপনারা নিজেদের নিকটবর্তী পিএনবি শাখায় গিয়ে যোগাযোগ করুন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.