পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) হল দেশের সবথেকে জনপ্রিয় বিনিয়োগ প্রকল্প গুলোর মধ্যে অন্যতম। আর স্কিমে দেশের সকল বর্গের মানুষেরা নিজেদের সামর্থ্য অনুসারে বিনিয়োগ করে নিতে পারবেন এবং মাত্র ৫০০ টাকা থেকে এই স্কিমে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর দীর্ঘকালীন বিনিয়োগ করলে সকল গ্রাহকরা এই স্কিমের মাধ্যমে কোটি টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারবেন (PPF Account).
Public Provident Fund Account Rules
আর এই Public Provident Fund স্কিমে বিনিয়োগ করলে যেই টাকা ফেরত পাওয়া যায় সেই টাকার মাধ্যমে আপনারা ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন। আর এই স্কিমের কিছু নিয়মে পরিবর্তন করা হয়েছে। আর এই কারণের জন্যই আপনারা এই সম্পর্কে আগে জেনে নিয়ে তবেই বিনিয়োগ করবেন। তাহলে এই সকল নিয়ম সম্পর্কে জেনে নিন আর তারপর এই স্কিমে বিনিয়োগ করুন।
PPF Account Rules Change
১) অপ্রাপ্তবয়স্কদের জন্য নিয়ম – এখন এই স্কিমে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত পুরো সুদ দেওয়া হবে না। এই বয়স পর্যন্ত ৪% সুদ দেওয়ার কথা জানানো হয়েছে আর এর পর থেকে ৭.১% হারে সুদ দেওয়া হবে সকল গ্রাহকদের। আর এই নিয়ম জেনে নিয়েই সকলের উচিত এই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া।
২) একাধিক PPF অ্যাকাউন্ট – এখন অনেকেই একের বেশি পিএফ অ্যাকাউন্ট খোলেন আর এই কারণের জন্য প্রথম ও দ্বিতীয় অ্যাকাউন্ট ছাড়া আর কোন অ্যাকাউন্ট থাকলে সেই খানে কোন ধরণের সুদ দেওয়া হবে না। সেই জন্য যারা ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বেশি টাকা জমা দিতে চাইলে সেইটা একই জায়গায় জমা দিতে হবে।
২০০০০ টাকার ঋণ চাই? প্রধানমন্ত্রী স্বানিধি যোজনায় আবেদনেই পাবেন
৩) প্রবাসী ভারতীয়দের PPF অ্যাকাউন্ট – যেই সকল মানুষেরা এখন বর্তমানে ভারতে থাকেন না আর তারা ১৯৬৮ সালের আগে এই বিনিয়োগ করেছেন তাদের আর ১ লা অক্টোবর থেকে আর কোন সুদ প্রদান করা হবে না। আর এই সকল তথ্য জেনে নেওয়ার মাধ্যমে আপনারা বিনিয়োগ করা উচিত কিনা সেই সম্পর্কে সিদ্ধান নিয়ে নেবেন।