আগামীকাল ধনতেরাস (Dhanteras) আর তার আগে আজকেই অনেকে সোনা (Sovereign Gold Bond) কিনতে পছন্দ করছেন এবং সংসারের মঙ্গলের কারণের জন্য অনেকেই সোনা বা রুপোর গয়না কিনে থাকেন। কিন্তু এই সকল গয়না কেনার পড়ে অনেকেই দেখা যায় যে ব্যাঙ্কের লকারে গিয়ে এই সকল গয়না গচ্ছিত করে রাখছেন। আর এছাড়াও বর্তমানে অনেকেই এর সকল জিনিসের সুরক্ষার নিয়ে চিন্তায় থাকেন।
Sovereign Gold Bond Scheme
আর এখন অনেকেই এই গোল্ড বন্ডের (Sovereign Gold Bond) মাধ্যমে নিজেদের কষ্টের টাকা বিনিয়োগ করছেন এবং সময়ে সময়ে অনেক ভালো রিটার্ন পাচ্ছেন। আর বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে ‘হাতি পোষা’, মানে যেই জিনিস কোন কাজে লাগে না বা কোন ধরণের ফায়দা দেয়না সেই সকল জিনিস কিনে ফেলে রাখার কোন মানেই হয়না। আর এই কারণের জন্যই বর্তমানে অনেকে এই সোনার গয়না কেনা থাকে বিরত থাকেন।
Gold Bond 2024
আর এই বছরের শেষের দিকেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে Sovereign Gold Bond বা সার্বভৌম গোল্ড বন্ড জারি করা হয়। তাই যেই সকল গ্রাহকরা এই খানে বিনিয়োগ করতে চাইছেন তারা অবশ্যই এই সুযোগকে ভবিষ্যতে কাজে লাগাবেন। আর এবারে PNB বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে এই নিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গ্রাহকদের জন্য।
সার্বভৌম গোল্ড বন্ড
যেই সকল গ্রাহকরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা RBI-র তরফে এই সার্বভৌম গোল্ড বন্ড কিনেছিলেন তাদের কিছু নিয়ম এখনই অবশ্যই পালন করতে হবে। ভুল বা বন্ধ অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকলে কোন সমস্যা হলে ব্যাঙ্ক দায়ি থাকবে না। এই সুদ ৩০ দিনের মধ্যে দাবি করতে হবে নইলে এসক্রো অ্যাকাউন্টে এই টাকা স্থানান্তরিত করে দেওয়া হবে। আর এই সম্পর্কে আরও জানতে ব্যাঙ্কে গিয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারেন।
444 দিনে টাকা ডবলের সুযোগ দিচ্ছে SBI! দেরি না করে বিনিয়োগ করুন
আর এই Sovereign Gold Bond কিনতে চাইলে আপনারা আগের থেকে বাজারের সোনার দামের সঙ্গে এই দামের কিছুটা পার্থক্য থাকতে পারে। আর এরই সঙ্গে আপনারা সকল তথ্য আগের থেকে জেনে নেওয়ার মাধ্যমে তবেই বিনিয়োগ করবেন আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই সম্পর্কিত আরও কিছু খবরের আপডেট পাওয়ার জন্য।