EPFO-র তরফে এই নিয়ম বদল করা হল। সুবিধা হবে নাকি অসুবিধা?

দীর্ঘ ৩ বছর পর EPFO-র নিয়মের ক্ষেত্রে আসতে চলেছে বিরাট বদল। এখন থেকে আরও বেশি পরিমাণে টাকা পাবেন গ্রাহকেরা। উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য এটি একটি বড় সুখবর বলা যায়। লাভবান হতে চলেছেন দেশের অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারীরাও। মূলত কেন্দ্রীয় সরকার ইপিএফও-র (Employees Provident Fund Organisation) অধীনে থাকা ভলেন্টিয়ারি প্রভিডেন্ট ফান্ড (Voluntary Provident Fund) নিয়ে নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

Employees Provident Fund Organisation

এই উদ্যোগে ২০২৬ সালের বাজেটে VPF-র বিনিয়োগে সীমাবদ্ধ ও কর মুক্তির প্রস্তাব আনা হতে চলেছে। এই ভলেন্টিয়ারি প্রভিডেন্ট ফান্ড কর্মজীবীদের অবসরকালীন সময়ে আর্থিক সুরক্ষা প্রদান করে। এই প্রকল্পটি কর্মীদের একটি ফান্ডের অংশ হিসেবে অতিরিক্ত অর্থ সঞ্চয়ের সুযোগ দেয়। এই ফান্ড থেকে প্রতি মাসে অবসর প্রাপ্ত কর্মজীবীরা পেনশন বাবদ ভাতা পেয়ে থাকেন।

EPFO on Voluntary Provident Fund

বর্তমানে ভলেন্টিয়ারি প্রভিডেন্ট ফান্ডে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ কর মুক্ত সুদের আওতায় পড়ে অর্থাৎ কোনো ব্যক্তি যদি ২.৫ লক্ষ টাকা বা তার কম টাকা বিনিয়োগ করেন তাহলে কোনো রকম কর প্রদান করতে হবে না। তবে এই সীমা বাড়ানোর কথা ভাবছে কেন্দ্রীয় সরকার (EPFO). এতে আরো বেশি কর্মজীবী কর মুক্ত সুবিধার আওতায় আসতে পারবে বলে মনে করা হচ্ছে।

আগামী ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে ভিপিএফের বিনিয়োগ সীমা বৃদ্ধির বিষয়টি প্রভাব ফেলতে পারে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিকল্পনা সফল হলে কর্মজীবীরা আরও বড় পরিসরে কর ছাড়ের সুবিধা পেতে পারেন। এর ফলে বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে। VPF-র কর ছাড়ের সীমা বাড়ালে বিশেষত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা বেশি সুবিধা পাবেন।

কারণ এই শ্রেণীর কর্মজীবীরা সবচেয়ে বেশি বিনিয়োগ করে লাভবান হবেন ও সুরক্ষিত থাকতে পারবেন। VPF-র করমুক্ত সীমা বাড়ালে কর্মজীবীরা আরও বেশি টাকা সঞ্চয় করতে উৎসাহী হবেন। ফলে, যদি আগে থেকেই বেশি টাকা সঞ্চয় করে রাখা হয় তাহলে কর্মজীবনের শেষে পেনশন (EPFO Pension) বাবদ বেশি টাকা পাওয়া যাবে। এটি তাদের অবসর জীবনকে আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তুলবে।

বর্তমানে VPF বিনিয়োগের উপর সুদের হারে সীমিত কর মুক্ত সুবিধা দেওয়া হয়েছে। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মজীবীদের বিনিয়োগের জন্য আরো বেশি কর মুক্ত সুবিধা পাবেন অর্থাৎ বেশি পরিমাণে অর্থ বিনিয়োগ করলেও কর প্রদান করতে হবে না। মূলত EPFO ও VPF এই দুটি নতুন উদ্যোগ কেন্দ্রীয় সরকারের সমাজ সুরক্ষা প্রকল্প গুলির একটি বিশেষ অংশ হিসেবে চিহ্নিত হয়েছে।

444 দিনে টাকা ডবলের সুযোগ দিচ্ছে SBI! দেরি না করে বিনিয়োগ করুন

EPFO-র এই পরিকল্পনা দুটি কর্মজীবীদের জীবনমান উন্নত করবে এবং ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এটা বলাই যায়। তাই এই পদক্ষেপ গুলি কর্মজীবীদের বিনিয়োগের আগ্রহ বাড়াবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি অবসর প্রাপ্ত কর্মচারীদের জীবনকেও স্বাছন্দ্যে ভরিয়ে তুলবে এমনটা বলাই যায়।Written by Sampriti Bose