এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (SVMCM Scholarship) সুবিধা পাওয়া পড়ুয়াদের জন্য এসে গেল বড় সুখবর। এখনই রিনিউয়াল করতে পারবেন স্কলারশিপটি। তবে, তার জন্য অবশ্যই অবলম্বন করতে হবে বিশেষ পদ্ধতি। পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার খরচ বহন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্কলারশিপ প্রকল্প (Swami Vivekananda Scholarship) চালু করেছে, এছাড়াও বিভিন্ন বেসরকারি স্কলারশিপ আছে।
SVMCM Scholarship Renewal Process & Documents
রাজ্য সরকার অর্থনৈতিক ভাবে দুর্বল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য ও সেই সাথে ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণে আরও বেশি উৎসাহিত করার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করেছে। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিভিন্ন বাস্তবায়িত সফল উদ্যোগ গুলির মধ্যে অন্যতম হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SVMCM Scholarship অনুমোদিত করে ছিল।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল
এর মাধ্যমে সুবিধাবঞ্চিত অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার খরচের জন্য আর্থিক ভাবে সহায়তা প্রদান করার লক্ষ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি চালু করা হয়েছিল। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণি ও UG এবং PG এমনকি যে কোনো পেশাদার কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা SVMCM Scholarship-র সুবিধা পাওয়ার যোগ্য।
এর অধীনে মেধাবী শিক্ষার্থীরা প্রত্যেক বছর ১২০০০ টাকা ও ১৮০০০ টাকা থেকে সর্বোচ্চ ৬০০০০ টাকা সুবিধা পেয়ে থাকে ৷ যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই SVMCM Scholarship চালু করা হয়েছে। তাই এই বৃত্তিটি শুধুমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী মেধাবী শিক্ষার্থীদের জন্য উপলব্ধ। যে সকল শিক্ষার্থীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে, তারাই এখানে আবেদন করতে পারবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল পদ্ধতি
- অনলাইন আবেদন করার সময় যে Application ID ও Password দিয়ে ওয়েবসাইটে Login করতে হবে।
- তারপরে রেনুয়াল আবেদন করতে হবে।
- যারা পুণরায় রেনুয়াল করবে তাদের নতুন করে Registration করার দরকার নেই বরং তারা তাদের আগের Swami Vivekananda merit cum means Scholarship আবেদনকারী Application ID ও Password দিয়ে সরাসরি Login করবে , আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে।
স্কলারশিপ রিনিউয়াল করার নথিপত্র
- এই স্কলারশিপের জন্য আবেদনকারীকে তার শেষ পরীক্ষার মার্কশিট স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদনকারী এই স্কলারশিপ রেনুয়াল বা ক্রমাগত করতে প্রতিটি শিক্ষার্থীকে প্রত্যেক বার্ষিক পরীক্ষায় ৬০% নম্বর পেতে হবে।
- SVMCM Scholarship মাস্টার্স ডিগ্রিতে ৫৩ % নম্বর পেতে হবে।
- আর যদি পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে হয়, তাহলে দুই সেমিস্টারের মার্কশিট এক সাথে স্ক্যান করে আপলোড করতে হবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক
১) প্রথমে আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
২) Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল ও স্যাটাস চেক দেখাবে, এখানে আবেদনকারী Applicant Login অপশনে ক্লিক করুন।
৩) আপনার Application ID, and Password লিখে প্রদর্শিত Captcha code লিখুন তারপর Login অপশনে ক্লিক করুন।
সুপ্রিম কোর্টে OBC সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে বড় খবর পাওয়া গেল
৪) ড্যাশবোর্ড খোলা থাকলে, এবার অ্যাক্টিভিটি মেনুতে আপনার স্ট্যাটাসটি লক্ষ্য করুন, যদি এখানে Submit application উপস্থিত হয়, তাহলে বোঝায় আবেদনটি যাচাই করা হয়েছে।
৫) অথবা Status Check করার জন্য আপনি Track application বিকল্পটি নির্বাচন করুন।
৬) এবার আপনি পরবর্তী পৃষ্ঠায় স্কলারশিপের Status যেমন Payment status এবং মন্তব্য গুলি পরীক্ষা করতে সক্ষম।এই ভাবেই SVMCM Scholarship Application Status Check করতে পারবেন গ্রাহকেরা।
Written by Sampriti Bose