দেশের মেয়েদের জন্য LIC-র তরফে কন্যাদান পলিসি (Kanyadan Policy) নিয়ে আসা হয়েছে। আগেকার দিনের মত এখন আর কম বয়সে মেয়েদের বিয়ে না দিয়ে তাদের পড়াশোনা শিখিয়ে যোগ্য করে তোলা হচ্ছে। কিন্তু সব কাজ করতে গেলে তো টাকা লাগবেই, টাকা ছাড়া কোন কাজই এই সময়ে সম্ভব নয়। আর এই কারণের জন্য অনেকেই নিজেদের মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনিয়োগ করছেন (Life Insurance Corporation of India).
LIC Kanyadan Policy
আর বিনিয়োগ করার কথা চিন্তা করলেই তো আর বিনিয়োগ করা যায়না। আর এই কারণের জন্য ভারতীয় জীবন বীমা নিগমের তরফে কন্যাদান পলিসি (Kanyadan Policy) নিয়ে আসা হয়েছে যেখানে আপনারা নিজেদের মেয়েদের জন্য টাকা বিনিয়োগ করার মাধ্যমে ভালো পরিমাণ রিটার্ন পাবেন এবং সেই টাকা কন্যাদান বা বিয়ের কাজে হোক বা চাকরি বা ব্যবসার জন্য ব্যবহার করতে পারবেন।
এলআইসি কন্যাদান পলিসি
এই পলিসি একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনার অন্তর্গত আর এই কারণের জন্য ১৩ থেকে ২৫ বছরের জন্য সকলে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। আর মুল এইখানে বিনিয়োগ করে সকলেই নিজেদের মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করে ফেলতে পারবেন। প্রতি মাসে, তিন মাস অন্তর, ছয় মাস অন্তর বা বার্ষিক নিজেদের সুবিধা অনুসারে এই স্কিমে বিনিয়োগ করা সম্ভব।
ফিক্সড ডিপোজিটে টাকা রেখে কোটিপতি হবেন। কোন ব্যাঙ্কে বিনিয়োগ করবেন?
এলআইসি পলিসি মেয়েদের জন্য
আর এই Kanyadan Policy স্কিমে ৩ বছর পর থেকে ঋণ নেওয়ার সুবিধা পাবেন সকলে। কোন মাসে প্রিমিয়াম না দিলেও ৩০ দিন সেই বিনিয়োগকারী টাকা জমা দেওয়ার জন্য পাবেন। এর অতিরিক্ত আয়কর আইন 80C এর অধীনে রিটার্নের ওপরে ছাড় পাবেন গ্রাহকরা। ২৫ বছর পড়ে প্রায় ২৩ লাখ টাকা পর্যন্ত টাকা লাভ করা সম্ভব সকলের কাছে। তাহলে এই স্কিমে আপনারা বিনিয়োগ করবেন কিনা সেই সম্পর্কে কমেন্ট করে অবশ্যই জানাবেন।