LPG Gas Cylinder: রান্নার গ্যাস সিলিন্ডার এখন ফ্রিতে পাবেন! সরকারের বড় সিদ্ধান্ত

বর্তমানে দেশের বেশিরভাগ বাড়িতে LPG গ্যাস সিলিন্ডারে (LPG Gas Cylinder) রান্না হয়। উনুন কিংবা স্টোভে রান্না করার চল এখন একপ্রকার উঠেই গিয়েছে। এর নেপথ্যে অনেকখানি বড় ভূমিকা রয়েছে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের। ভারতবর্ষের দারিদ্র সীমার নীচে থাকা পরিবার গুলিতেও যাতে এলপিজি গ্যাস সংযোগ পৌঁছে যায়, সেই লক্ষ্যে ২০১৬ সালের মে মাসে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana) চালু করেছিল কেন্দ্র (Liquefied Petroleum Gas).

বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার

এই স্কিমের মাধ্যমে একেবারে বিনামূল্যে এলপিজি গ্যাস কানেকশন পাওয়া যায়। আগে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ভর্তুকি এক বছরের জন্য বাড়ানো হয়েছিল। মূলত অনেক দিন আগে থেকেই কেন্দ্রীয় সরকার শুরু করেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পের (LPG Gas Cylinder) মূল উদ্দেশ্য হল গ্রামীণ এলাকায় বসবাসকারী দরিদ্র পরিবার এবং বিপিএল কার্ডধারী পরিবারের মহিলাদের বিনামূল্যে গ্যাস সংযোগ প্রদান করা।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা

শুধুমাত্র আধার কার্ড থাকলেই এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়। এছাড়াও, সরকার এই প্রকল্পের অধীনে বিনামূল্যে গ্যাসের চুলাও প্রদান করে। আর তাহলে যারা এখন পর্যন্ত যোগ্য হয়েও এই প্রকল্পে কোন আবেদন করেননি তারা অবশ্যই এই সম্পর্কে সকল তথ্য জেনে নেওয়ার মাধ্যমে আপনারা আবেদন করে সকল সুবিধা পেতে পারবেন।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার শর্তাবলী

  • শুধুমাত্র ১৮ বছরের বেশি বয়সী মহিলারাই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে পারবেন।
  • মহিলা আবেদনকারীকে বিপিএল পরিবারের হতে হবে।
  • যে মহিলা এলপিজির জন্য আবেদন করছেন তার বাড়িতে ইতিমধ্যেই গ্যাস (LPG Gas Cylinder) সংযোগ থাকলে চলবে না।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আবেদন নথিপত্র

1) আধার কার্ড
2) বিপিএল রেশন কার্ড
3) ঠিকানা প্রমাণ
4) বয়স শংসাপত্র
5) ব্যাঙ্কের হিসাব
6) মোবাইল নম্বর
7) পাসপোর্ট সাইজ ছবি

উজ্জ্বলা যোজনা অনলাইন আবেদন

1) ইচ্ছুক ব্যক্তিরা তাদের নিকটস্থ গ্যাস সংস্থা থেকে বা উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আবেদনপত্র নিতে পারেন।
2) এটি করতে তাকে উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
3) এর পর তার সামনে ওয়েবসাইটের হোমপেজ খুলবে।

4) হোম পেজে ডাউনলোড ফর্মের বিকল্পটি দেখার পরে, তাকে এটি নির্বাচন করতে হবে।
5) সেখানে ক্লিক করলে, আবেদনপত্র খুলবে।
6) এবার তাকে ডাউনলোডে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লিকেশনটির প্রিন্ট নিতে হবে।

7) এরপরে তাকে জিজ্ঞাসা করা প্রতিটি বিবরণ পূরণ করতে হবে।
8) এখন তাকে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সমস্ত নথি কপি করতে হবে।
9) এর পরে তাকে তার নিকটস্থ গ্যাস এজেন্সিতে সমস্ত নথি জমা দিতে হবে।
10) আবেদনটি যাচাই করা হলে, তিনি এই স্কিমের অধীনে LPG Gas Cylinder সংযোগ পাবেন।

অন্য দিকে অফলাইনে এই প্রকল্পের আবেদন করতে চাইলে সরাসরি এলপিজি ডিস্ট্রিবিউটরের অফিস থেকে আবেদনপত্র নিতে হবে। এরপর তা পূরণ করে সেখানেই জমা করে দিতে হবে। আবেদনপত্র জমা করার পর আবেদনকারীর নথি যাচাই এবং যোগ্যতা যাচাই হবে। এরপর যদি সেই আবেদনপত্র গৃহীত হয়, তাহলে এলপিজি কানেকশন (LPG Gas Cylinder) সম্বন্ধিত নির্দেশ জারি করা হবে।

LIC পলিসির মাধ্যমে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করুন।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের উপভোক্তারা বিশেষ ভর্তুকিও (LPG Gas Cylinder Subsidy) পেয়ে থাকেন। বর্তমানে এদেশের অগুনতি বাড়িতে উজ্জ্বলা যোজনার মাধ্যমে এলপিজি কানেকশন পৌঁছে গিয়েছে। এভাবেই উক্ত পদ্ধতি অবলম্বন করে ইচ্ছুক ব্যক্তিরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
Written by Sampriti Bose