নিজেদের কষ্টের টাকা রোজগার করার মাধ্যমেও অনেকেই খরচ জোগাড় করে উঠতে পারেন না। এই জন্য ব্যাক্তিগত ঋণ (Personal Loan) নিতে হয় অনেককে। কিন্তু একধাক্কায় অনেক বেশি সুদ দিয়ে ঋণ (Loan) নিতে পছন্দ করেন না। তাই আজকে এই আলোচনাতে আমরা কিভাবে আপনারা কম সুদে ঋণ (Emergency Loan) পাবেন সেই সম্পর্কে আজকের এই আলোচনাতে জেনে নিতে চলেছি।
Get Low Interest Personal Loan
বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষের তাদের দরকারে ব্যাঙ্ক থেকে Personal Loan নিয়ে থাকেন। কেউ ইমারজেন্সি লোন নেন কেউ আবার ব্যক্তিগত ঋণ নিয়ে থাকেন। কিন্তু এই লোন নেওয়ার পরে অনেকেই মনে করেন যে তাদেরকে সুদে বেশি দিতে হচ্ছে। আর এই নিয়ে অনেক গ্রাহকের মধ্যেই শুরু হয় বিবাদ। প্রত্যেকেই চান কম হারে সুদ দিতে। এমত অবস্থায় গ্রাহকদের জন্য এবার এসে গেল বড় সুখবর।
কম সুদে পার্সোনাল লোন নেবেন?
আর এই জন্য আপনারা আগের থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন যার মাধ্যমে আপনারা কম সুদের পার্সোনাল লোন (Personal Loan) পেয়ে যাবেন। আর এই ঋণ কম সুদে ব্যাঙ্ক থেকে পাওয়ার আগে আপনাকে কিছু নিয়ম সম্পর্কে জেনে নিতে হবে এবং আপনারা সেই সম্পর্কে কিছু টিপস সম্পর্কে জেনে নিন যার মাধ্যমে আপনারা কম সুদে পেয়ে যাবেন।
ব্যাক্তিগত ঋণ পাওয়ার টিপস
1) ক্রেডিট স্কোর ভালো থাকা মানে ব্যাংক গ্রাহকের উপর বিশ্বাস করতে পারবে যে, তিনি সময় মতো ঋণ (Personal Loan) শোধ করবেন। যার কারণে ব্যাংক তাকে কম সুদের হারে ব্যাক্তিগত ঋণ দেবে। তাই ভালো ক্রেডিট স্কোর বজায় রাখা সবথেকে বেশি গুরুত্বপূর্ন।
2) কোনো ব্যক্তি যদি ব্যাক্তিগত ঋণ নিতে যান, তাহলে সঠিক ঋণ নির্বাচন করা অত্যন্ত গুরত্বপূর্ণ। অসুরক্ষিত ঋণের তুলনা সুরক্ষিত ঋণের সুদের হার কম হয়। অর্থাৎ যদি সম্ভব হয় তাহলে সুরক্ষিত ঋণ (Personal Loan) নিন, এতে গ্রাহককে কম সুদ দিতে হবে। গ্রাহক তার FD, মিউচুয়াল ফান্ড বা অন্যান্য বিনিয়োগের বিপরীতে সুরক্ষিত ঋণ নিতে পারবেন।
3) লক্ষ্য করে দেখবেন বেশি মেয়াদের জন্য লোন নিলে, সুদের হার কম থাকে। কিন্তু সুদের হার কম হলেও এতে গ্রাহককে বেশি সুদ গুনতে হবে। কারণ, গ্রাহককে বেশি সময়ের জন্য Personal Loan EMI দিতে হবে। তাই সব সময় ঋণের মেয়াদ যতটা সম্ভব ছোট রাখার চেষ্টা করুন।
4) কম টাকা লোন নেওয়ার জন্য এই কাজ করার প্রয়োজন নেই। তবে, গ্রাহক যদি বেশি টাকা লোন নেওয়ার পরিকল্পনা করছেন তাহলে একাধিক ব্যাঙ্কের তুলনা করুন। শুধুমাত্র সুদের হার নয়, সঙ্গে প্রসেসিং ফি এবং অন্যান্য চার্জ গুলিরও তুলনা করে দেখুন।
ফিক্সড ডিপোজিটে টাকা রেখে কোটিপতি হবেন। কোন ব্যাঙ্কে বিনিয়োগ করবেন?
5) ব্যাঙ্ক লোন নেওয়ার সময় তাদের সঙ্গে সুদের হার সম্পর্কে আলোচনা করুন। তাদেরকে সুদের হার কিছুটা কমানোর জন্য অনুরোধ করুন। ব্যাঙ্কের সঙ্গে দর কষাকষি করতে লজ্জাবোধ করা যাবে না। এতে আপনি কিছুটা সস্তায় ঋণ পেতে পারেন।
Written by Sampriti Bose