Aikyashree Scholarship – এর মাধ্যমে পড়ুয়াদের আর্থিক সাহায্য করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, আবেদনের পদ্ধতি দেখে নিন।

শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ এই ভবিষ্যৎ আরও উজ্জ্বল করার জন্য সরকারের তরফে Aikyashree Scholarship এর সূচনা করা হয়েছিল। দেশের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সকলেই স্বাধীনতার পর থেকে নাগরিকদের সক্ষম করার উদ্দেশ্যে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হল স্কলারশিপ অর্থাৎ শিক্ষার জন্য বৃত্তি প্রদান।

Aikyashree Scholarship আবেদন সম্পর্কিত কিছু তথ্য।

সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেনে রাখা ভালো এই Aikyashree Scholarship শুধুমাত্র পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ও পার্সি শ্রেণীর অন্তর্ভুক্ত পড়ুয়ারা পাবেন। এই স্কলারশিপকে তিনটি ভাগে ভাগ করে পড়ুয়াদের স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। প্রিম্যাট্রিক, পোস্টম্যাট্রিক ও মেরিট কাম মিনস।

Swami Vivekananda Scholarship 2023 – নতুন করে আবেদনের সম্পূর্ণ তথ্য জেনে নিন।

Aikyashree Scholarship আবেদনের যোগ্যতাঃ-
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২) সংখ্যালঘু সম্প্রদায়ের প্রমানপত্র থাকতে হবে।
৩) পশ্চিমবঙ্গের কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।

৪) পূর্ববর্তী শ্রেণীতে কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে।
৫) আবেদনকারীর বার্ষিক আয় ২ – ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
৬) নিজের নামে ব্যাংকের অ্যাকাউণ্ট থাকতে হবে।
Aikyashree Scholarship আবেদনের প্রয়োজনীয় নথিপত্রঃ-

১) আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
২) সংখ্যালঘু প্রমানপত্র।
৩) পরিবারের আয়ের প্রমানপত্র।
৪) বিগত ক্লাসে উত্তীর্ণ হওয়ার প্রমানপত্র হিসাবে মার্কসিট।

৫) রঙিন পাসপোর্ট সাইজ এর ফটো।
৬) নিজের বা অভিভাবকদের মধ্যে কারোর মোবাইল নম্বর প্রদান করতে হবে।
৭) বিদ্যালয়ে পাঠরত হলে সেই বিদ্যালয়ের DISE কোড জানতে হবে।
Aikyashree Scholarship আবেদনের পদ্ধতিঃ-

১) অনলাইন ও অফলাইন এই দুই পদ্ধতিতেই আবেদন সম্ভব। আজকে আমরা শুধুমাত্র অনলাইন পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে চলেছি।
২) এই স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের অধিনস্ত WBMDFC – West Bengal Minorities Development & Finance Corporation অর্থাৎ সংখ্যালঘু উন্নয়ন দফতরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।

৩) www.wbmdfcscholarship.org এই ওয়েবসাইটে যেতে হবে।
৪) Students Area এই অপশনে ক্লিক করতে হবে।
৫) ফ্রেস রেজিস্ট্রেশন ২০২২ – ২০২৩ অপশন সিলেক্ট করা হবে।
৬) নিজের জেলা সিলেক্ট করে নিতে হবে।

৭) এরপরে একটি অনলাইন ফর্ম খুলবে, সেখানে নিজের ব্লক ও জেলা সিলেক্ট করে নিতে হবে।
৮) নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, জন্মের তারিখ, ধর্ম, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউণ্ট নম্বর, আই এই এস সি কোড লিখে দিতে হবে।
৯) শিক্ষা প্রতিষ্ঠানের নাম, জেলা, শিক্ষা প্রতিষ্ঠানটি কোন ব্লক বা পৌরসভার অন্তর্গত সেটা লিখে দিতে হবে।

১০) কোন শ্রেণীতে আপনি পাঠরত, কোর্স, শেষ কোন পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন, আপনি কোন শিক্ষা বোর্ডের অন্তর্গত, কতো শতাংশ নম্বর পেয়েছেন।
১১) পরিবারের আয় ও ই মেল আই ডি লিখে দিতে হবে। পাসওয়ার্ড লিখে প্রসিড করে দিতে হবে।
১২) আপনাকে নিজের অ্যাপ্লিকেশন নম্বর লিখে রাখতে হবে, কারণ এরপর সকল তথ্য জানার জন্য এই নম্বর কাজে লাগবে।

১৩) লগইন করতে চাইলে আপনার জেলা, নাম, পাসওয়ার্ড লিখে বসিয়ে দিতে হবে।
১৪) এরপর পুনরায় সকল তথ্য ঠিক করে অনলাইন ফর্মে লিখতে হতে পারে। খুবই সতর্ক হয়ে এই কাজ করবেন, নইলে এই আবেদন বাতিলের সম্ভাবনা থাকে।
Aikyashree Scholarship কতো টাকা পাবেনঃ-

১) প্রিমেট্রিক – প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ১,১০০ – ১১,০০০ টাকা পর্যন্ত বার্ষিক আর্থিক সাহায্য পাবেন।
২) পোস্টমেট্রিক – একাদশ থেকে PHD কোর্স পর্যন্ত ১,২০০ টাকার বেশি মাসিক বৃত্তি পাবেন।
৩) মেরিট কাম মিন্স – স্নাতকোত্তর শ্রেণীর বা কারিগরি শিক্ষার পড়ুয়াদের মাসিক ৮ হাজার পর্যন্ত টাকা প্রদান করা হতে পারে।
৪) এই টাকা দেওয়ার পরিমাণ সময়ে সময়ে পরিবর্তন হয়ে থাকে, কোন বছর ও ক্লাসে আপনি আবেদন করছেন তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের শেষ তারিখ কবে? এই মুহূর্তের বড় আপডেট।

এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।  

Leave a Comment