ভারতের বিভিন্ন অঞ্চলে ছাত্রছাত্রীদের আর্থিক দুরবস্থা তাদের উচ্চশিক্ষার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। ছাত্রীদের আরও অনেকক্ষেত্রে নানাবিধ বাধার সম্মুখীন হতে হয়। অনেকক্ষেত্রেই ছাত্রীরা বিভিন্ন প্রফেশনাল কোর্সে উচ্চশিক্ষা অর্জন করতে চাইলেও পরিবারের দুরাবস্থার কারণে তা পারেন না। এইসকল ছাত্রীদের অর্থিকভাবে সহায়তা করার জন্য রোলস-রয়েস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (Rolls-Royce India Pvt. Ltd.) এর তরফে স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপটি রোলস-রয়েস উন্নতি স্কলারশিপ (Rolls-Royce Unnati Scholarships) নামে পরিচিত। আজ আমরা আলোচনা করবো কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন, আবশ্যিক যোগ্যতা কি কি, কিভাবে আবেদন করবেন ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি।
• এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি:-
১. যেসকল ছাত্রীরা AICTE স্বীকৃতি যেকোনো প্রতিষ্ঠানে Aerospace, Marine, Electronics, Computers ইত্যাদি বিভিন্ন শাখার ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম/ দ্বিতীয়/ তৃতীয় বর্ষে পাঠরত তারা এই স্কলারশিপের অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
২. ছাত্রছাত্রীদের অবশ্যই দশম শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
৩. শুধুমাত্র ছাত্রীরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
কৃষকরা আবেদন করুন এই প্রকল্পে, বছর শেষে অ্যাকাউন্টে আসবে ১২০০০ টাকা
• আর্থিক অনুদানের পরিমাণ:-
এই স্কলারশিপে আবেদনকারী ছাত্রীরা এককালীন ৩৫,০০০ টাকার বৃত্তি পাবেন।
• আবেদন পদ্ধতি:-
এই স্কলারশিপে আবেদনের পদ্ধতিটি আপনাকে সম্পূর্নভাবে অনলাইনেই সম্পন্ন করতে হবে।
১. আবেদনের জন্য প্রথমেই আপনাকে Buddy4Study এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com/page/rolls-royce-unnati-scholarships-for-women-engineering-students এ যেতে হবে।
২. এরপর রোলস-রয়েস উন্নতি স্কলারশিপ ফর ওমেন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এর অংশে গিয়ে Apply Now অপশনে ক্লিক করুন।
৩. এরপর আপনাকে আপনার বৈধ ইমেল অ্যাড্রেস/ গুগল অ্যাকাউন্টের মাধ্যমে রেজিষ্টার করতে হবে।
৪. রেজিস্ট্রেশনের পদ্ধতিটি সম্পূর্ণ হলে আপনার সামনে যে ওয়েব পেজটি আসবে তাতে Start Application অপশনে ক্লিক করলেই আপনার আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি আপনি পেয়ে যাবেন। এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে।
৫. এরপর প্রয়োজনীয় নথিগুলো সঠিকভাবে আপলোড করতে হবে।
৬. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে এবং সমস্ত নথি সঠিকভাবে আপলোড করে Terms and Conditions গুলি পড়ে Accept অপশনে ক্লিক করুন। এরপর Preview অপশনে ক্লিক করলেই আপনি ফর্মটির একটি প্রিভিউ দেখতে পারবেন।
৭. সমস্ত কিছু সঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
• আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১.ফটো আইডেন্টি প্রুফ
২. ঠিকানার প্রমাণপত্র
৩. দশম শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার সেল্ফ-অ্যাটেস্টেড কপি
৪. কলেজে ভর্তির প্রমাণপত্র (ভর্তির রশিদ/ কলেজের আইডি)
৫. বর্তমান কোর্সে ভর্তির রশিদ
৬. ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস
বাড়িতে বসেই অর্ডার করুন PVC আধার কার্ড, আর পেয়ে যান ATM কার্ডর মতো আধার কার্ড
• নির্বাচন পদ্ধতি:-
রোলস-রয়েস উন্নতি স্কলারশিপ ফর ওমেন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এর ক্ষেত্রে ছাত্রীদের নির্বাচন তাদের পারিবারিক আয়, পূর্ববর্তী পরীক্ষার ফলাফল এবং ছাত্রীদের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের ওপর নির্ভর করে করা হয়ে থাকে। এরপর ছাত্রীদের টেলিফোনের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়। এরপর প্রয়োজন হলে ছাত্রীদের ফাইনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। যেসকল ছাত্রীরা এই ইন্টারভিউয়ে উত্তীর্ণ হবেন তারা এই স্কলারশিপের অনুদান পাবেন।
• আবেদনের শেষ তারিখ:-
এই স্কলারশিপের জন্য ১লা আগস্ট ২০২২ পর্যন্ত আবেদন করা যাবে।
এইরকম আরও স্কলারশিপ সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।