সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করুন এবং পেয়ে যান অনেক সরকারি সুবিধা

আজকে আপনাদের সাথে সামাজিক সুরক্ষা যোজনা সম্পর্কে আলোচনা করবো। রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত নাগরিক, নির্মাণ শ্রমিক ও পরিবহন কর্মীদের বিভিন্ন পরিষেবা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার কর্তৃক এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি চালু করা হয়েছে। নীচে সামাজিক সুরক্ষা যোজনা সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করবো।

• সামাজিক সুরক্ষা যোজনা কী?
পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ মানুষই বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। সেইসব মানুষদের জন্য চালু করা বিভিন্নরকম সরকারি প্রকল্পগুলোকে একত্রে সামাজিক সুরক্ষা যোজনার অধীনে আনা হয়েছে। এই প্রকল্পের অন্তর্ভুক্ত হলে আগে শ্রমিকদের মাসিক ২৫ টাকা করে দিতে হতো। তবে ২০২০ সালের ১ লা এপ্রিল থেকে রাজ্য সরকার সামাজিক সুরক্ষা যোজনাকে সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছে। অর্থাৎ এই প্রকল্পের সুবিধাগুলো পেতে মানুষকে কোনোরকম অর্থ দিতে হয় না।

• সামাজিক সুরক্ষা যোজনার অধীনে কী কী সুবিধা পাওয়া যায়?
(ক) বীমা সংক্রান্ত পরিষেবা:-

(১) ৬০ বছর বয়সে প্রকল্পের উপভোক্তাকে সরকারি বীমার ভালো পরিমান আর্থিক রাশি প্রদান করা হবে।
(২) যদি উক্ত ব্যক্তি ৬০ বছরের আগে নিজের বীমার টাকা তুলতে চান তাহলে সেই সময় পর্যন্ত মোট পুঞ্জিভূত আর্থিক রাশি তাকে প্রদান করা হবে।
(৩) প্রকল্পের উপভোক্তাদের পরিবারপিছু বছরে ২০,০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হবে।

ATM কার্ড ছাড়াই এটিএম মেশিন থেকে কিকরে টাকা তুলতে পারবেন, জানুন এই আকর্ষণীয় পদ্ধতি

(খ) স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা:-
(১) উপভোক্তা বা তার পরিবারের কোনো সদস্য কোনোরকম সার্জারি করালে এক বছরে সর্বাধিক ৬০,০০০ টাকা অর্থ সাহায্য করা হবে।
(২) দুর্ভাগ্যবশত কোনো প্রকার দুর্ঘটনায় উপভোক্তা মারা গেলে তার নমিনীকে ২ লক্ষ টাকা দেওয়া হবে।
(৩) যদি দুর্ঘটনায় কোনো মানুষের দুটি চোখ, হাত অথবা পা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তাহলে ২ লক্ষ টাকা দেওয়া হবে।
(৪) যদি দুর্ঘটনায় একটি চোখ, হাত বা পা নষ্ট হয়ে যায় তাহলে ১ লক্ষ টাকা অর্থ সাহায্য করা হবে।
(৫) কোনো ব্যক্তির সাধারণ মৃত্যু হলে তার নমিনীকে ৫০,০০০ টাকা দেওয়া হবে।

(গ) শিক্ষাক্ষেত্রে পরিষেবা:-
(১) সামাজিক সুরক্ষা যোজনার উপভোক্তার সন্তানদের পড়াশোনার জন্য সরকারের তরফ থেকে আর্থিকভাবে সহায়তা করা হবে।
(২) উক্ত ব্যক্তির সন্তান ক্লাস ১১ -তে পড়লে বার্ষিক ৪,০০০ টাকা, ক্লাস ১২ -তে পড়লে বার্ষিক ৫,০০০ টাকা, স্নাতক কোর্স / আইটিআইয়ে পড়লে বছরে ৬,০০০ টাকা, পলিটেকনিক অথবা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করলে বার্ষিক ১০,০০০ টাকা, ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করলে বার্ষিক ৩০,০০০ টাকা করে দেওয়া হয়।

এছাড়াও আরও অনেক সরকারি সুবিধা এই প্রকল্পের মাধ্যমে আপনি পেয়ে যাবেন।

• কারা সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করতে পারবেন ?
(১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
(২) অসংগঠিত ক্ষেত্রের / নির্মাণ কার্যের শ্রমিক / পরিবহন ক্ষেত্রের কর্মীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
(৩) আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
(৪) আবেদনকারীর পরিবারের মাসিক আয় ৬,৫০০ টাকার কম হতে হবে।

• সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করতে কী কী লাগবে ?
(১) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি
(২) আধার কার্ড
(৩) রেশন কার্ড
(৪) ভোটার কার্ড
(৫) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
(৬) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
(৭) ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি
(৮) নমিনীর আধার কার্ড ও ব্যাংকের প্রথম পাতার জেরক্স

• সামাজিক সুরক্ষা যোজনায় কীভাবে আবেদন করবেন ?
সামাজিক সুরক্ষা যোজনায় বর্তমানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প অথবা বিডিও অফিস থেকে সামাজিক সুরক্ষা যোজনার ফর্মটি নিয়ে নেবেন। এরপরে সেটিকে ভালো করে ফিল আপ করে উপরোক্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নেবেন এবং সেটি দুয়ারে সরকার ক্যাম্প বা আপনার বিডিও অফিসে গিয়ে জমা করে দেবেন।

আপনার আবেদন গ্রাহ্য করা হলে আপনাকে পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত করা হবে এবং আপনি অতঃপর এই প্রকল্পের সুবিধাগুলি পেয়ে যাবেন।

Leave a Comment