এখন থেকে বন্ধন ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট (Bandhan Bank Savings Account) খুললে ৭ শতাংশ হারে সুদ (Savings Account Interest Rate) পাবেন গ্রাহকরা। পাশাপাশি, মিলবে বাড়তি কিছু সুবিধা। বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষই তাদের টাকা ব্যাংকের সেভিংস একাউন্টে (Savings Account) সঞ্চিত রাখেন কিন্তু বেশিরভাগ ব্যাংকই সেভিংস একাউন্টে (Bank Account) ৩ থেকে ৪ শতাংশ সুদ দিয়ে থাকে গ্রাহকদের।
Bandhan Bank Savings Account Minimum Balance and Interest.
পোস্ট অফিসের সেভিংস একাউন্টের (Post Office Savings Account) ক্ষেত্রে গ্রাহকরা ৪ শতাংশ হারে সুদ পান। সেভিংস একাউন্টের ক্ষেত্রে সুদের হার খুব বেশি না হওয়ায় অনেক ক্ষেত্রেই ক্ষোভ প্রকাশ করতেন গ্রাহকেরা। তবে, এবার সমস্ত গ্রাহকদের জন্যই এসে গেছে বড়ো সুখবর। কারণ গ্রাহকরা যদি বন্ধন ব্যাংকের সেভিংস একাউন্টে টাকা রাখেন তাহলে তিনি এখন ৩ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে যাবেন।
বন্ধন ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট
অন্যান্য ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) এতটা পরিমান সুদ দিয়ে থাকে কিন্তু বন্ধন ব্যাংক তাদের সেভিংস একাউন্টে ৭ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকেন। উল্লেখ্য, সকলেই যে বন্ধন ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট (Bandhan Bank Savings Account) খুলতে পারবেন, এমনটা কিন্তু নয়। এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিন।
Bandhan Bank Savings Account Opening Criteria
- যে কোনো ভারতীয় নাগরিক বন্ধন ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে।
- ১৮ বছরের উর্ধ্বে প্রাপ্ত বয়স্ক ব্যক্তি সকলেই বন্ধন ব্যাংকে একাউন্ট খুলতে পারবে।
- এছাড়াও ১৮ বছরের নিচেও বন্ধন ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে।
Bandhan Bank Savings Account Benefits
1) একটি পাসবুক এবং একটি চেক সুবিধা অ্যাক্সেস যোগ্য আছে।
2) বন্ধন ব্যাংক সঞ্চয় সুদের হার অফার আকর্ষণীয়।
3) ডেবিট এবং এটিএম কার্ড, লেনদেন সতর্কতা, এবং শাখা ব্যাংকিং সব উপলব্ধ।
4) অনলাইন ব্যাংকিং, ফোন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং (Bandhan Bank Mobile Banking) সব বিকল্প।
5) হোম শাখায় নগদ উত্তোলন সীমাহীন।
6) মাসিক, ২০ টি চেক পাতা পাওয়া যায়।
7) প্রতি মাসে গ্রাহকেরা অন্য ব্যাংকের এটিএম থেকে পাঁচটি বিনামূল্যে নগদ উত্তোলন পেয়ে থাকেন।
8) IMPS, RTGS এবং NEFT হল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার।
9) মনোনয়ন গৃহীত হয়।
10) গ্রাহক সেবা চব্বিশ ঘন্টা পাওয়া যায়, মাসিক নগদ জমার সীমা টাকা পর্যন্ত। ৫ লাখ বিনামূল্যে।
11) প্রতি মাসে গ্রাহকেরা দুটি বিনামূল্যে ইলেকট্রনিক ফান্ড লেনদেন পান।
12) প্রতি মাসে গ্রাহকেরা দুটি বিনামূল্যে (Bandhan Bank Savings Account Demand Draft) পাবেন।
Bandhan Bank Savings Account Extra Features
- বন্ধন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সর্বাধিক সুদ পাবে গ্রাহকরা।
- Bandhan Bank Savings Account গ্রাহকেরা পাস বুক ও চেকের সুবিধা পেয়ে যাবেন।
- অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং সমস্ত সুবিধায় পেয়ে যাবেন।
- ২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট পাবেন।
- ব্যাংকের যে কোনো শাখা থেকে গ্রাহকরা তার সেভিংস একাউন্টের টাকা তুলতে পারবেন।
Bandhan Bank Savings Account Opening Documents
1) ফটোগ্রাফ।
2) ভোটার আইডি কার্ড।
3) স্থায়ী একাউন্ট নম্বর কার্ড।
4) পাসপোর্ট
5) আধার কার্ড।
6) সরকার প্রদত্ত ফটো পরিচয়।
7) ড্রাইভিং লাইসেন্স।
Bandhan Bank Savings Account Online Apply Process
ধাপ 1: শুরু করতে, বন্ধন ব্যাঙ্কের ওয়েবসাইটে যান।
ধাপ 2: দ্বিতীয়ত, ‘পণ্য’ মেনু থেকে ‘সেভিংস অ্যাকাউন্ট’ বিকল্পটি নির্বাচন করুন।
ধাপ 3: তারপর Bandhan Bank Savings Account সমস্ত বৈশিষ্ট্য, সুবিধা, শর্তাবলী এবং শর্তাবলী পড়ুন এবং বুঝে নিন। আপনি পছন্দসই অ্যাকাউন্ট নির্বাচন করার পরে, ‘এখনই আবেদন করুন বিকল্পে ক্লিক করুন।
ধাপ 4: এগিয়ে যেতে, নিম্নলিখিত তথ্য লিখুন। পুরো নাম, ফোন নম্বর, ইমেল ঠিকানা, শহর এবং জিপ কোড।
ধাপ 5: অবশেষে, আবেদনপত্রটি আপনার নিকটস্থ ব্যাঙ্কের (Bandhan Bank) অবস্থানে নিয়ে যান, যেখানে একজন প্রতিনিধি আপনার সমস্ত ডকুমেন্টেশন যাচাই করবে। সফল যাচাইকরণের পর, ব্যাঙ্ক একটি স্টার্টার কিট পাঠাবে এবং সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।
পোস্ট অফিসের NSC স্কিমে 10 হাজার বিনিয়োগে এককালীন কত রিটার্ন পাবেন?
Bandhan Bank Savings Account Interest Rate
1) ১ টাকা থেকে ১ লক্ষ টাকা অব্দি সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার ৩ শতাংশ।
2) ১ টাকা থেকে ১০ লক্ষ টাকা অব্দি সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার ৬ শতাংশ।
3) ১০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা অব্দি সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার ৭ শতাংশ। সব মিলিয়ে বন্ধন ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুললে অনেকটাই সুবিধা হবে বলা যায়।
Written by Sampriti Bose.