Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনা নতুন লিস্ট। আপনার নাম চেক করুন

পশ্চিমবঙ্গের মানুষদের জন্য বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). আমরা সকলেই জানি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) মাধ্যমেও গ্রামীণ এবং শহুরে এলাকায় বসবাসকারি মানুষদের জন্য এর মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়। আর এবারে উৎসবের মরশুমের মাঝেই এসে গেল বড় সুখবর। সরকারের তরফে ঘোষণা করা হলো বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana New List) বাড়ি তৈরির নতুন লিস্ট, শীঘ্রই শুরু হতে চলেছে বাড়ি বানানোর কাজ।

Bangla Awas Yojana New List

দীর্ঘদিন ধরে রাজ্য সরকার দাবি করছে যদি কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে ‘Bangla Awas Yojana’ নামে বাড়ি বানানোর টাকা দেবে ডিসেম্বর মাসের মধ্যেই। ইতিমধ্যে ২০২২-২৩ সালে আবাস প্লাস কেন্দ্র সরকারের সমীক্ষার লিস্ট তৈরি রয়েছে, যার ভিত্তিতে প্রথম সমীক্ষা হবে তাছাড়াও যাদের ঝড় অথবা কোন প্রাকৃতিক দুর্যোগে বাড়ি ভেঙে গিয়েছে তাদেরও সমীক্ষার আওতায় আনা হবে এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করলেও সমীক্ষা বা সার্ভে করা হবে।

Bangla Awas Yojana Money

পূর্ব ঘোষণা মতই রাজ্য সরকার নিজেদের তহবিল থেকেই আবাস যোজনা ঘর বানানোর ১২০০০০ ও ১৩০০০০ টাকা দেওয়ার কাজ শুরু করছে ২১ শে অক্টোবর থেকে। ২১ শে অক্টোবর থেকে যাচাই পর্ব শুরু এবং ২০ ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা চলে আসবে বলে জানা গিয়েছে। এর আগে ২১ শে অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর, ২০২৪ পর্যন্ত Bangla Awas Yojana সমীক্ষা বা সার্ভে হবে উপভোক্তার বাড়ি গিয়ে।

বাংলা আবাস যোজনা সার্ভের তারিখ

১) বাড়ি বাড়ি যাচাই চলবে ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৪ এর মধ্যে।
২) পুনরায় যাচাই জেলা স্তর থেকে যে কোন দিন ১৪ ই নভেম্বর ২০২৪ এর মধ্যে।
৩) খসড়া তালিকা তৈরি হবে ২০ নভেম্বর ২০২৪ এর মধ্যে।
৪) ব্লক বা এসডিও বা ডিএম অফিস এবং জেলা অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট প্রকাশ হবে ২১ থেকে ২৭ শে নভেম্বর ২০২৪ এর মধ্যে।

৫) গ্রাম সভার অনুমোদন ৪ ঠা ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।
৬) ব্লক লেভেল কমিটির অনুমোদন দেওয়া হবে ৯ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।
৭) জেলা পর্যায়ের কমিটি কর্তৃক অনুমোদন দেওয়া হবে ১৩ ই ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।
৮) প্রথম কিস্তির ৬০০০০ টাকা দেবে ২০ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে।

কাদের বাড়িতে বাংলা আবাস যোজনার সার্ভে হবে?

  • প্রাকৃতিক কারণ অথবা দুর্যোগে বাড়ি ভেঙে গেলে।
  • ২০২২-২৩ সালে কেন্দ্রীয় সমীক্ষার তালিকায় (Bangla Awas Yojana) যাদের নাম রয়েছে।
  • সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বাড়ি পাওয়ার জন্য আবেদন করলে।

২০২২ সালের শেষে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে আবাস সমীক্ষা পরিচালনা করে রিপোর্ট নিয়ে সেখানে প্রায় ১১ লক্ষের নাম অন্তর্ভুক্ত করে। তবে সেই ১১ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানা পোড়ন শুরু হয়। যার ফলে এখনো পর্যন্ত উপভোক্তারা টাকা পায়নি, তবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যদি কেন্দ্র সরকার এই টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার Bangla Awas Yojana-র মাধ্যমে সম্পূর্ণ টাকা দিয়ে বাড়ি বানিয়ে দেবে উপভোক্তাদের।

এবারের বাজেটে সে ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে এবং সেই ১১ লক্ষ নামের সাথে আরো কিছু নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যারা বাড়ি পাওয়ার জন্য যোগ্য, যোগ্য উপভোক্তারা ২০ ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাবে (Bangla Awas Yojana). কেন্দ্রীয় সমীক্ষার প্রায় ১১ লক্ষ লিস্ট বাংলার উপভোক্তাদের তৈরি করা হয়েছিল ২০২২-২৩ সালে। সেই পার্মানেন্ট ওয়েটিং লিস্ট ভিত্তিতে সমীক্ষা হবে যা ইতিমধ্যে কেন্দ্রীয় পোর্টালে আপলোড রয়েছে।

বাংলা আবাস যোজনা লিস্ট চেক

১) সবার প্রথমে ভারত সরকারের আবাস যোজনার সাইটে যেতে হবে।
২) রাজ্য নির্বাচন করতে হবে।
৩) জেলা নির্বাচন করতে হবে।
৪) ব্লক নির্বাচন করতে হবে।
৫) গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচন করতে হবে।

২৫০০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার! এই প্রকল্প সম্পর্কে জানেন

৬) ২০২২ – ২৩ আর্থিক বর্ষ নির্বাচন করতে হবে।
৭) প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নির্বাচন করতে হবে।
৮) ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে।
৯) তাহলেই যাদের যাদের নাম লিস্টে রয়েছে তাদের নাম এখানে দেখিয়ে দেবে।
১০) Download PDF অপশনে ক্লিক করতে হবে।
Written by Sampriti Bose