রাজ্যের সকল নাগরিকেরা যারা নিজের কর্মের মালিক নিজে হতে ইচ্ছুক তাদের জন্য বাংলার ডেয়ারি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। এটি সম্পূর্ণ রূপে পশ্চিমবঙ্গ সরকারের অধিনস্ত একটি দুগ্ধ উৎপাদন সংস্থা। এখনও পর্যন্ত রাজ্যের সর্বত্র এই সংস্তার কয়েকশো আউটলেট আছে এবং রাজ্যের অনেক মানুষ এই ফ্রাঞ্চাইজি নিয়ে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছেন।
বাংলার ডেয়ারি দুধের দোকান খুলে প্রতিমাসে সন্মানের সঙ্গে রোজগার করুন।
রাজ্যের সকল কর্মপ্রার্থীরা অতিসামান্য খরচে এই ফ্রাঞ্চাইজি নিতে পারবে। ২০১৩ সালে রাজ্যের বিধানসভাতে এই বিষয়ে প্রস্তাব পাস করে এই সরকারী কোম্পানির পথ চলা শুরু হয়। তৎকালীন এর নাম মাদার ডেয়ারি ছিল কিন্তু সম্প্রতি এর নামের পরিবর্তন করে বাংলার ডেয়ারি করা হয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা ফ্রাঞ্চাইজি অর্থাৎ দুধের দোকান খোলার খরচ, নিয়ম, পদ্ধতি, বিক্রির সামগ্রী ও আয় সম্পর্কে আলোচনা করব।
Post Payment Id – বাড়িতে বিনামূল্যে পোস্ট অফিস ও আধার সেবা কেন্দ্র খুলে সম্মান জনক রোজগার করুন।
বাংলার ডেয়ারি ফ্রাঞ্চাইজিতে বিক্রি হওয়া দ্রব্য ও তার মূল্যঃ-
১) দুধঃ- সুপ্রিম – ৫০০ এমএল ২৫ টাকা। প্রানসুধা – ৫০০ এমএল ২৩ টাকা। স্বাস্থ্য সাথী – ৫০০ এমএল ২০ টাকা। আয়ুশ – ২০০ এমএল ১০ টাকা।
২) দুগ্ধজাত দ্রব্যঃ- পনির ১০০ গ্রাম – ৩৯.৫০ টাকা, ২০০ গ্রাম – ৭৭ টাকা, ১ কিলো – ৩৪৯, ৫ কিলো – ১৫৪৯ টাকা।
দই – ২০০ গ্রাম – ১৬ টাকা, ৪০০ গ্রাম – ৩০ টাকা, ১ কিলো – ৬৮ টাকা। সকল প্রকারের ফ্লেভার দই (কাঁচা আম, চকলেট, ভ্যানিলা) – ১৫ টাকা। মিষ্টি দই – ১৫ টাকা। ক্ষীরের পেড়া (৬ পিস) – ৬০ টাকা। ঘি – ১০০ এমএল – ৮৯ টাকা, ২০০ এমএল – ১৫৯ টাকা, ৫০০ এমএল – ৩৫৯ টাকা। ১ লিটার – ৬৫০ টাকা।
৩) আইসক্রিম – ভ্যানিলা কাপ – ১০ টাকা, চকোলেট কন – ৫০/১০০ এমএল – ১৫/৩০ টাকা, ভ্যানিলা কন – ১০ টাকা।
৪) বিশুদ্ধ পানীয় জলের বোতল – ২৫০ এমএল – ৭ টাকা, ৫০০ এমএল – ১০ টাকা, ১ লিটার – ২০ টাকা, ২ লিটার – ৩০ টাকা, ২০ লিটার – ৬০ টাকা।
বাংলার ডেয়ারি ফ্রাঞ্চাইজিতে আবেদনের পদ্ধতিঃ-
১) www.banglardairy.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন জানাতে হবে।
২) এর মাধ্যমে আপনারা দুধের স্থায়ী দোকান বা গাড়ির মাধ্যমে ঘুরে বেরিয়ে বাংলার ডেয়ারির সকল দুগ্ধজাত দ্রব্য বিক্রি করতে পারবেন।
৩) সকল শর্তাবলি ভালো করে পড়ে নিতে হবে।
৪) ওয়েবসাইটে গিয়ে Business Opportunity অপশনে ক্লিক করতে হবে।
৫) দুই প্রকারের মধ্যে আপনি কন ধরণের ফ্রাঞ্চাইজি নিতে চাইছেন সেখানে ক্লিক করতে হবে।
৬) গুগেল অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে।
৭) আপনাকে নিজের ই মেল আই ডি লিখে দিতে হবে ও ফ্রাঞ্চাইজির প্রকার সিলেক্ট করে নিতে হবে।
৮) দ্বিতীয় পেজে আপনার নাম, জন্মের তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, জেলা, ই মেল, মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে।
৯) আগে কোন দোকান থাকলে তার নাম লিখে দিতে হবে, নিজের না পার্টনারশিপে দোকান তার তথ্য দেওয়া বাধ্যতামূলক।
১০) দোকানের ঠিকানা ও বর্গফুট লিখে দিতে হবে।
১১) Fssai, Gst ও ট্রেড লাইসেন্স আপনাকে বানিয়ে তার আই ডি নম্বর লিখে দিতে হবে। এই সকল লাইসেন্স বানানো খুবই সহজ ও সাদ্ধের মধ্যে।
১২) আধার কার্ড ও প্যান কার্ড নাম্বার লিখে দিতে হবে।
১৩) কি কি নথিপত্র আপনার কাছে আছে তার তথ্য টিক করে দিতে হবে।
১৪) বাংলার ডেয়ারির পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে কিছু দিনের মধ্যে।
বাংলার ডেয়ারি ফ্রাঞ্চাইজি নিয়ে কতো খরচ লাগবেঃ-
১) ১০,০০০ টাকার সুরক্ষা মূলধন জমা করতে হবে। যেটি আপনি ভবিষ্যতে ফেরত পেয়ে যাবেন।
২) Banglar Dairy Limited এইখানে ডিমান্ড ড্রাফ্ট করে দিতে হবে। মনে রাখবেন আপনার সাথে যোগাযোগ করা হলে, তবেই এই টাকা আপনারা পাঠাবেন।
৩) ৩৫,০০০ টাকা আরও আপনাকে জমা করতে হবে। এর বদলে আপনি ফ্রিজ, সাইনবোর্ড, মেনু বোর্ড ও রক্ষণাবেক্ষণের জন্য এই টাকা নেওয়া হবে, এটি ফেরতযোগ্য নয়।
৪) মোট ৪৫,০০০ টাকা আপনাকে জমা করে এই ব্যবসা চালু করতে হবে এবং সকল পণ্য বিক্রি করে ২% – ১০% পর্যন্ত মার্জিন আপনি পাবেন।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।