Bank Holidays In June – জুন মাসে ব্যাংক বন্ধ, 2 হাজারের নোট বদলাতে সমস্যা বৃদ্ধি।

টাকা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, আর এই টাকা আমরা ব্যাংকের মাধ্যমে পেয়ে থাকি এই জন্য আমাদের সকলের Bank Holidays In June অর্থাৎ ২০২৩ সালের জুন মাসে কতদিন বন্ধ থাকবে ব্যাংক সেই সকল তথ্য জেনে নিন। এছাড়াও ১ লা জুন থেকে বদলাতে চলেছে অনেক নিয়ম। এই নিয়মের বেশির ভাগই ব্যাংকের সঙ্গে যুক্ত সেই জন্য আমাদের সকলের এই ব্যাংকের ছুটি গুলি জেনে রাখা প্রয়োজন।

Bank Holidays In June Know All Details.

জুন মাসে ১২ দিনের জন্য বন্ধ থাকবে দেশের সকল ব্যাংকের শাখা (Bank Holidays) বন্ধ থাকবে এবং সকল প্রকার ব্যাংকিং লেনদেন এই দিন গুলিতে করা যাবে না। RBI – Reserve Bank Of India এর তরফে প্রত্যেক মাসে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করা হয়। এই ছুটির মধ্যে রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবার এর সঙ্গে বিভিন্ন রাজ্যে অনেক অনুষ্ঠানের জন্যও ছুটি থাকে ব্যাংকে।

এই সকল কারণের জন্য যদি গ্রাহকেরা Bank Holidays আগের থেকে না জানেন তাহলে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই কারণের জন্য সময় থাকতেই আমাদের সকলের জেনে নেওয়া উচিত ঠিক কোন কোন দিন ব্যাংক এর ছুটি থাকতে চলেছে। এছাড়াও এখনকার দিনে অনলাইনের মাধ্যমে লেনদেন করা হচ্ছে কিন্তু আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা ক্যাশ টাকার ওপর নির্ভরশীল।

জুন মাসে কোন কোন দিন ব্যাংক ছুটি দেখুন (Bank Holidays):-
১) ০৪/০৬/২০২৩ – রবিবার।
২) ১০/০৬/২০২৩ – দ্বিতীয় শনিবার।
৩) ১১/০৬/২০২৩ – রবিবার।

৪) ১৫/০৬/২০২৩ – বৃহস্পতিবার, মিজোরাম ও ওড়িশাতে ব্যাংক বন্ধ (Bank Holidays).
৫) ১৮/০৬/২০২৩ – রবিবার।
৬) ২০/০৬/২০২৩ – রথযাত্রা।
৭) ২৪/০৬/২০২৩ – চতুর্থ শনিবার।

৮) ২৫/০৬/২০২৩ – মাসের শেষ রবিবার।
৯) ২৬/০৬/২০২৩ – ত্রিপুরায় ব্যাংক বন্ধ।
১০) ২৮/০৬/২০২৩ – ঈদ।
১১) ২৯/০৬/২০২৩ – ঈদের জন্য সমগ্র দেশে ব্যাংক বন্ধ (Bank Holidays).

Train Ticket – ট্রেনের টিকিট কাটা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলো রেল, সকল নিত্যযাত্রীরা জেনে নিন।

এই সকল দিন ব্যাংক বন্ধ থাকবে সমগ্র দেশে বা দেশের বিভিন্ন রাজ্যে। আপনারা সকলে এই দিন গুলি সম্পর্কে জেনে ব্যাংকের সব কাজ করতে যাবেন নইলে আপনাদের সময় নষ্ট হবে। ধন্যবাদ।

উচ্চমাধ্যমিকে 50% নম্বর পেয়েছেন? আবেদন করুন এই 5 টি স্কলারশিপে আর পেয়ে যান পড়াশোনার সব খরচ।

Leave a Comment