সময়ের সাথে সাথে ডিজিটালাইজেশনের খাতিরে ভিন্ন ভিন্ন ক্ষেত্রের বিভিন্ন প্রয়োজনীয় কাজ আমরা বাড়িতে বসেই করতে পারি। বিগত দুই বছরে কোভিডের একের পর এক ঢেউয়ের জেরে সমগ্র ভারতজুড়ে লকডাউনের দরুণ এইসকল পদ্ধতিগুলি আরও জনপ্রিয়তা পেয়েছে। ব্যাংকের ক্ষেত্রেও একইভাবে আমরা টাকা লেনদেন সহ বিভিন্ন কাজ নানাপ্রকার অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই করতে পারি। এর পাশাপাশি ব্যাংকের ক্ষেত্রে এমন কিছু কাজ রয়েছে যেগুলো বাড়িতে বসে করা সম্ভব নয়, তার জন্য আপনাদের ব্যাংকে যেতেই হবে। কিন্তু সমস্যা অন্য ক্ষেত্রে। বিভিন্ন কারণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) এর প্রকাশিত তালিকা অনুযায়ী মাসের বিভিন্ন দিন ব্যাংক বন্ধ থাকে। আর আপনি যদি ওই সকল দিনগুলিতে ব্যাংকে উপস্থিত হন তবে আপনার কোনো কাজই সম্পন্ন হবে না। আর তাই আগে থেকে ব্যাংকের ছুটির দিনের তালিকা জেনে রাখা অত্যন্ত জরুরী (Bank Holidays)।
সাধারণ মানুষ যাতে এইসকল সমস্যার সম্মুখীন না হন তার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) এর তরফে যেকোনো মাস শুরু হওয়ার পূর্বেই সেই মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে তার তালিকা প্রকাশ করা হয়। একইভাবে আগত সেপ্টেম্বর মাসে কোন কোন দিন ব্যাংক ছুটি থাকতে চলেছে তা ইতিমধ্যেই জানানো হয়ে গেছে RBI এর পক্ষ থেকে। কিন্তু অধিকাংশ সাধারণ মানুষই এই ছুটির তালিকার ব্যাপারে জানেন না। আর তাই আজ আমরা সাধারণ মানুষের সাহায্যের জন্য সেপ্টেম্বর মাসে কোন কোন দিন ব্যাংক ছুটি থাকতে চলেছে তার তালিকা নিয়ে উপস্থিত হয়েছি।
• চলুন তবে দেখে নেওয়া যাক আগত সেপ্টেম্বর মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে:-
আগত সেপ্টেম্বর মাসে ভিন্ন ভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসবের কারণে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা দিনে ছুটি থাকতে চলেছে ব্যাংক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত তালিকা অনুসারে বিভিন্ন উৎসবের পাশাপাশি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার মিলিয়ে সেপ্টেম্বর মাসে মোট ১৩ দিন ছুটি থাকতে চলেছে ব্যাংক। এই ছুটির দিনগুলি হলো,
১. সেপ্টেম্বর মাসের প্রথম দিন ১ লা সেপ্টেম্বর গণেশ চতুর্থী হিসেবে পানাজিতে সমস্ত ব্যাংক ছুটি থাকতে চলেছে।
২. ৪ ঠা সেপ্টেম্বর মাসের প্রথম রবিবার দেশজুড়ে সমস্ত ব্যাংক বন্ধ থাকতে চলেছে।
৩. ৬ ই সেপ্টেম্বর কর্মা পূজার কারণে রাঁচির ব্যাংকগুলিতে কোনোরূপ পরিষেবা পাবেন না গ্রাহকরা।
৪. ৭ ই সেপ্টেম্বর ওনাম উপলক্ষ্যে তিরুঅনন্তপুরম, কোচির সমস্ত ব্যাংকে ছুটি থাকতে চলেছে।
৫. ৮ ই সেপ্টেম্বর থিরুওনাম উপলক্ষ্যে তিরুঅনন্তপুরম, কোচির সমস্ত ব্যাংকগুলি বন্ধ থাকবে।
৬. ৯ ই সেপ্টেম্বর ইন্দ্রযাত্রা উপলক্ষ্যে গ্যাংটকের সমস্ত ব্যাংকে ছুটি থাকতে চলেছে।
৭. ১০ ই সেপ্টেম্বর শ্রী নারভানে গুরু জয়ন্তীর কারণে তিরুঅনন্তপুরম এবং কোচির ব্যাংকগুলিতে কোনো প্রকার পরিষেবা পাবেন না গ্রাহকরা।
৮. ১১ ই সেপ্টেম্বর রবিবার সাপ্তাহিক ছুটির কারণে দেশজুড়ে সমস্ত ব্যাংকের পরিষেবা বন্ধ থাকবে।
৯. ১৮ ই সেপ্টেম্বর রবিবার সাপ্তাহিক ছুটির কারণে দেশের সমস্ত ব্যাংকগুলি বন্ধ থাকতে চলেছে।
১০. ২১ শে সেপ্টেম্বর শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস উপলক্ষ্যে কোচি এবং তিরুঅনন্তপুরমের সমস্ত ব্যাংকে ছুটি থাকতে চলেছে।
১১. ২৪ শে সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার উপলক্ষ্যে দেশের সমস্ত ব্যাংকে ছুটি থাকতে চলেছে।
১২. ২৫ শে সেপ্টেম্বর রবিবার সাপ্তাহিক ছুটির কারণে ভারতের সমস্ত ব্যাংকগুলিতে ছুটি থাকতে চলেছে।
১৩. ২৬ শে সেপ্টেম্বর নবরাত্রি প্রতিষ্ঠা উপলক্ষ্যে ইম্ফল এবং জয়পুরের সমস্ত ব্যাংকগুলিতে ছুটি থাকতে চলেছে।
যদিও এই সকল ছুটির দিনগুলিতে ব্যাংক বন্ধ থাকা সত্ত্বেও আপনারা অনলাইনে উপলব্ধ ব্যাংকের সমস্ত পরিষেবাগুলি পাবেন।
এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।