Bank Holidays: নভেম্বর মাসে ১০ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাংক, কোন কোন দিন, জেনে নিন এখনই

ধরুন, আপনি কোনো বিশেষ দরকারি কাজে ব্যাংকে গেছেন অথচ সেদিন ব্যাংক ছুটি, তবে? ছুটির কারণে আপনার কাছে ব্যাঘাত তো ঘটবেই অন্যদিকে সমস্যার মুখে পড়তে হবে আপনাকে। বর্তমানে ব্যাংকের নানান ধরনের কাজ আপনি বাড়িতে বসে করতে পারলেও এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলি করতে গেলে আপনাকে অবশ্যই ব্যাংকে যেতেই হবে। আর আপনি যেদিন ব্যাংকে যাবেন সেদিন ছুটি (Bank Holidays) কিনা তা জানার জন্য আপনাকে ব্যাংকের ছুটির লিস্ট সম্পর্কে অবশ্যই জানতে হবে।

প্রসঙ্গত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) -এর তরফে ভারতীয় নাগরিকদের সুবিধার খাতিরে প্রত্যেক মাসের শুরুতেই সেই মাসে কোন কোন দিন ব্যাংক ছুটি থাকবে তার তালিকা প্রকাশ করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে ছুটির দিন ভিন্ন ভিন্ন হয়ে থাকে, বিভিন্ন রাজ্যে আঞ্চলিক উৎসবের উপর নির্ভর করে এই ছুটির দিনগুলি বিভিন্ন হয়ে থাকে। তবে আপনি কি জানেন আগামী নভেম্বর মাসে কোন কোন দিন কি কি কারণে ব্যাংক ছুটি থাকতে চলেছে? যদি না জেনে থাকেন তবে এই খবরটি আপনার জন্য।

চলুন দেখে নেওয়া যাক আগামী নভেম্বর মাসে কোন দিন গুলিতে কি কি কারণে সমগ্র ভারতে ব্যাংক বন্ধ থাকতে চলেছে?
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত ছুটি লিস্ট অনুসারে, আগামী নভেম্বর মাসে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক উৎসব এবং সাপ্তাহিক ছুটি মিলে সমগ্র ভারত জুড়ে ১০ দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত নির্দেশিকা অনুসারেই ১০টি ছুটির দিন হলো,

১. কন্নড় রাজজ্যোৎসব/কুট এর কারণে ১ লা নভেম্বর, ২০২২ তারিখে অর্থাৎ নভেম্বর মাসের প্রথম দিন ব্যাঙ্গালোর এবং ইম্ফলে ব্যাংক বন্ধ থাকতে চলেছে।
২. ৬ ই নভেম্বর রবিবার হিসেবে সাপ্তাহিক ছুটি, সুতরাং ব্যাংক বন্ধ থাকতে চলেছে।
৩. ৮ই নভেম্বর গুরু নানক জয়ন্তী অথবা কার্তিকা পূর্ণিমা কিংবা রাহাস পূর্ণিমা এবং ভাঙ্গালা উৎসব হিসেবে আগরতলা, ব্যাঙ্গালোর, গ্যাংটক, গুয়াহাটি , কোচি, পানাজি, পটনা, শিলং এবং তিরুবনন্তপুরম ছাড়া অন্য সংস্থা রাজ্যগুলির ব্যাংক বন্ধ থাকবে।
৪. ১১ ই নভেম্বর কানাকদাসা জয়ন্তী কিংবা ভাংলা উৎসব উপলক্ষ্যে ব্যাঙ্গালোর এবং শিলং এর ব্যাংকগুলিতে কোনরকম পরিষেবা পাওয়া যাবে না।
৫. ১২ই নভেম্বর মাসে দ্বিতীয় শনিবার হিসেবে সমগ্র দেশের ব্যাংকগুলিতে ছুটি থাকবে।

HDFC BANK স্কলারশিপের নতুন আপডেট প্রকাশিত হয়েছে, কি বলা হয়েছে এই আপডেটে জেনে নিন

৬. ১৩ ই নভেম্বর রবিবার উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটি থাকতে চলেছে ব্যাংকগুলিতে।
৭. ২০ ই নভেম্বর রবিবার উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটি, সুতরাং সমগ্র ভারতের ব্যাংকগুলি বন্ধ থাকবে।
৮. ২৩ শে নভেম্বর সেং কুতসানেম উপলক্ষ্যে শিলং এর ব্যাংকগুলিতে কোনরকম পরিষেবা পাওয়া যাবে না।
৯. ২৬ শে নভেম্বর মাসের চতুর্থ শনিবার হিসেবে সমগ্র দেশের ব্যাংকগুলি ছুটি থাকবে।
১০. ৮৭ নভেম্বর রবিবার, সুতরাং সাপ্তাহিক ছুটি থাকার কারণে সমগ্র দেশের ব্যাংকগুলিতে কোনরকম পরিষেবা হওয়া যাবে না।

যদিও এই ছুটির দিনগুলিতে আপনারা অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন প্রকার পরিষেবাগুলি পাবেন।

Leave a Comment