এখন অনেক মানুষই নিজের ভালো বুঝতে শুরু করেছে আর এই জন্য টাকা বাঁচাতে তারা Credit Card-র মাধ্যমে তারা অনলাইনে কেনাকাটা (Online Shopping) করেন আর এছাড়াও অনলাইনে পেমেন্ট (Online Payment) করার মাধ্যমে অনেক রিওয়ার্ড পয়েন্ট (Reward Point) আর এর সঙ্গে টাকা ক্যাশব্যাকও (Cashback) পেতে পারবেন।
Apply for Instant Bank Credit Card & Its Benefits
বর্তমান যুগে মানুষ আরো বেশি করে আপডেটেড হয়ে চলেছে। আর ঠিক সেই কারণেই যুগের সাথে তাল মিলিয়ে এখন আর দীর্ঘক্ষণ ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে প্রায় কেউই টাকা তোলেন না। প্রায় সবাই Credit Card বা Debit Card ব্যবহার করে সহজেই টাকা তুলে নেন। তবে, এবার দেশের বেশিরভাগ ক্রেডিট কার্ড ব্যবহারকারী মানুষেরা পেতে চলেছেন বেশ কয়েকটি বিশেষ সুবিধা।
ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম
আমরা সকলেই জানি যে যেই সকল জিনিসের সুবিধা আছে সেই সঙ্গে তার অনেক অসুবিধাও আছে। সেই রকমই Credit Card ব্যবহারের জন্য অনেক ধরণের সুবিধা ও অসুবিধা আছে। আর এছাড়াও এই ক্রেডিট কার্ড ব্যবহারের আগে কত গুলি নিয়ম সম্পর্কে আপনাদের জেনে নেওয়া উচিত যার মাধ্যমে আপনাদের অনেকটাই সুবিধা হতে চলেছে।
ক্রেডিট কার্ডের সুবিধা
ক্রেডিট কার্ডের (Credit Card) সাহায্যে কোনো ব্যক্তি নগদ ছাড়াই কেনাকাটা এবং বিল পেমেন্ট করতে পারবেন, যা তাকে পরে পরিশোধ করতে হবে অর্থাৎ এটি এক প্রকার ঋণ। তাই ক্রেডিট কার্ড ব্যবহারের ফলে গ্রাহকের ক্রেডিট ইতিহাস তৈরি হয়। যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেওয়ার জন্য ক্রেডিট ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ, এটা প্রায় সকলেই জানেন। একজন ক্রেডিট কার্ড ব্যবহারকারীর ক্রেডিট ইতিহাস থাকার কারণে তারা সহজেই লোন পেয়ে থাকেন।
ক্রেডিট কার্ড ব্যবহারের প্রয়োজনীয়তা
অনেক সময় মানুষের হঠাৎ টাকার প্রয়োজন হয়ে থাকে, যেখানে ক্রেডিট কার্ড (Credit Card) তার সমস্যার সমাধান করতে পারে। কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এবং মেডিকেলের জন্য তার কাছে টাকা না থাকলে তার যদি ক্রেডিট কার্ড থাকে, তাহলে অর্থের চিন্তা করতে হবে না। কারণ ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ পাওয়া সম্ভব।
ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্ট
কোনো ব্যক্তি যদি নগদ টাকা দিয়ে অনেক কেনাকাটা করেন, তাহলে ক্রেডিট কার্ড ব্যবহার তার জন্য লাভজনক প্রমাণ হতে পারে। কারণ, ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে পুরস্কার পয়েন্ট পাওয়া যায়, যা কোনো ব্যক্তি নগদে পাবেন না। পুরস্কার পয়েন্টের পরিমাণ এবং সর্তাবলী বিভিন্ন ব্যাংকে ক্রেডিট কার্ডের পক্ষে ভিন্ন হতে পারে।
ক্রেডিট কার্ড অফার
Flipkart এবং Amazon এর মত ই-কমার্স প্ল্যাটফর্ম গুলিতে প্রায়ই সেল অফার চলতে থেকে। বিভিন্ন অফারে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১০০০ ২০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। আবার কিছু অফারে ক্যাশব্যাক জিততেও পারেন গ্রাহকেরা। এই সমস্ত বিক্রির অফার গুলো উপভোগ করার জন্য ক্রেডিট কার্ড (Credit Card) থাকা প্রয়োজন হয়।
ক্রেডিট কার্ড EMI-র সুবিধা
ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো ব্যক্তি বিভিন্ন পণ্য EMI-র মাধ্যমে কিনতে করতে পারবেন। বেশিরভাগ লোক কোনো মূল্যবান পণ্য কেনার জন্য ই এম আই করে, এক্ষেত্রে ক্রেডিট কার্ড কাজে লাগতে পারে। বিভিন্ন ক্ষেত্রে ক্রেডিট কার্ডে নো কস্ট ই এম আই ও পাওয়া যায়। এতে গ্রাহককে ই এম আই – এর উপর বাড়তি সুদ দিতে হবে না।
ক্রেডিট কার্ড অনলাইন পেমেন্ট
ক্রেডিট কার্ডের ফলে অনেক ক্ষেত্রে পেমেন্টের (Credit Card Online Payment) জন্য অতিরিক্ত সময় পাওয়া যায়। পেমেন্ট করার পর কোনো ব্যক্তি ৩০ থেকে ৪৫ দিন পর্যন্ত সময় পাবেন ফেরত দেওয়ার জন্য, যেখানে নগদ বা অনলাইনে লেনদেন করলে তাকে অবিলম্বে অর্থ প্রদান করতে হয়।
ক্রিপ্টোকারেন্সি মানে কি? কিভাবে বিনিয়োগ করলে এখন লাভবান হবেন?
ক্রেডিট কার্ড ক্যাশব্যাক পেমেন্ট
ক্রেডিট কার্ডের (Credit Card Cashback) মাধ্যমে অর্থ প্রদানের কারণে কোনো ব্যক্তি যে ৩০ থেকে ৪৫ দিনের বাড়তি সময় পান, তিনি তার উপর সুদ পাবেন। কোনো ব্যক্তি চাইলে একটি সল্প মেয়াদী এফডি তে বিনিয়োগ করেও অর্থ উপার্জন করতে পারেন। এই সমস্ত সুবিধা গুলি গ্রহণ করার জন্য গ্রাহকরা আরো বেশি করে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন বলেই মনে করা হচ্ছে।
Written by Sampriti Bose.