আপনি কী সাইবার ক্যাফের ব্যবসার সাথে যুক্ত বা এইরকম ধরনের কাজ করতে চান? তাহলে আজকের খবরটি আপনার অনেক কাজে লাগবে। আজকে আপনাদের সাথে আয়ুষ্মান মিত্র পোর্টালে আইডি বানানোর পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো। বিনামূল্যে আয়ুষ্মান মিত্র আইডি বানিয়ে আপনি সাধারণ মানুষকে CSC -এর মতো পরিষেবা দিতে পারবেন।
• কীভাবে আয়ুষ্মান মিত্র পোর্টালে আইডি বানাবেন ?
(১) প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করবেন।
ওয়েবসাইট লিংক – LINK
(২) এরপরে CLICK HERE TO REGISTER অপশনে ক্লিক করবেন।
(৩) এবার Self Registration অপশনে ক্লিক করে আপনার আধার কার্ড নম্বর এবং তার সাথে লিংক করা মোবাইল নম্বরটি লিখে Submit -এ ক্লিক করবেন।
(৪) তাহলে আপনার মোবাইলে একটি OTP চলে আসবে।
(৫) আপনি Terms -এ টিক দিয়ে Enter OTP অপশনে আপনার মোবাইলে আসা OTP -টি লিখবেন এবং Validate -এ ক্লিক করবেন।
(৬) স্ক্রিনে কোনো পপ-আপ দেখালে Ok -তে ক্লিক করবেন।
(৭) এরপরে Personal Details -এর মধ্যে যে তথ্যগুলো পূরণ করা থাকবে না সেগুলো ফিল আপ করবেন এবং আপনার একটি ছবি আপলোড করে দেবেন।
(৮) এর নীচে Communication Address Details (আপনার সাথে যোগাযোগ করার ঠিকানা) -এ আপনার বর্তমান ঠিকানা ও আধার কার্ডের ঠিকানা যদি একই হয় তাহলে উপরে থাকা বক্সে টিক দেবেন নতুবা নিজের যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত ঠিকানা লিখবেন।
(৯) তারপরে Declaration অপশনের মধ্যে যদি আপনি আগে থেকে PMJAY -এর অন্যান্য পোর্টাল তথা – HEM / TMS / BIS রেজিস্ট্রেশন করে না থাকলে পাশে থাকা বক্সটিতে টিক দেবেন।
(১০) সবশেষে Self Register অপশনে ক্লিক করবেন।
(১১) তাহলে স্ক্রিনে আপনার আয়ুষ্মান মিত্র পোর্টালের আইডি দেখতে পাবেন। আইডি নম্বরটি ভালো করে নোট করে নেবেন।
আবেদন করুন জিএসকে স্কলারশিপ প্রোগ্রামে এবং পেয়ে যান বার্ষিক ১ লক্ষ টাকা পর্যন্ত
• আয়ুষ্মান মিত্র পোর্টালে আইডি বানানোর পরে কীভাবে সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা দেবেন ?
(১) প্রথমে নীচের দেওয়া লিংকে ক্লিক করবেন।
পেজ লিংক – LINK
(২) এবার Ayushman Mithra Login -এ ক্লিক করবেন।
(৩) এরপরে আপনার আয়ুষ্মান মিত্র আইডিটি লিখে Proceed অপশনে ক্লিক করবেন।
(৪) তাহলে আপনার মোবাইলে একটি OTP পাঠানো হবে। সেটি লিখে Validate অপশনে ক্লিক করবেন।
(৫) তাহলেই আপনি আয়ুষ্মান মিত্র পোর্টালে লগ ইন হয়ে যাবেন এবং নিম্নলিখিত কাজগুলো করতে পারবেন।
• আয়ুষ্মান মিত্র পোর্টালে কী কী কাজ করতে পারবেন ?
(১) কোনো মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে পারবেন কিনা তা চেক করতে পারবেন।
(২) আয়ুষ্মান কার্ড বানানোর জন্য সাহায্য করতে পারবেন।
(৩) প্রকল্পের উপভোক্তা কোন কোন হাসপাতালে চিকিৎসার সুবিধা পাবেন তা বলতে পারেন।
(৪) আয়ুষ্মান ভারত প্রকল্পে একজন উপভোক্তার কী কী অধিকার থাকবে সে বিষয়ে উক্ত ব্যক্তিকে অবগত করতে পারবেন।
এই রকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন টেলিগ্রাম চ্যানেলে।