এবার থেকে চলে এসেছে নতুন সুবিধা, যার মাধ্যমে আপনি যদি অনলাইনে নিজের কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন, তাহলে সেটি মোবাইলেই ডাউনলোড করে নিতে পারবেন (Download Caste Certificate)। আজকের এই ডিজিটাল যুগে সরকারের তরফে প্রায় সবকিছুই অনলাইনে করার চেষ্টা চালানো হচ্ছে। সেইজন্য সরকারের উদ্যোগে এর আগে ইনকাম সার্টিফিকেট, e-Aadhaar Card, e-Pan Card মোবাইলের মাধ্যমে ডাউনলোড করা গেলেও কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করা যেতো না। আপনি যদি কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতেন তাহলে সেই সার্টিফিকেটটি ইস্যু হয়ে গেলে বিডিও অফিস থেকে নিয়ে আসতে হতো। কিন্তু এবার সম্পূর্ণ নতুন এক পদ্ধতির মাধ্যমে বাড়িতে বসেই নিজের কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।
• নিজের Caste সার্টিফিকেট নম্বর কীভাবে জানবেন?
যাদের নিজেদের জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা সেই সার্টিফিকেট থেকেই নিজের কাস্ট সার্টিফিকেট নম্বর জানতে পারবেন।
কিন্তু যাদের নিজেদের কাস্ট সার্টিফিকেট নেই তারা যদি অনলাইনে এই সার্টিফিকেটের জন্য আবেদন করেন তাহলে তারা নিম্নলিখিত পদ্ধতিতে নিজের সার্টিফিকেট নম্বর জানতে পারবেন।
(১) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জাতিগত শংসাপত্রের অফিসিয়াল ওয়েবসাইট castcertificatewb.gov.in এ যাবেন।
(২) এরপরে Citizen’s Corner লেখাটির নীচে Application Status অথবা Application Status (Link 2) যেকোনো একটিতে ক্লিক করবেন।
(৩) এবারে নিজের Application Number লিখে Search অপশনে ক্লিক করবেন।
(৪) তাহলে যদি আপনার কাস্ট সার্টিফিকেটটি ইস্যু করা হয়ে থাকে তাহলে সার্টিফিকেট নম্বর দেখাবে।
সেই নম্বরটিকে ভালো করে নোট করে নিবেন।
যদি আপনার Application Status Pending দেখায় তাহলে আরও কিছুদিন অপেক্ষা করুন। তারপরে পুনরায় স্ট্যাটাস চেক করে নিজের সার্টিফিকেট নম্বরটি জানতে পারবেন।
BSNL এর এই সবচেয়ে কমদামী প্ল্যানটি সমন্ধে আপনি জানেন কি? মাত্র ১০০ টাকার রিচার্জে চলবে দু’মাস
• কীভাবে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন (Download Caste Certificate)?
(১) প্রথমে Google Play Store এ গিয়ে DigiLocker অ্যাপটি ইনস্টল করে নিবেন।
(২) এবারে অ্যাপটি খুলে Create New Account অপশনে ক্লিক করে নিজের নাম, আধার নম্বর, জন্মতারিখ, ৬ ডিজিটের একটি সিকিউরিটি পিন দিয়ে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলবেন।
(৩) তারপরে অ্যাপটির নীচের দিকের দ্বিতীয় অপশন Search এ ক্লিক করবেন।
(৪) এরপরে Explore More এ ক্লিক করে নিজের রাজ্য সিলেক্ট করবেন।
(৫) তারপরে Caste Certificate অপশনে ক্লিক করে আপনার কাস্ট সার্টিফিকেট নম্বরটি লিখে Get Document এ ক্লিক করবেন।
তাহলেই আপনার মোবাইলে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ জাতিগত শংসাপত্র ডাউনলোড হয়ে যাবে।
• অ্যাপ লিংক – Link
এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।