এবার থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আর কোথাও যেতে হবে না। বাড়িতে বসেই মাত্র ১ মিনিটে পেয়ে যাবেন আপনার লার্নার ও ড্রাইভিং লাইসেন্স। সম্প্রতি সরকারের তরফ থেকে নতুন একটি পদ্ধতি চালু করা হয়েছে যার মাধ্যমে অনলাইনেই নিজের লার্নার ও ড্রাইভিং লাইসেন্স উভয়ই ডাইনলোড করে নিতে পারবেন। নীচে সে পদ্ধতিটিই ভালোভাবে বর্ণনা করা হলো।
কীভাবে নিজের লার্নার লাইসেন্স ডাউনলোড করবেন?
১. প্রথমে parivahan.gov.in -এই ওয়েবসাইটে যাবেন।
২. এরপরে Drivers/ Learners License লেখাটির More অপশনে ক্লিক করবেন।
৩. তারপরে নিজের রাজ্যের নাম সিলেক্ট করবেন।
৪. তাহলে স্ক্রিনে আপনার রাজ্যে উপলব্ধ লার্নার ও ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত বিভিন্ন পরিষেবা মূলক অপশন দেখতে পাবেন।
৫. এবার উপরের তিনটি লাইন বিশিষ্ট মেনু চিহ্নে ক্লিক করবেন।
৬. তারপরে Learner License অপশনের মধ্যে Print Learner License-এই লিংকে ক্লিক করবেন।
৭. এরপরে Proceed অপশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন নম্বর / লাইসেন্স নম্বর / মোবাইল নম্বরের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে সেটি নীচে লিখবেন এবং তার সাথে নিজের জন্মতারিখ লিখে Submit অপশনে ক্লিক করবেন।
৮. এবার আপনার মোবাইলে একটি OTP চলে আসবে। সেটি লিখে Submit অপশনে ক্লিক করবেন।
৯. তাহলে আপনার লার্নার লাইসেন্সটি স্ক্রিনে দেখতে পাবেন। যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করছেন তাহলে তার সাথে প্রিন্টার সংযুক্ত থাকলে লার্নার লাইসেন্সটি প্রিন্ট আউট করে নিতে পারবেন।
১০. আপনার কাছে প্রিন্টার না থাকলে লার্নার লাইসেন্সটি আপনি নিজের ডিভাইসে ডাউনলোডও করে রাখতে পারবেন।
প্রগতি স্কলারশিপে আবেদন করুন এবং পেয়ে যান বার্ষিক ৩০,০০০ টাকা পর্যন্ত
কীভাবে নিজের ড্রাইভিং লাইসেন্স ডাইনলোড করবেন?
১. প্রথমে parivahan.gov.in -এই ওয়েবসাইটে যাবেন।
২. তারপরে Drivers/ Learners License -এর More অপশনে ক্লিক করবেন।
৩. এবার নিজের রাজ্য Select করবেন।
৪. তারপরে License Menu -তে Driving License অপশনের মধ্যে Print Driving License -এ ক্লিক করবেন।
৫. এবার আপনার অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ লিখে Submit অপশনে ক্লিক করবেন।
৬. তাহলে লাইসেন্সের জন্য আবেদন করার সময় আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি OTP চলে আসবে।
৭. সেটি লিখে Submit -এ ক্লিক করলেই স্ক্রিনে আপনার ড্রাইভিং লাইসেন্সটি দেখতে পাবেন।
৮. আপনার ডিভাইসের সাথে প্রিন্টার সংযুক্ত থাকলে আপনার লাইসেন্সটি প্রিন্ট আউট করে নিতে পারেন।
৯. যদি প্রিন্টার না থাকে তাহলে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে আপনার লাইসেন্সটি ডাউনলোডও করে রাখতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট – LINK
এই রকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।