দেশের সকল চাকরিপ্রার্থীদের এই PF Balance বা প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স সম্পর্কে জেনে নেওয়া জরুরি। প্রভিডেন্ট ফান্ড (EPFO Provident Fund) ১৯৫২ সালে ভারতের সরকারী ও বেসরকারি কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য লঞ্চ করা হয়েছিল, এই একটি স্কিম (PF Scheme). প্রতিটি কর্মজীবীদের (Employees) ক্ষেত্রেই তাদের বেতনের একটি নির্দিষ্ট পরিমাণ এবং কোম্পানি বা সংস্থার তরফ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা PF Account প্রত্যেক মাসে ফেলা হয়।
EPFO PF Balance Check Online Process.
EPF (Employees Provident Fund) এর ক্ষেত্রে এই টাকার ওপর ৮.১৫ শতাংশ হারে সুদ (PF Interest Rate) প্রদান করা হয়। এই টাকা ব্যাক্তির অবসর গ্রহণের সময় তাকে দেওয়া হবে এছাড়া কোনো ব্যাক্তি যদি চান তবে দরকারে মাঝপথে এই টাকার কিছুটা অংশ তুলে নিতে পারবেন। তবে কখনই সম্পূর্ণ টাকা (PF Balance) অবসরের আগে তোলা যাবে না।
বেতন থেকে কাটা এই PF Balance যা আপনার ভবিষ্যতের এক বিরাট বড় সম্বল তা সঠিকভাবে একাউন্টে জমা পড়ছে কিনা বা কত টাকা মোট হয়েছে সেটা খুব সহজেই আপনার বাড়িতে বসে জেনে নিতে পারেন। ব্যাংকে যখন PF এর টাকা জমা পড়ে তখন ব্যাংক থেকে রেজিস্টার্ড নাম্বারের তার ব্যালেন্স দেখানো হয়। তবে প্রায় সময় যান্ত্রিক গোলযোগের জন্য সেই SMS আমাদের কাছে এসে পৌঁছায় না বা আসতে দেরি হয়।
সেখানে বাড়িতে বসে স্মার্ট ফোনের মাধ্যমেই বেসিক কিছু স্টেপ ফলো করে আপনারা ব্যালেন্স চেক করে নিতে পারবেন। আর সরকারি কর্মী বা অন্য কোন কর্মী যারা এই প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা করছেন তাদের এই PF Balance সময়ে সময়ে চেক করে নেওয়া উচিত। তাহলে তারা এই সম্পর্কে সকল তথ্য জেনে নিয়ে সুরক্ষিত থাকতে পারবেন।
PF Balance Check Online Process
১) প্রথমের আপনি EPFO এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ মাত্রই প্রত্যেক কর্মীদের দেওয়া ১২ সংখ্যার UAN Number এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৩) UAN (Universal Serial Number) এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করা মাত্র একাউন্টের পাস বুক দেখা যাবে।
৪) অনেক ব্যাক্তি আছেন যাদের UAN নাম্বার জানা নেই তারা তাদের রেজিস্টার্ড ফোন নাম্বারের মাধ্যমেই PF Balance জানতে পারবেন।
৫) চাকুরীজীবি তার রেজিস্টার্ড ফোন নাম্বার থেকে 9966044425 নাম্বারে মিসড কল করতে হবে।
৬) তার কিছুক্ষণের মধ্যেই SMS এর মাধ্যমে আপনার ফোন ব্যালেন্স শো করবে।
৭) শুধু এসএমএস পদ্ধতির মাধ্যমেও PF Balance চেক করা সম্ভব।
৮) প্রভিডেন্ট ফান্ডের সাথে লিংকড মোবাইল নাম্বার থেকে EPFOHO UAN লিখে 7738299899 নাম্বারে সেন্ড করে দিতে হবে।
৯) ব্যাস তারপর শুধু এসএমএস আসার অপেক্ষা। আর আপনি কিছুক্ষণের মধ্যেই PF Balance জানতে পেরে যাবেন।
10 হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। এই নতুন প্রকল্পে আবেদন করলেই।
১০) UMANG পোর্টালের মাধ্যমেও PF Balance জানা যেতে পারে।
১১) চাকুরিজীবীরা তাদের পিএফ একাউন্ট ট্রান্সফার (PF Account Transfer) করতে পারবেন।
১২) অনলাইন ও অফলাইন দুটো পদ্ধতিই অবলম্বন করে টাকা তোলা সম্ভব।
১৩) এছাড়া চাকুরিজীবীরা তাদের পিএফ সংক্রান্ত যাবতীয় অভিযোগ www.epfigms.gov.in এ জানাতে পারেন। 80 C অনুযায়ী ট্যাক্স ডিডাকশন (Tax Deduction) পেয়ে যাবেন।
Written By Sathi Roy.
5 লাখ টাকা দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সঠিক আবেদন করলেই একাউন্টে টাকা ঢুকবে?