বর্তমানে অনেক বিনিয়োগ প্রকল্প চলে আসলেও এখন অনেক মানুষই আছেন যারা ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিমে নিজেদের টাকা বিনিয়োগ করতে পছন্দ করেন এবং এই স্কিম (Bank FD Scheme) এককথায় খুবই জনপ্রিয় একটি স্কিমের মধ্যে অন্যতম। আর এখন Mutual Fund, SIP, Gold Bond স্কিমে বেশি সুদ পাওয়া গেলেও অনেকেই এখন ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
Bank Fixed Deposit Investment
আর এই কারণের জন্য ব্যাঙ্ক থেকে শুরু করে পোস্ট অফিস সকল আর্থিক প্রতিষ্ঠানের তরফেই এই ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিম নিয়ে আসা হয়েছে গ্রাহকদের জন্য। আগে বেশিরভাগ স্কিমেই ৫ বছরের জন্য বিনিয়োগ করার কথা বলা হয়েছিল। আর এখন ৪৪৪, ৫৫৫, ৬৬৬ দিনের জন্য বা আরও কম সময়ের জন্য এই স্কিম নিয়ে আসা হয়েছে এবং নানা ধরণের সুদ প্রদান করা হচ্ছে গ্রাহকদের।
Bank FD Interest Rate
আর যেই স্কিম যতই সুরক্ষিত হোক না কেন ঠিক করে আগের থেকে সেই সম্পর্কে না জেনে এক টাকাও বিনিয়োগ করা উচিত নয় সেই সকল স্কিমে। আর এই কারণের জন্যই আজকের এই আলোচনাতে Fixed Deposit স্কিম সম্পর্কে আপনাদের জন্য দারুণ কয়েকটা তথ্য আপনাদের দিতে চলেছি এই আলোচনার মাধ্যমে। আর কয়েকটা ব্যাঙ্কের কোথাও বলা হবে যেখানে বিনিয়োগ করলে আপনারা বেশি সুদ পেতে পারেন।
SBI Fixed Deposit
আমরা সকলেই জানি যে স্টেট ব্যাঙ্ক হল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। আর এই ব্যাঙ্কের তরফে ‘অমৃত বৃষ্টি’ ফিক্সড ডিপোজিট নিয়ে আসা হয়েছে গ্রাহকদের জন্য যেই স্কিমের মাধ্যমে ৪৪৪ দিনের মধ্যেই সকলে ভালো পরিমাণ টাকা রিটার্ন পেতে পারবেন। ৩১ শে মার্চ ২০২৫ পর্যন্ত এখানে বিনিয়োগ করতে পারবেন।
Bank of India FD
পশ্চিমবঙ্গ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেশি শাখা না থাকলেও দেশের বিভিন্ন রাজ্যে এই ব্যাঙ্কের অনেক শাখা আছে যেই সকল শাখার মাধ্যমে অনেকেই নিজেদের টাকা বিনিয়োগ করছেন। এই ব্যাঙ্কের তরফে স্পেশ্যাল এফডি স্কিমে সাধারণ নাগরিকদের ৭.৩০% এবং বয়স্ক নাগরিকদের ৭.৯০% হারে সুদ প্রদান করা হচ্ছে।
BOB Fixed Deposit
ব্যাঙ্ক অফ বরদা হল দেশের আরও এক জনপ্রিয় সরকারি ব্যাঙ্ক। আর এই ব্যাঙ্ক তাদের গ্রাহকদের অনেক ধরনের ফিক্সড ডিপোজিট যেমন – ৩৯৯ দিনের জন্য, ৩৩৩ দিনের জন্য বিনিয়োগে ৭.১৫% থেকে ৭.২৫% পর্যন্ত সুদ পেয়ে যাবেন সকলে।
নভেম্বর মাসে ছুটির তালিকা। সরকারি কর্মী ও পড়ুয়ারা কতদিন ছুটি পাবেন?
আর যেই ব্যাঙ্কই হোক না কেন আপনারা Fixed Deposit স্কিমে বিনিয়োগের আগে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ব্যাঙ্কে গিয়ে বা অনলাইনের মাধ্যমে জেনে নেবেন। আর এছাড়াও আপনারা অন্য কোন ব্যাঙ্কে বা পোস্ট অফিসে গিয়ে এই FD সম্পর্কে জেনে নিয়ে বিনিয়োগ করতে পারবেন। এই নিয়ে আপনাদের কোন মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।