দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে একাধিক বড় ঘোষণা করেছেন (Electricity Bill). এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বিনামূল্যে বিদ্যুৎ (Free Electric) দেওয়ার ঘোষণা। বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী পিএম সূর্য ঘর প্রকল্প (PM Surya Ghar Mift Bijli Yojana) এটি একটি সৌরশক্তি (Solar Electricity) ভিত্তিক প্রকল্প হবে। সম্প্রতি ৭৫০০০ কোটি টাকা বাজেট ধরে বিনামূল্যে সূর্যঘর প্রকল্প চালু করেছে কেন্দ্র।
Get Free Electricity on PM Surya Ghar Muft Bijli Yojana.
কথা ছিল, এই PM Surya Ghar Muft Bijli Yojana 2024 প্রকল্পের অধীনে দেশের অসংখ্য সাধারণ মানুষকে তাঁদের বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা করা হবে, যা বিদ্যুৎ বিল কমাতে সহায়তা করবে এবং পরিবেশ বান্ধবও হবে। ইতি মধ্যেই দেশের ১ কোটিরও বেশি মানুষ এই বিদ্যুৎ প্রকল্পের (Free Electricity Scheme) জন্য আবেদন করেও ফেলেছেন বলে সম্প্রতি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi).
पीएम सूर्य घर मुफ्त बिजली योजना
দেশের সব জায়গা থেকে এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশনও করা হয়েছে। তবে, এবার বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে, প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার অধীনে দেশের ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টল (Solar Panel Install) করা হবে এবং তারা প্রতিমাসে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। এই প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীরা তাদের প্রায় দুই তৃতীয়াংশ বিদ্যুৎ বিল বাঁচাতে (Electricity Bill Saving) পারবেন।
পিএম সূর্য ঘর যোজনা
যে সমস্ত ব্যাক্তিরা এই প্রকল্পের অধীনে তাদের ছাদে সোলার প্যানেল ইনস্টল করতে চাই, তাদের ৭৮,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। দেশের জনগণ যাতে তাদের ছাদে সোলার প্যানেল স্থাপন করতে পারে তার উদ্দেশ্যেই সরকার এই প্রকল্প চালু করেছিলেন। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা (PM Surya Ghar Yojana Electricity) নিয়ে একটি বড়ো ঘোষণা করেন।
৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে
তিনি বলেন কেন্দ্রের এই প্রকল্পের অধীনে দেশের ১ কোটি বাড়িতে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ (300 Unit Free Electricity) একদম বিনামূল্যে দেওয়া হবে। তবে, উল্লেখ্য যাঁদের বার্ষিক আয় ২ লক্ষ টাকা বা তারও কম, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। কোনো পরিবার যদি এই বিদ্যুতের পূর্ণ ব্যবহার করতে না পারে, তাহলে সরকারের কাছে এই বিদ্যুৎ বিক্রি করতে পারবে।
তাৎপর্যপূর্ণভাবে, অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। এর পরে নির্বাচনের সময়ও বহুবার এই প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন তিনি। এই প্রকল্পের জন্য সরকারি ওয়েবসাইটে গিয়ে ওই আবেদন করতে হবে। এরপর Apply for Rooftop Solar এ ক্লিক করতে হবে। পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি করলে এই সুবিধা পাবেন না।
আপনার এলাকায় BSNL-র নেটওয়ার্ক আছে? SIM কেনার আগে স্পীড চেক করুন
অনলাইনের মাধ্যমে খুব সহজেই গ্রাহকেরা প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার জন্য আবেদন করতে পাবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে সরকারের কাছ থেকে বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করার অনুমতি পাবেন গ্রাহকরা। এরপর, বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টল হয়ে গেলে নেট মিটারের জন্য আবেদন করতে হবে, যার ভিত্তিতে গ্রাহকেরা ভর্তুকি (Subsidy on Electricity) পাবেন। অর্থমন্ত্রীর এই ঘোষণায় দারুণ খুশি হয়েছেন দেশের অসংখ্য সাধারণ মানুষেরা।
Written by Sampriti Bose.