লোকসভা নির্বাচনের আগেই এবার দেশের অসংখ্য দরিদ্র মহিলাদের স্বনির্ভর (Free Silai Machine Yojana) করে তুলতে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হলো বিশেষ প্রকল্পের। এই প্রকল্পের অধীনে মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হবে বলে জানা গিয়েছে। লোকসভা ভোটের আগে এবার জনমুখী কেন্দ্রও। দেশের দরিদ্র এবং অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের স্বনির্ভর করতে বিশ্বকর্মা যোজনার (PM Vishwakarma Yojana) প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi).
Free Silai Machine Yojana 2024.
এই প্রকল্পের অধীনে মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন (Free Silai Machine Yojana) দেবে কেন্দ্রীয় সরকার। এর দরুণ নারীরা ঘরে বসে সেলাইয়ের কাজ করে, পরিবারকে আর্থিক ভাবে সমর্থন করতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন। যাঁরা মেশিন চালাতে জানেন না, তাঁদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। আর প্রশিক্ষণের পর যাতে মেশিনটি কিনতে পারেন, তার জন্যই দেওয়া হবে ১৫০০০ টাকা। প্রতিটি রাজ্যে ৫০০০০ এর বেশি মহিলা বিনামূল্যে সেলাই মেশিনের সুবিধা পাবেন৷
Free Silai Machine Yojana Apply Criteria
1) বিনামূল্যে সেলাই মেশিনের সুবিধা পেতে, সুবিধাভোগীকে একজন মহিলা এবং ভারতীয় হতে হবে।
2) আবেদনকারী মহিলার বয়স ২০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
3) সুবিধাভোগী মহিলার স্বামীর আয় ১২০০০ টাকার বেশি হলে হবে না।
4) শুধুমাত্র দেশের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মহিলারাই এই প্রকল্পের (Free Silai Machine Yojana) সুবিধা পাবেন।
5) দেশের বিধবা এবং প্রতিবন্ধী মহিলারাও এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন।
Free Silai Machine Yojana Apply Documents
1) আধার কার্ড।
2) পরিচয়পত্র।
3) আয়ের সার্টিফিকেট।
4) বয়স শংসাপত্র।
5) কমিউনিটি সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজ ছবি।
7) মোবাইল নম্বর।
8) মহিলা বিধবা হলে বিধবা সার্টিফিকেট।
9) মহিলা প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী শংসাপত্র।
Free Silai Machine Yojana Apply Process
1) এর জন্য প্ৰথমে আবেদনকারীকে ভারত সরকারের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) সেখানে গিয়ে সংশ্লিষ্ট লিংক থেকে পিডিএফ ফরম্যাটে আপনার সামনে আবেদনপত্র ফর্মটি ডাউনলোড করে, এর প্রিন্ট আউট নিতে হবে।
3) আবেদনপত্রের প্রিন্ট নেওয়ার পরে, নীচে উল্লিখিত আবেদন প্রক্রিয়া অনুসরণ করে এই স্কিমের জন্য আবেদন করে ফেলতে হবে।
4) আবেদনপত্রে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য, যেমন নারীর নাম, জন্ম তারিখ, ঠিকানা, জাত, আয় ইত্যাদি পূরণ করতে হবে।
5) সমস্ত তথ্য পূরণ করার পরে, এই ফর্মটিতে জিজ্ঞাসা করা প্রয়োজনীয় নথি গুলি ফর্মের সাথে সংযুক্ত করে সংশ্লিষ্ট অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।
50 হাজার টাকা পাবেন আধার কার্ড থাকলে। আপনি কিসের অপেক্ষা করছেন?
6) এরপর কর্তৃপক্ষ তার ফর্ম এবং নথি গুলির সম্পূর্ণ যাচাইকরণের পরে, বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের (Free Silai Machine Yojana) অধীনে আবেদনটি গ্রহণ করে নেবে। এভাবে উক্ত পদ্ধতি অবলম্বন করে ইচ্ছুক মহিলারা বিশ্বকর্মা যোজনা প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। আর এর মাধ্যমে শুধুমাত্র মহিলারাই আবেদনের যোগ্য। তাহলে আর দেরি না করে এখনই আবেদন করুন।
Written By Sampriti Bose.
ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ। শূন্যপদ, বেতন ও কিভাবে আবেদন করবেন?