সাধারণ নাগরিকদের জন্য এবার বড় সুখবর এনে দিল কেন্দ্রীয় সরকার (PM SVANidhi Loan Scheme). জানা গিয়েছে এখন থেকে গ্রাহকদের ৫০০০০ টাকা পর্যন্ত ঋণ (Instant Loan) দেবে সরকার (Government of India). প্রধানমন্ত্রীর নতুন স্কিমের (Loan Scheme) অধীনে মূলত ব্যবসায়ীদের জন্য এই বিশেষ সুবিধা আনা হয়েছে বলে জানা গিয়েছে (Business Loan).
Get 50000 Instant Personal Loan on PM SVANidhi Scheme.
দেশে প্রায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব। সঠিক চাকরির অভাবে অনেকেই তাই ব্যবসার দিকে ঝুঁকছেন। অনেকে নতুন ব্যবসা করতে শুরু করেছেন। কিন্তু সেই ব্যবসাটিকে ঠিক মতো দাঁড় করানোর জন্য যে পুঁজি দরকার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটি তাদের কাছে নেই। আবার কেউ কেউ হয়তো কোনো ছোটো খাটো ব্যাবসা করতে চান, কিন্তু যথেষ্ট মূলধনের (PM SVANidhi) অভাবে আর তা শুরু করে উঠতে পারেননি।
পিএম স্বানিধি স্কিম কি?
এই ধরনের সমস্যার ক্ষেত্রে এতদিন পর্যন্ত গ্রাহকেরা বিভিন্ন বেসরকারি ক্ষেত্র থেকে লোন নিতেন। তবে এবার থেকে গ্রাহকদের আর বেসরকারিভাবে লোন নিতে হবে না, তারা সরকারি লোনই নিতে পারবেন। পাশাপাশি, সরকারি লোনে তারা অনেক বেশি সুবিধা পাবেন। নিয়মিত লোনের পরিমাণ পরিশোধ করলে সরকার থেকে ভর্তুকিও পাবেন গ্রাহকরা। বাস্তবে কেন্দ্রীয় সরকারের তরফে PM SVANidhi স্কিম নায়ক একটি স্কিম নিয়ে আসা হয়েছে যার অধীনে গ্রাহকেরা ৫০০০০ টাকা পর্যন্ত লোন (50000 Instant Loan on Aadhaar Card) পেতে পারেন।
৫০০০০ টাকার ঋণ পাবেন পিএম স্বানিধি স্কিমে
প্রধানমন্ত্রী স্বানিধি স্কিমের (PM SVANidhi) পুরো অর্থ হলো প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি। মূলত করোনা মহামারীর সময় রাস্তার ধারে বা ফুটপাতে ঠেলাগাড়ি বা তাঁবু খাটিয়ে ব্যবসা করা ব্যাক্তিদের ব্যবসা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। যেহেতু তাদের মূলধন কম, তাই তারা পরে পুনরায় ব্যবসা শুরু করতে পারছিল না। আর ভারতবর্ষে এই রকম ছোট ব্যবসায়ীদের সংখ্যা প্রচুর রয়েছে।
তাই ভারত সরকার তাদের পুনরায় ব্যবসা শুরু করার জন্য লোন দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ১ জুন ২০২০ প্রধানমন্ত্রী স্বানিধি প্রকল্প চালু করেন। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী স্বানিধি স্কিমের অধীনে ৫০০০০ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়। প্রথমে একজন ব্যাক্তি ১০০০০ টাকা পর্যন্ত লোন (PM SVANidhi Loan) নিতে পারবেন। এই লোন পরিশোধ করার পরের বছর ২০০০০ টাকা লোন নেওয়ার যোগ্য হবেন।
এই PM SVANidhi-র টাকাও তিনি যদি সঠিকভাবে পরিশোধ করেন তাহলে ৫০০০০ টাকা লোন আবেদন করতে পারেন। এতে লোনের টাকা গ্রাহককে প্রতিমাসে কিস্তিতে পরিশোধ করতে হবে, যার মেয়াদ ১ বছর। তিনি যদি নিয়মিত লোনের কিস্তি পরিশোধ করেন তাহলে সুদে ৭ শতাংশ ভর্তুকি পাবেন। প্রধানমন্ত্রী স্বানিধি স্কিমের অধীনে সরাসরি অনলাইনের মাধ্যমে লোন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন গ্রাহকেরা।
PM SVANidhi Loan Online Apply Process
1) গ্রাহককে প্রথমে PM SVANidhi স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) এরপরে গ্রাহককে “Apply Loan 10K”-তে ক্লিক করতে হবে।
3) এরপর মোবাইল নম্বর দিয়ে ক্যাপচার পূরণ করতে হবে।
4) এরপর “Request OTP”-তে ক্লিক করলে মোবাইল নম্বরে একটি OTP পাবেন গ্রাহকরা। তারপর গ্রাহককে OTP যাচাই করতে হবে।
5) এরপর কয়েকটি বিকল্প নির্বাচন করে গ্রাহককে নিজের ক্যাটাগরি চেক করতে হবে।
6) এরপর আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে।
7) পরের ধাপে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের কপি আপলোড করতে হবে।
8) পরিশেষে, সমস্ত কিছু যাচাই করে আবেদনটি সাবমিট করতে হবে।
গ্যারান্টি ছাড়া মুদ্রা ঋণ দিচ্ছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক! কিভাবে টাকা পাবে গ্রাহকরা?
এইভাবে গ্রাহকেরা বাড়িতে বসেই খুব সহজে এই সরকারি লোনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন সম্পন্ন হবার পর ওয়েবসাইট থেকেই গ্রাহক তার আবেদনের স্ট্যাটাস চেক করেও দেখতে পারবেন। তাই আর দেরি না করে ইচ্ছুক গ্রাহকদের অতি দ্রুত প্রধানমন্ত্রী স্বানিধি স্কিমের (PM SVANidhi) সুবিধা গ্রহণ করার জন্য আবেদন জানানো উচিত।
Written by Sampriti Bose.