Medhashree Scholarship : 800 টাকা করে পাচ্ছে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা! এই স্কলারশিপে আবেদন করুন

রাজ্যের অসংখ্য পড়ুয়াদের জন্য এবার বড়ো সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন প্রকল্পের (Medhashree Scholarship) অধীনে মাসে ৮০০ টাকা করে বৃত্তি দেওয়া হতে চলেছে মেধাবী পড়ুয়াদের। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) এই ঘোষণায় দারুণ খুশি হয়েছেন রাজ্যের পড়ুয়ারা (Students). মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের (Medhashree Prakalpa) সূচনা করেছেন।

Medhashree Scholarship 2024 Apply Process.

পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রীর চালু করা কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্প গুলি বিশেষ জনপ্রিয়। এবার রাজ্যের মেধাবী পড়ুয়াদের জন্য Medhashree Scholarship নামক নতুন প্রকল্প চালু করেছেন। রাজ্য সরকার বরাবর রাজ্যের জনগণ বিশেষ করে ছাত্র ছাত্রীর জন্য নানা রকম প্রকল্পের সূচনা ঘটিয়েছে। গত বছর আলিপুরদুয়ারে একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে এখন থেকে রাজ্যের মেধাবী পড়ুয়ারা বৃত্তি হিসাবে একটি টাকা পাবে।

পশ্চিমবঙ্গে মেধাশ্রী প্রকল্প ২০২৪

এই প্রকল্পটিই হলো মেধাশ্রী প্রকল্প (Medhashree Scholarship). নির্দিষ্ট সম্প্রদায়ের পড়ুয়ারা এই প্রকল্পের কারণে অনেকটাই লাভবান হবে। যারা এই বৃত্তি পাবার জন্য সঠিকভাবে আবেদন করবে তারা অবশ্যই টাকা পাবে রাজ্য সরকারের কাছ থেকে। যোগ্য শিক্ষার্থীরা অনলাইনে আবেদনের মাধ্যমে এই বৃত্তি লাভ করতে পারবে। এর জন্য প্রথমে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।

পড়ুয়াদের জন্য দারুণ সুখবর

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের প্রায় ২ লক্ষ ৬৫ হাজার ছাত্র ছাত্রী এই বৃত্তির মাধ্যমে টাকা পাবে। যোগ্য শিক্ষার্থীরা মাথাপিছু ৮০০ টাকা করে পাবে এই Medhashree Scholarship-র দ্বারা। যারা আগে আবেদন করেছিল তারা চলতি বছরে ইতিমধ্যেই টাকা পাওয়া শুরু করে দিয়েছে। যে সমস্ত পড়ুয়ারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়েছেন, তাঁদের মোবাইল নাম্বারে একটি মেসেজও আসছে এখন।

Medhashree Scholarship Apply Criteria

1) আবেদনকারীকে অবশ্যই এই রাজ্যের বাসিন্দা হতে হবে।
2) পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়া হতে হবে।
3) শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের কোনো সরকারি স্কুলের শিক্ষার্থী হতে হবে।
4) শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার ওপর হতে হবে।

5) আবেদনকারীকে সংখ্যালঘু বা OBC সম্প্রদায়ের অন্তর্গত হতে হবে।
6) Medhashree Scholarship দ্বারা বৃত্তি পেতে গেলে এই রাজ্যের শিক্ষার্থী হওয়া আবশ্যক।
7) অন্য কোনো রাজ্যের শিক্ষার্থী হলে এই প্রকল্পের মাধ্যমে টাকা পাওয়া যাবে না।

Medhashree Scholarship Apply Documents

1) পশ্চিমবঙ্গের আবাসিক সার্টিফিকেট।
2) বর্তমানের পাসপোর্ট সাইজের ছবি।
3) শেষ পরীক্ষার মার্কশিট।
4) আধার কার্ডের জেরক্স।

5) অবশ্যই গুরুত্বপূর্ণ একটি নথি হল সংখ্যালঘু সার্টিফিকেট যা কোনও সরকারী কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা।
6) পরিবারের বার্ষিক আড়াই সার্টিফিকেটও প্রয়োজনীয়।
7) অ্যাকাউন্ট নম্বর/ IFSC কোড সহ ব্যাঙ্কের বিবরণ।

Medhashree Scholarship Apply Process

  • একেবারে প্রথমেই আবেদনকারীকে যেতে হবে অফিসিয়াল স্কলারশিপ ওয়েবসাইটে।
  • তারপর, হোম পেজে পুনঃনির্দেশিত করা হবে।
  • তারপর স্টুডেন্ট এরিয়া বিকল্পে ক্লিক করতে হবে।
  • শিক্ষার্থীদের নতুন নিবন্ধন বিকল্পে ক্লিক করতে হবে।
  • শিক্ষার্থীকে নিজ জেলা অনুযায়ী লগ ইন করতে হবে, তারপর “Application Form” খুলবে।
  • সমস্ত আবেদনকারীদের প্রাথমিক তথ্য সম্পূর্ণ করার পর “Submit” বাটনে ক্লিক করতে হবে।
  • তবে, যে সব প্রার্থীরা এই বৃত্তি নিতে চায় তাদের অফিসিয়াল আপডেটের জন্য প্রতিদিন অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে হবে।
পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)

Medhashree Scholarship Status Check Online Process

1) শিক্ষার্থীকে অবশ্যই বৃত্তির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
2) স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে নেভিগেট করতে হবে।
3) তারপর মেনু থেকে ‘Track Application’ নির্বাচন করতে হবে।
4) ড্রপ-ডাউন মেনু ব্যবহার করে জেলা নির্বাচন করতে হবে।

পোস্ট অফিস মাসিক আয় স্কিম। ঘরে বসে ৯০০০ টাকা পাবেন!

5) যাবতীয় প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে হবে এবং “Submit” বাটনে ক্লিক করতে হবে।
6) অবশেষে স্ক্রিনটি অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস দেখাবে। যদি আবেদনকারীদের কোন রকম অতিরিক্ত তথ্য জানার থাকলে তাহলে তিনি টোল ফ্রি নম্বর – 1800-120-2130 কিংবা অফিসিয়াল ই-মেইল আইডি: [email protected] তে যোগাযোগ করতে পারেন।
Written by Sampriti Bose.

Leave a Comment