দেশবাসীর মুখে হাসি ফোটাতে রান্নার এলপিজি গ্যাস (LPG Gas) সংক্রান্ত নয়া সিদ্ধান্ত। এখন থেকে কেবল মাত্র আধার কার্ড (Aadhaar Card) থাকলেই উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) অধীনে বিনামূল্যে গ্যাস (Liquefied Petroleum Gas) পাবেন মহিলারা। দেশের অসংখ্য মহিলাদের জন্য এটি এক দারুণ সুখবর বলা যায়। সারা দেশে সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন। ভোটের ফলাফলের পর তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার করেছেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi).
LPG Gas Price Reduce for PMUY Scheme Holders.
ভোট প্রচারে রাজ্যে এসেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট প্রচারে এসে রান্নার গ্যাসের দাম কমানোর কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। যদিও বিরোধীরা এই বিষয়টিকে বারংবার কটাক্ষ করেছেন। বিরোধীদের দাবি ছিল, ভোট মিটলেই রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price) বেড়ে যাবে। তবে তার পরেও ভোটের মাঝেই ঘরোয়া রান্নার গ্যাস এক ধাক্কায় ৩০০ টাকা কমিয়ে দিয়েছিল কেন্দ্রের মোদী সরকার।
কম দামে রান্নার গ্যাস পাবে দেশবাসী!
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ভর্তুকি এক বছরের জন্য বাড়ানো হয়েছিল। মূলত অনেক দিন আগে থেকেই কেন্দ্রীয় সরকার শুরু করেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গ্রামীণ এলাকায় বসবাসকারী দরিদ্র পরিবার এবং বিপিএল কার্ডধারী পরিবারের মহিলাদের বিনামূল্যে গ্যাস সংযোগ প্রদান করা। শুধুমাত্র আধার কার্ড থাকলেই এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২০২৪
দেশের সকল মহিলাদের জন্য এই PM Ujjwala Yojana বা পিএম উজ্জ্বলা যোজনা প্রকল্প শুরু করা হয়েছিল এবং এই প্রকল্পের মাধ্যমে সকলকে কম খরচে LPG গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হয়। আজ থেকে ৮ বছর আগে এই প্রকল্পের সুচনা করা হয়েছিল এবং কোটি কোটি মহিলারা এর মাধ্যমে উপকৃত হয়েছেন। এছাড়াও, সরকার এই প্রকল্পের অধীনে বিনামূল্যে গ্যাসের চুলাও (Cooking Gas) প্রদান করে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার শর্ত
- শুধুমাত্র ১৮ বছরের বেশি বয়সী মহিলারাই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে পারবেন।
- মহিলা আবেদনকারীকে বিপিএল পরিবারের (BPL Ration Card) হতে হবে।
- যে মহিলা এলপিজির জন্য আবেদন করছেন তার বাড়িতে ইতিমধ্যেই গ্যাস সংযোগ থাকলে চলবে না।
PM উজ্জ্বলা যোজনা 2.0 আবেদনের নথি
1) আধার কার্ড।
2) বিপিএল রেশন কার্ড।
3) ঠিকানা প্রমাণ।
4) বয়স শংসা পত্র।
5) ব্যাংকের হিসাব।
6) মোবাইল নম্বর।
7) পাসপোর্ট সাইজ ছবি।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অনলাইনে আবেদন প্রক্রিয়া
1) ইচ্ছুক ব্যক্তিরা তাদের নিকটস্থ গ্যাস সংস্থা থেকে বা উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আবেদনপত্র নিতে পারেন।
2) এটি করতে তাকে উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
3) এর পর তার সামনে ওয়েবসাইটের হোম পেজ খুলবে।
4) হোম পেজে ডাউনলোড ফর্মের বিকল্পটি দেখার পরে, তাকে এটি নির্বাচন করতে হবে।
5) সেখানে ক্লিক করলে, আবেদন পত্র খুলবে।
6) এবার তাকে ডাউনলোডে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লিকেশনটির প্রিন্ট নিতে হবে।
7) এরপরে তাকে জিজ্ঞাসা করা প্রতিটি বিবরণ পূরণ করতে হবে।
এক মুহূর্তে নিয়ম বদল! Ration Card থাকলেই নতুন সামগ্রী পাবে গ্রাহকরা
8) এখন তাকে আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় সমস্ত নথি কপি করতে হবে।
9) এর পরে তাকে তার নিকটস্থ গ্যাস এজেন্সিতে সমস্ত নথি জমা দিতে হবে।
10) আবেদনটি যাচাই করা হলে, তিনি এই স্কিমের অধীনে এলপিজি গ্যাস সংযোগ পাবেন। এভাবেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
Written by Sampriti Bose.