আজকে আপনাদের সাথে আকর্ষণীয় একটি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করবো। স্কলারশিপটির নাম HDFC বাড়তে কদম স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা অবধি পেতে পারেন। কী করে এই স্কলারশিপে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, আবেদন করতে কী কী লাগবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে নীচে বিস্তারিত আলোচনা করা হলো।
HDFC বাড়তে কদম স্কলারশিপ কী?
Housing Development Finance Corporation Limited নামক ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় অর্থনৈতিক সংস্থার তরফ থেকে এই স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের আর্থিক ভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীরা যাতে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্য এই স্কলারশিপ দেওয়া হয়। পাঁচটি বিশেষ ক্ষেত্রের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। যথা-
১) একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য
২) সাধারণ স্নাতক স্তরের জন্য, B.A, B. Sc, B.Com কোর্স
৩) প্রফেশনাল স্নাতক কোর্সের জন্য, B.Tech, MBBS, BBA, BCA, B.Arch, নার্সিং, BA-LLB, ফ্যাশন কোর্স ইত্যাদি
৪) প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য, ক্লাস ১১, ১২, স্নাতক, ডিপ্লোমা, আইটিআই পড়ুয়াদের জন্য
৫) প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং নেওয়ার জন্য, JEE, NEET, NIFT, CLAT ইত্যাদি পরীক্ষার জন্য
রূপশ্রী প্রকল্পে আবেদন করুন এবং পেয়ে যান এককালীন ২৫,০০০ টাকা
HDFC বাড়তে কদম স্কলারশিপের মাধ্যমে কত টাকা করে দেওয়া হয়?
১. একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি বছরে ১৮,০০০ টাকা করে দেওয়া হয়।
২. সাধারণ স্নাতক কোর্সের পড়ুয়াদের বার্ষিক ৩০,০০০ টাকা করে দেওয়া হয়।
৩. প্রফেশনাল স্নাতক কোর্সের ছাত্রছাত্রীদের বার্ষিক ১ লক্ষ টাকা করে দেওয়া হয়।
৪. প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের একাদশ-দ্বাদশ শ্রেণীতে বার্ষিক ২৪,০০০ টাকা, সাধারণ স্নাতক কোর্সে প্রতিবছর ৪০,০০০ টাকা, প্রফেশনাল স্নাতক কোর্সের জন্য বার্ষিক ১ লক্ষ টাকা করে স্কলারশিপ দেওয়া হয়।
৫. প্রতিযোগিতা মূলক পরীক্ষার কোচিং নেওয়া শিক্ষার্থীদের এই স্কলারশিপের মাধ্যমে সর্বোচ্চ ৭২,০০০ টাকা করে দেওয়া হয়।
কারা HDFC বাড়তে কদম স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন?
১. ভারতবর্ষের কোনো স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে হবে।
২. একাদশ-দ্বাদশ শ্রেণী, সাধারণ স্নাতক কোর্স, প্রফেশনাল স্নাতক কোর্স এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষার কোচিং নেওয়া ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
৩. আগের পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
৪. পরিবারের বার্ষিক ইনকাম ৬ লক্ষ টাকার কম হতে হবে।
৫. মেয়েদের এবং যাদের পরিবার সম্প্রতি কোনোরকম দুর্যোগের মধ্য দিয়ে গিয়েছে তাদের এই স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
ATM থেকে টাকা তুলতে গিয়ে টাকা আটকে গেছে অথচ ব্যাংক ব্যালেন্স কেটে নিয়েছে, এমন অবস্থায় কী করবেন
HDFC বাড়তে কদম স্কলারশিপের জন্য আবেদন করতে কী কী লাগবে?
১. পাসপোর্ট সাইজ ফটো
২. আগের পরীক্ষার মার্কশীট
৩. বর্তমান বছরে ভর্তির রিসিপ্ট
৪. ইনকাম সার্টিফিকেট
৫. সরকার কর্তৃক প্রদত্ত পরিচয়ের প্রমানপত্র (ভোটার / আধার / প্যান / ড্রাইভিং লাইসেন্স -এর মধ্যে যে কোনো একটি)
৬. আবেদনকারীর ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স
৭. আবেদনকারীর নিজের / পরিবার কোনো দুর্যোগের মধ্যে দিয়ে গেলে তার প্রমাণপত্র ( যদি থাকে)
কীভাবে HDFC বাড়তে কদম স্কলারশিপের জন্য আবেদন করবেন?
এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে আপনি যে শ্রেণী বা কোর্সের জন্য প্রদত্ত HDFC বাড়তে কদম স্কলারশিপের জন্য আবেদন করতে চান সেটির Apply Now লিংকে ক্লিক করবেন। তারপরে প্রয়োজনীয় সমস্ত তথ্যপূরণ করে উপরোক্ত ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন এবং সবশেষে ফর্মটি সাবমিট করে দেবেন।
আবেদন লিংক – LINK
এই রকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।