আজকে আপনাদের রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প সম্পর্কে আলোচনা করবো যার মাধ্যমে আপনি বছরে ২ লক্ষ টাকা অবধি পেয়ে যেতে পারেন। প্রকল্পটির নাম সমাজ সাথী প্রকল্প। নীচে এই প্রকল্প সম্পর্কে বিশদে আলোচনা করা হলো।
• সমাজ সাথী প্রকল্প কী?
পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের চিকিৎসা সংক্রান্ত সহায়তার উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গের কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কোনোরকম দুর্ঘটনার কবলে পড়লে তার চিকিৎসার জন্য সমাজ সাথী প্রকল্পের মাধ্যমে বছরে সর্বাধিক ২ লক্ষ টাকা অবধি সাহায্য পেতে পারেন। চিকিৎসা বীমার টাকা স্মার্ট কার্ড থেকে কেটে নেওয়া হবে। উল্লেখ্য, এই চিকিৎসা বীমার জন্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কোনো প্রিমিয়াম দিতে হয় না। সমাজ সাথী প্রকল্পের বীমা সম্পূর্ণ বিনামূল্যে সেলফ হেল্প গ্রুপগুলোর সদস্যদের দেওয়া হয়।
• সমাজ সাথী প্রকল্পের মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যায়?
(১) বিনামূল্যে ২ লক্ষ টাকা অবধি চিকিৎসা বীমা পাবেন।
(২) কোনো প্রকার দুর্ঘটনায় মৃত্যু অথবা সম্পূর্ণ বা আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হলে এই বীমার সুবিধা পাবেন।
(৩) দুর্ঘটনার জন্য হাসপাতালে ভর্তি হলে সর্বাধিক ৬০,০০০ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন।
(৪) দুর্ঘটনার জন্য ডে কেয়ার বিভাগের চিকিৎসায় সর্বাধিক ৫,০০০ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন।
(৫) হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় দৈনিক ১০০ টাকা (সর্বাধিক ৩০ দিন পর্যন্ত) করে সাহায্য করা হবে।
(৬) দুর্ঘটনায় মৃত্যু হলে অন্তেষ্টিক্রিয়ার জন্য আরও অতিরিক্ত ২,৫০০ টাকা (২ লক্ষ টাকার উপরে) অবধি সাহায্য পাবেন।
(৭) দুর্ঘটনায় কোনো সদস্যের মৃত্যু হলে তার সন্তানদের পড়াশোনার জন্য আরও ২৫,০০০ টাকা অবধি অর্থ সাহায্য পাবেন।
আবেদন করুন আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপে এবং পেয়ে যান ৬০,০০০ টাকা অবধি
• কারা সমাজ সাথী প্রকল্পের অর্থ সাহায্য পেতে পারেন?
(১) পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা সদস্যারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
(২) উক্ত ব্যক্তি কোনো দুর্ঘটনার কবলে পড়লে চিকিৎসার খরচ বাবদ এই প্রকল্প থেকে সাহায্য পাবেন।
(৩) উক্ত ব্যক্তির বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
• কোন ক্ষেত্রে সমাজ সাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না?
(১) উক্ত ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নিজেকে আঘাত করে থাকলে,
(২) মদ্যপান ও নেশাজনিত কারণে দুর্ঘটনার কবলে পড়লে,
(৩) কোনো অপরাধমূলক কাজকর্মের সাথে জড়িত দুর্ঘটনার শিকার হলে,
(৪) যুদ্ধে আঘাতপ্রাপ্ত হলে,
(৫) পাহাড়ে চড়া, বেলুন দুর্ঘটনা, বিমান চালানোর সময় দুর্ঘটনার মুখে পড়লে,
(৬) বাইক রেসিং করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়লে।
• কীভাবে সমাজ সাথী প্রকল্পের সুবিধা পাবেন?
পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠীর কোনো সদস্য দুর্ঘটনায় আহত হলে তিনি এই প্রকল্পের নথিভুক্ত হাসপাতালগুলোর মধ্যে কোনো একটিতে গেলে তার স্মার্ট কার্ডটি হাসপাতাল কর্তৃপক্ষকে দেবেন। তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার খরচ বাবদ টাকা স্মার্ট কার্ড থেকে কেটে নেবেন। যদি চিকিৎসার খরচ স্মার্ট কার্ডে বরাদ্দ খরচের তুলনায় বেশী হয় তাহলে বাকি টাকা উপভোক্তাকে দিতে হবে।
• সমাজ সাথী প্রকল্পের আওতাভুক্ত হাসপাতালগুলোর তালিকা – Link