আবেদন করুন আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপে এবং পেয়ে যান ৬০,০০০ টাকা অবধি

আজকে আপনাদের সাথে আকর্ষণীয় একটি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করবো। স্কলারশিপটির নাম আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে আবেদনকারী সর্বোচ্চ ৬০,০০০ টাকা অবধি পেয়ে যেতে পারেন। নীচে এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে আলোচনা করা হলো।

• আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপ কী ?
এই স্কলারশিপ আদিত্য বিড়লা ক্যাপিটাল ফাউন্ডেশনের তরফ থেকে দেওয়া হয়। করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে দুর্বল ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়শোনায় সাহায্য করার উদ্দেশ্যেই এই স্কলারশিপ দেওয়া হয়। স্কুল ও কলেজ স্তরের পড়ুয়াদের এই স্কলারশিপ প্রদান করা হয়।

• আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপের মাধ্যমে কতো টাকা করে দেওয়া হয় ?
দুটি স্তরে এই স্কলারশিপ প্রদান করা হয়।

(ক) বিদ্যালয় স্তরের স্কলারশিপ:-
প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের এককালীন ২৪,০০০ টাকা এবং নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের এককালীন ৩০,০০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হয়।

(খ) কলেজ স্তরের স্কলারশিপ:-
সাধারণ স্নাতক কোর্সের ছাত্রছাত্রীদের এককালীন ৩৬,০০০ টাকা এবং প্রফেশনাল স্নাতক কোর্সের পড়ুয়াদের এককালীন ৬০,০০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হয়।

বিনামূল্যে আয়ুষ্মান মিত্র পোর্টালে আইডি বানান এবং সাধারণ মানুষকে CSC -এর মতো পরিষেবা দিন

• কারা আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ?
(১) বিদ্যালয় স্তরের স্কলারশিপের জন্য প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন।
(২) কলেজ স্তরের স্কলারশিপের জন্য সাধারণ ও প্রফেশনাল স্নাতক স্তরের পড়ুয়ারা আবেদন করতে পারেন।
(৩) আবেদনকারীকে তার পড়াশোনা চালিয়ে যেতে হবে।
(৪) আবেদনকারীর কোনো অভিভাবক (বাবা/মা) করোনা আক্রান্ত হয়ে মারা গেলে তবেই তিনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
(৫) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার বেশী হওয়া চলবে না।

• আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপের জন্য আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ?
(১) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি
(২) আগের ক্লাসের মার্কশিট
(৩) পরিচয়ের প্রমাণপত্র (Identity Proof)
[ আধার কার্ড / ভোটার কার্ড / প্যান কার্ড / ড্রাইভিং লাইসেন্স -এর মধ্যে যে কোনো একটি ]
(৪) বর্তমান বছরে ভর্তির রিসিপ্ট
(৫) ইনকাম সার্টিফিকেট
(৬) অভিভাবকের ডেথ সার্টিফিকেট
(৭) করোনা আক্রান্ত হয়ে অভিভাবকের মৃত্যুর প্রমানপত্র
[ ডাক্তারের প্রেসক্রিপশন / হাসপাতালের রিসিপ্ট / কোভিড টেস্ট রিপোর্ট / করোনার মেডিক্যাল বিল ইত্যাদি ]
(৮) আবেদনকারীর ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি

• কীভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন ?
এই স্কলারশিপের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে নীচের দেওয়া লিংকে ক্লিক করে আপনি যে স্তরের আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছেন সেটির Apply Now অপশনে ক্লিক করবেন। এরপরে প্রয়োজনীয় সমস্ত তথ্যপূরণ করে উপরোক্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন এবং সবশেষে আপনার অনলাইন আবেদনপত্রটি সাবমিট করে দেবেন।

• আবেদন লিংক – LINK

• আবেদনের সময়সীমা:- এই স্কলারশিপের জন্য অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ১০ ই নভেম্বর, ২০২২ ।

স্কলারশিপ সংক্রান্ত এই রকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Leave a Comment