রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার সকলের তরফে Ration Card বা রেশন কার্ড গ্রাহকদের জন্য অনেক ধরণের সুবিধা সময়ে সময়ে নিয়ে হাজির হয়। সামনেই লোকসভা ভোট থাকার জন্য অনেকেই মনে করছেন সমগ্র দেশবাসীর জন্য কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে কিছু বড় ঘোষণা করা হতে পারে। যার মাধ্যমে তারা নিজেদের গদি আগামী ৫ বছরের জন্য ফের নিশ্চিত করে নিতে পারবে। এই পরিস্থিতিতে যদি কোন নাগরিকের রেশন কার্ড না থাকে তাহলে তাকে অতি শীঘ্রই এই কাজটি সম্পন্ন করে নেওয়া উচিত।
Ration Card Holders Get More Benefits From Central Government.
এক পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে রেশন কার্ড বা Ration Card গ্রাহকদের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে এবং এই সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। সকল আমজনতার কাছে রেশন কার্ড (Ration Card In India) এর অনেক গুরুত্ব আছে। কারণ এখনো আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যাদের বাড়ির উননে ভাতের হাড়ি রেশন দোকান (Ration Shop) থেকে চাল আনার পরে চাপে। এই জন্য আমাদের দেশে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (Pradhanmantri Garib Kalyan Anna Yojana) এর মাধ্যমে ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে চাল গম দেওয়া হবে।
কিন্তু এত কিছু করার মূল উদ্দেশ্য হল যেই সকল গরিব মানুষদের দরকার সেই সকল মানুষেরা যাতে নিজেদের প্রাপ্য খাদ্যসামগ্রী এই রেশন দোকানের মাধ্যমে পান। এখন সকল রেশন কার্ড (Ration Card) গ্রাহকদের জন্য বিনামূল্যে চাল (Rice), গম (Wheat), তেল (Oil), নুন (Salt), চিনি (Sugar), দেওয়া হয়ে থাকে। কিন্তু এই সকল কিছু ছাড়াও নির্দিষ্ট কিছু রেশন গ্রাহকদের অতিরিক্ত খাদ্য সামগ্রী প্রতিমাসেই দেওয়া হয়ে থাকে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
রেশন কার্ড গ্রাহকদের এই নিয়মটি মানতে হবে শীঘ্রই।
কিন্তু সরকারের তরফেও সকল দেশবাসীর উদ্দেশ্যে এই রেশন দোকানের (Ration Shop) মাধ্যমে অনেক খাদ্যসামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়ে থাকে এবং যেই সকল নাগরিকেরা এখনো পর্যন্ত তাদের Ration Card তৈরি করেননি তারা এখনই এই কার্ডটি বানিয়ে ফেলুন যার মাধ্যমে আপনারা ভবিষ্যতে সরকারের তরফে কোন প্রকারের নতুন সুবিধা (Ration Card New Benefits) দেওয়া হয়।
তাহলে যাতে আপনারা এই সকল সুবিধা পান এবং এর মাধ্যমে সরকারের তরফেও জনগণনা করতে সুবিধা হবে বলে মনে করছেন অনেকে। প্রতি ১০ বছর অন্তর সরকারের তরফে জনগণনা করা হয়ে থাকে, কিন্তু ২০২১ সালে করোনা মহামারী থাকার জন্য এই কাজটি করা সম্ভব হয়নি। আর এই জরুরি নথির (Ration Card) জন্য সরকারের এই কাজটি করতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।