PM Mandhan Yojana – এই সরকারি প্রকল্পে অতিরিক্ত ৩ হাজার টাকা পাবেন সকলে, টাকা কবে ঢুকবে দেখে নিন।

সরকারের তরফে নাগরিকদের জন্য খুশির খবর নিয়ে আসা হয়েছে (PM Mandhan Yojana). এখন থেকে এই সরকারি প্রকল্পে সকলে অতিরিক্তি ৩ হাজার টাকা করে পাবেন, এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। আজকে আমরা কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা (PM Maandhan Yojana) সম্পর্কে আলোচনা করতে চলেছি। ১২ ই সেপ্টেম্বর ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে এই প্রকল্পের সূচনা করেন দেশের সকল অন্নদাতা অর্থাৎ কৃষকদের উদ্দেশ্যে।

This Govt Scheme (PM Mandhan Yojana) Gives You 3k Pension Per Month After 60 Years Of Age.

এই প্রকল্পের মাধ্যমে দেশের সকল কৃষকদের যাদের (২ হেক্টর জমি আছে) এটি একটি পেনশন যোজনা, এর মাধ্যমে ৬০ বছর বয়সের পর কৃষকদের নুন্যতম ৩ হাজার টাকা করে মাসিক পেনশন দেওয়া হবে। কিন্তু এই প্রকল্পের (PM Mandhan Yojana) সুবিধা পাওয়ার জন্য প্রত্যেক কৃষকদের প্রতিমাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত পেনশন তহবিলে জমা রাখতে হবে। তবেই ৬০ বছর বয়সের পর থেকে এই সুবিধা পাওয়া যাবে।

PM Manndhan Yojana কারা এই সুবিধা পাবেন (Govt Scheme):-
১) ২ হেক্টর পর্যন্ত জমি আছে সেই সকল কৃষকেরা এই সুবিধা পাবেন।
২) ১৮ – ৪০ বছরের মধ্যে সকলকে আবেদন করতে হবে।
৩) ৬০ বছর বয়সের পরে সকলে ৩ হাজার টাকা করে পেনশন পাবে।

৪) কৃষক ও কৃষকের স্ত্রীর মৃত্যু হয়ে গেলে নমিনিকে পেনশন দেওয়া হবে।
৫) CSC সেন্টার এর মাধ্যমে সকল কৃষকেরা এই আবেদন করতে পারবেন।
PM Mandhan Yojana আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ-
১) এই প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক।

২) বয়সের শংসাপত্র।
৩) চাষের জমির শংসাপত্র।
৪) ব্যাংক অ্যাকাউণ্ট থাকা বাধ্যতামূলক।
৫) মোবাইল নম্বর থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে।

৬) বর্তমানের পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে।
৭) CSC সেন্টারে গিয়ে এই সকল নথি জমা করলেই আপনারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে যাবেন।
৮) এই PM Mandhan Yojana টি শুধুমাত্র কৃষকদের জন্য।
৯) প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগে কৃষকের মৃত্যু ঘটলে তার স্ত্রী এই প্রকল্প চালিয়ে যেতে পারবেন।
১০) এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউণ্ট লিঙ্ক থাকতে হবে।

Madhyamik Exam 2023 – মাধ্যমিক পরীক্ষায় সবাই পাশ? প্রশ্ন ভুলে সবাই পুরো নম্বর পাবে, কত নম্বর বেশি পাবেন?

কেন্দ্রীয় সরকারের এই প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা সম্পর্কে (PM Mandhan Yojana) আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

কেন্দ্রীয় সরকারের সেরা ৫ টি প্রকল্প, একটিতে আবেদন করে পেয়ে যান ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা।

Leave a Comment