সোনা (Gold) আর সোনার গয়না (Gold Ornaments) সকলের পছন্দের হয়। আর এই জন্য সোনার দাম (Gold Rate) নিয়ে সকলের একটা জানার কৌতূহল থেকেই যায়। আর বিগত কিছু দিন ধরে এই সোনালি ধাতুর দাম (Gold Price Today) অনেকটাই কমে গেছিলো বাজেট ঘোষণার পর, কিন্তু বিগত কিছুদিন ধরে এই দাম ফের একবারের জন্য ওঠা নামা করছে।
24 Carat 22 Carat Gold Rate Today.
জুলাই মাসে তীব্র গরমের প্রভাব কাটিয়ে আগস্ট মাসে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্যবাসী। অপর দিকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, এখন শুরু হয়েছে শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসে অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয়ে থাকে। কথায় বলে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ প্রায় প্রতিটি মাসেই বাঙালির কোনো না কোনো পার্বণ লেগেই থাকে। আর বাঙালিদের অনুষ্ঠানে সোনার গয়না (Hallmark Gold Rate) থাকা এককথায় আবশ্যক।
আজকে সোনার দাম কমলো না বাড়ল?
আর এই প্রতিটি পার্বণে বাঙালি শাড়ি এবং গয়না কিনতে অত্যন্ত পছন্দ করেন। তাই এই পবিত্র শ্রাবণ মাসেও বাঙালি সোনার গয়না কিনে থাকবেন বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি, বাঙালিদের মধ্যে অনেকেই নিজের প্রিয় মানুষকে অনেক সময় সোনার গয়না উপহার দিয়ে থাকেন। এর আগে, আষাঢ় মাসে বেশ কিছু দিন ধরে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলেন সোনা ক্রেতা ও বিক্রেতা অনেকেই। তবে এবার ফের একবার সোনার দাম বৃদ্ধি (Gold Rate) পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে সোনা ক্রেতা ও বিক্রেতা সকলেরই।
আজ সোনার দাম কত?
- ১৮ ক্যারেট সোনার বাটের দাম ১ গ্রামে ৫৩০২ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৫৩০২০ টাকা।
- ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১ গ্রামে ৭০৬৯ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৭০৬৯০ টাকা।
- ২২ ক্যারেট হলমার্ক সোনার বাটের দাম ১ গ্রামে ৬৪৮০ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬৪৮০০ টাকা।
গতকাল সোনার দাম কত ছিল?
1) গতকাল ১৮ ক্যারেট সোনার বাটের দাম ছিল ১০ গ্রামে ৫২৭৮০ টাকা।
2) আজ সোনার বাটের দাম ১৮ ক্যারেট ১০ গ্রামে ৫৩০২০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে ১৮ ক্যারেট সোনার বাটের দাম ২৪০ টাকা বেড়েছে।
3) গতকাল পাকা সোনার বাটের দাম (Gold Rate) ছিল ২৪ ক্যারেট ১০ গ্রামে ৭০৩৬০ টাকা।
4) আজ পাকা সোনার বাট ২৪ ক্যারেট ১০ গ্রামে ৭০৬৯০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দাম ৩৩০ টাকা বেড়েছে।
5) গতকাল হলমার্ক সোনার গয়নার দাম (Gold Rate) ছিল ২২ ক্যারেট ১০ গ্রামে ৬৪৫০০ টাকা।
6) আজ হলমার্ক সোনার গয়নার দাম ২২ ক্যারেট ১০ গ্রামে ৬৪৮০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে হলমার্ক সোনার বাটের দাম ৩০০ টাকা বেড়েছে।
গতকাল ও আজকের রুপোর দাম
1) রুপোর দাম প্রতি কেজি বাটে ৮৬৫০০ টাকা।
2) বৃহস্পতিবার রুপোর দাম প্রতি কেজি বাটে ছিল ৮৭১০০ টাকা।
3) আজ রুপোর দাম প্রতি কেজি বাটে ৮৬৫০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে রুপোর বাটের দাম কমেছে ৬০০ টাকা।
45 টাকা বিনিয়োগে 25 লাখ রিটার্ন! LIC গ্রাহকদের দারুণ সুযোগ দিচ্ছে
রুপোর মত সোনার দামও কম হলে সোনা কিংবা রুপোর বিক্রি ভালো হবে বলেই আশাবাদী বিক্রেতারা (Gold Rate). পাশাপাশি ক্রেতারাও আগ্রহী স্বল্পদামে সোনা কিংবা রুপো কিনতে। আর এই দামের সঙ্গে মজুরি এবং GST যোগ হয়ে যাওয়ার ফলে এই দাম আরও কিছুটা বৃদ্ধি পায়। আর এই কারণের জন্য আপনারা আগের থেকে এই দাম জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন।
Written by Sampriti Bose.