গতিধারা প্রকল্প ২০২৩ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ২০১৪ সালের আগস্ট মাসে চালু করা হয়েছিল। এই প্রকল্প চালু করার মূল লক্ষ্য ছিল রাজ্যের সকল প্রান্তের নাগরিকদের রোজগার সুনিশ্চিত করা। রাজ্য সরকারের তরফে সকল বেকার কর্মপ্রার্থীদের আর্থিক সাহায্যের মাধ্যমে স্বনির্ভর করে তোলা। এই প্রকল্পের আওতায় আপনি যে কোনো যানবাহন কিনতে সাহায্য করা হবে।
গতিধারা প্রকল্প ২০২৩ এর সকল সুবিধা সম্পর্কে জেনে নিন।
গতিধারা প্রকল্প ২০২৩ এর অধীনে দেশের সকল সরকারি, বেসরকারি ব্যাংক ও ব্যাংকিং সংস্থা থেকে এই সাহায্যের আবেদন করতে পারবেন। আমাদের আজকের আলোচনাতে আমরা আবেদনের পদ্ধতি, যোগ্যতা নিয়ে আলোচনা করতে চলেছি।
এই রেশন কার্ড থাকলে ২১ কেজি চাল সহ ১৪ কেজি গম পাবেন নাগরিকরা। বিস্তারিত জেনে নিন।
গতিধারা প্রকল্প ২০২৩ আবেদনের যোগ্যতাঃ-
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের নাগরিক হতে হবে।
২) ২০ – ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
৩) SC, ST, OBC দের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাওয়া যাবে।
৪) পরিবারের মাসিক আয় ২৫ হাজার টাকার কম হতে হবে।
৫) রাজ্যের Employeement Bank এ আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে।
গতিধারা প্রকল্প ২০২৩ এর সকল সুবিধাঃ-
১) আপনার কেনা গাড়ির মূল দামের ৩০% টাকা সরকারের তরফে প্রদান করা হবে।
২) সবচেয়ে বেশি ১ লক্ষ টাকার কাছাকাছি আর্থিক সাহায্য পাবেন।
৩) এই প্রকল্পের অধীনে গাড়ি কিনলে পারমিট পেতে সুবিধা পাওয়া যাবে।
গতিধারা প্রকল্প ২০২৩ আবেদনের প্রয়োজনীয় নথিপত্রঃ-
১) আবেদনপত্র ফিল আপ করা।
২) নিজের আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
৩) বয়স ও ঠিকানার প্রমানপত্র।
৪) নিজের নামে ব্যাংক অ্যাকাউণ্ট থাকতে হবে।
৫) রঙিন পাসপোর্ট সাইজ এর ছবি।
৬) ড্রাইভিং এর প্রমানপত্র।
গতিধারা প্রকল্প ২০২৩ আবেদনের পদ্ধতিঃ-
১) অনলাইনে এই প্রকল্পের লিঙ্ক আপনাকে ডাউনলোড করে নিতে হবে।
২) www.transport.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে গতিধারা প্রকল্পের তিনটি ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৩) এই ফর্ম ফিলাপ করে নিজের পার্শ্ববর্তী কোন RTO তে গিয়ে জমা করতে হবে। পারমিট পাওয়ার জন্য।
PM Kisan প্রকল্পে 14 কোটি গ্রাহকের একাউন্টে টাকা ঢোকা শুরু। কারা আগে পাবেন?
৪) নির্ভুলভাবে এই ফর্ম ফিল করতে হবে।
৫) কোন ধরণের ভুল হলে আবেদন বাতিল হতে পারে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।