লোকসভা নির্বাচন চলাকালীন ভোটার কার্ডে (Voter ID Card) নিজের পুরোনো ছবি বদল করতে পারবেন গ্রাহকেরা। যে সকল ব্যক্তি এতদিন পর্যন্ত ভোটার কার্ডে তাদের ছবি পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য এটি একটি অত্যন্ত সুখবর বলা যায়। সামনেই লোকসভা নির্বাচন। এখন ১৮ বছর বা তার বেশি বয়সী যে কোনো ব্যক্তি ভোটার আইডি কার্ডের মাধ্যমে ভোট দিতে পারেন।
Voter ID Card Old Photo Change Online Process.
এই কার্ডটি দেশের নাগরিকত্ব সনাক্তকরণ হিসাবে গুরুত্বপূর্ণ প্রমাণপত্র। আধার কার্ডের পাশাপাশি ভোটার আইডি কার্ডও থাকা বাধ্যতামূলক। সেই সঙ্গে ভোটার কার্ড আপডেট করাও জরুরি। কোনো ব্যক্তি যদি তার ভোটার কার্ডে থাকা ছবি নিয়ে সন্তুষ্ট না হন আর এটা পরিবর্তন করার জন্য মুখিয়ে রয়েছেন রীতিমতো তাহলে এর জন্য তাকে আর কোথাও ছুটোছুটি করার দরকার নেই।
খুব সহজেই ভোটার কার্ডে (Voter ID Card) থাকা ছবি বদলাতে পারবেন গ্রাহকেরা। আর আধার কার্ড ও পান কার্ডের মতই Voter ID Card একটি অতি গুরুত্বপূর্ণ নথিপত্রের মধ্যে অন্যতম। আর এই কার্ড না থাকলে ভোট দেওয়া তো দূর অনেক ধরণের জরুরি কাজও করতে পারেন না অনেকে। তাহলে এবারে এই কার্ডে নিজের পুরনো ছবি কিভাবে বদলাবেন? সেই সম্পর্কে জেনে নিন।
Voter ID Card Photo Change Online Process
১) ভোটার আইডি কার্ড থেকে ছবি বদলাতে হলে আগে গ্রাহককে রাজ্যের ভোটার সার্ভিস পোর্টালে সবার প্রথমে যেতে হবে।
২) এখানে ভোটার তালিকার অপশন দেখতে পাবেন গ্রাহকরা যেখানে ক্লিক করে সংশোধন অপশন সিলেক্ট করতে পারবেন গ্রাহকেরা।
৩) এখানে গ্রাহকরা Form 8 পাবেন যেখানে গ্রাহককে নাম, ফটো আইডির মতো তথ্য সরবরাহ করতে হবে।
৪) এখান থেকে ফটোগ্রাফ অপশনে ক্লিক করে বিস্তারিত পূরণ করতে হবে।
৫) এরপরে, গ্রাহককে তার পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে (Voter ID Card).
এবার লক্ষ্মীর ভান্ডারে 3000 টাকা করে! ঘোষণার পর কি জানালো পশ্চিমবঙ্গ সরকার?
এই ৫টি ধাপ অনুসরণ করার পর গ্রাহকেরা খুব সহজেই তার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন। শুধু ছবি নয়, ঘরে বসেই বাড়ির ঠিকানা, ভোটার আইডিতে নামের মতো ভুলও শুধরে নিতে পারবেন। এর জন্য গ্রাহককে অবশ্যই যে রাজ্যে থাকেন সেই রাজ্যের ভোটার সার্ভিস পোর্টালে যেতে হবে। তাই আর দেরি না করে ইচ্ছুক গ্রাহকদের অতি দ্রুত Voter ID Card ছবি পরিবর্তনের জন্য আবেদন করে ফেলুন।
Written by Sampriti Bose.
ই শ্রম কার্ডে টাকা ঢোকা শুরু হল। সকলে পাচ্ছে 3000 টাকা। আপনি কি পেলেন?