রাজ্যের সকল নাগরিকদের উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে এই Swasthya Sathi কার্ডের সূচনা করা হয়েছিল। ৩০ শে ডিসেম্বর ২০১৬ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শুভ সূচনা করেন। এই কার্ডের মাধ্যমে পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে চিকিৎসার জন্য খরচা দেওয়া হবে। একটি কার্ডেই পরিবারের সকলেই চিকিৎসার খরচ পাবেন। বর্তমানে এক সরকারি পরিসংখ্যান অনুসারে Swasthya Sathi প্রকল্পে রাজ্যের ২ কোটি ৩০ লক্ষ পরিবার অন্তর্ভুক্ত হয়েছে। পরিবারের সবচেয়ে বয়স জ্যেষ্ঠ মহিলার নামে এই কার্ড তৈরি করতে হবে, এই নিয়মটি বাধ্যতামূলক। রাজ্য ও ভিন রাজ্য মিলিয়ে ২,২০০ র বেশি হসপিটালে এই চিকিৎসা পরিষেবা আপনারা পাবেন। রাজ্যের ৯০% নাগরিক এই প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত।
Swasthya Sathi কার্ডের নতুন কিছু তথ্য সুযোগ, সুবিধা।
পশ্চিমবঙ্গের নাগরিকদের জীবন কল্যাণময় করে তোলার জন্য রাজ্য সরকারের তরফে – স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রুপশ্রী, বিধভা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কিষান ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সকল প্রকল্প চালু করা হয়েছে। এই সকল কিছুর মধ্যে Swasthya Sathi অন্যতম। এই স্বাস্থ্য সাথী কার্ড যেই সকল মহিলার কাছে আছে তারাই শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে টাকা পাবেন বলে সরকারের তরফে সিদ্ধান্ত জানানো হয়েছিল।
রাজ্যের কিছু নাগরিকদের মত অনুসারে লক্ষ্মীর ভাণ্ডার হল মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা এক অন্যতম প্রকল্প। হ্যাঁ অবশ্যই সেটা কিন্তু আমরা সকলে প্রাচীনকাল থেকে শুনে ও জেনে আসছি যে “স্বাস্থ্যই সম্পদ”। আর রাজ্যের নাগরিকদের এই স্বাস্থ্য রক্ষার জন্যই মুখ্যমন্ত্রীর তরফে এই Swasthya Sathi প্রকল্পের সূচনা করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা অনেকেই এই স্বাস্থ্যসাথী কার্ডের সঠিক সুবিধা সম্পর্কে জানি না। আজকের আলোচনায় আমরা জানতে চলেছি যে আপনারা কিভাবে নিজেদের কার্ডে কতো টাকা আছে জানবেন কি করে।
Swasthya Sathi কার্ডের সুবিধা সম্পর্কে জেনে নিনঃ-
১) Google Play Store থেকে আপনাকে Swasthya Sathi অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
২) আপনাকে URN – Unique Reference Number অর্থাৎ নিজের Swasthya Sathi কার্ডের নাম্বার লিখে দিতে হবে।
৩) এরপর Show Data অপশনে ক্লিক করতে হবে।
৪) View Balance অপশনে গিয়ে আপনি নিজের বর্তমান কতো টাকা আপনার কার্ডে আছে সেটা দেখতে পারবেন।
৫) এছাড়াও আপনারা কোন হাসপাতালে এই চিকিৎসা হয়, ডাক্তারের তথ্য।
Swasthya Sathi কার্ড সম্পর্কে আরও কিছু তথ্য।
এবার বাড়িতে বসেই আধার কার্ড, এদিক ওদিক না ঘুরে জেনে নিন সহজ উপায়।
৬) ফটো, ভিডিও, হাসপাতালের দূরত্ব সম্পর্কে জেনে নিতে পারবেন।
৭) কোন হাসপাতালে বেড খালি আছে সেই সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন।
৮) হাসপাতালের মোবাইল নম্বরও আপনারা পেয়ে যেতে পারেন এই অ্যাপের মাধ্যমে।
৯) এই সহজ পদ্ধতির মাধ্যমে সকল রাজ্যবাসি স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে সকল তথ্য জেনে নিতে পারবেন।
Swasthya Sathi কার্ডের এই সকল নতুন সুবিধা সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও অনেক ধরণের খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।
Indian Railway – পশ্চিমবঙ্গে 2 দিনের জন্য প্রচুর ট্রেন বাতিল, জেনে নিন কোন কোন ট্রেন বাতিল হয়েছে।