সমগ্র বিশ্ব তথা আমাদের দেশে মূল্যবৃদ্ধি চরমে উঠেছে, এই পরিস্থিতিতে LPG Gas Price অর্থাৎ রান্নার গ্যাসের দামও দিন প্রতিদিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। শুধুমাত্র এই রান্নার গ্যাসই (Cooking Gas) নয় এরই সঙ্গে আরও সমস্ত প্রকারের খাদ্য সামগ্রীর দাম (Food Price Increase) অনেক বৃদ্ধি পেয়েছে। কিছু বিশেষজ্ঞদের মত অনুসারে এই দাম ভবিষ্যতে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সকল মধ্যবিত্তদের মধ্যে একটাই চিন্তা এই রান্নার গ্যাস এর দাম কবে নিয়ন্ত্রণে আসবে?
How To Save LPG Gas Price Using Some Important Tips.
কিন্তু এই সকল চিন্তার মুক্ত হওয়ার কোন ধরণের সদর্থক উত্তর পাওয়া যাচ্ছে না সরকারের (Government Of India) তরফে। এই কারণের জন্য সকল মানুষদের উচিত রান্নার গ্যাস (LPG Gas Price) বুঝে সুঝে ব্যবহার করা, কারণ এই দাম কবে কমবে নাকি কমার বদলে আরও বৃদ্ধি পাবে সেই নিয়ে তর্ক বিতর্ক চরমে উঠেছে। কিছু কিছু বিশেষজ্ঞদের মত অনুসারে উৎসবের মরশুমে এই দাম আরও বৃদ্ধি পাবে বলেই মনে হচ্ছে। এই কারণের জন্য আজকের এই আলোচনাতে আমরা কিছু এমন পদ্ধতি সম্পর্কে জেনে নিতে চলেছি যেই সকল পদ্ধতি বা টিপস মেনে চললে আপনারা রান্নার গ্যাসের (LPG Gas Price) সাশ্রয় করতে পারবেন।
রান্নার গ্যাস (LPG Gas Price) সাশ্রয় করার কিছু পদ্ধতি
- আপনার গ্যাসের পাইপ এর দিকে নজর দিন এবং সতর্ক হন, কারণ অনেক সময় আমরা দেখি আমাদের অসতর্কতার কারণে গ্যাস বেশী খরচা হয় এবং পরে আমাদের খরচা বৃদ্ধি পায়।
- ফ্রিজে রাখা ঠাণ্ডা খাবার আপনারা সঙ্গে সঙ্গে না রান্না করে কিছুক্ষণ বাদে রান্না করতে পারেন।
- সব খাওয়ার ঢেকে ঢেকে রান্না করা উচিত এর ফলে রান্নার গ্যাস (HP LPG Cooking Gas) বাঁচবে।
- প্রেসার কুকার এর ব্যবহার বেশী পরিমাণে করুন, এতে আপনার সময় ও গ্যাস (Indane LPG Cooking Gas) দুই বাঁচবে।
LPG Gas Price নিয়ে আরও কিছু বিস্তারিত তথ্য
১) নিজের ওভেনের (Gas Oven) বার্নার সব সময় পরিষ্কার রাখবেন।
২) এর ফলে আগুন ভালো করে ধরবে এবং আপনাদের সুবিধা হবে।
৩) প্রয়োজন অনুসারে জলের ব্যবহার করুন।
৪) সুবিধা ইলেকট্রিক কুকার, রাইস কুকার, মাইক্রোওভেন এই সকল উপকরণের ব্যবহার বৃদ্ধি করুন যার মাধ্যমে আপনাদের ভবিষ্যতে দারুণ (LPG Gas Price) সাশ্রয় হওয়া নিশ্চিত।
৫) তামা ও ষ্টীলের বাসনের বেশী পরিমাণে ব্যবহার করুন, এর মাধ্যমে খুব সহজেই আপনার রান্না হয়ে যাবে।
৬) রুটি বানানোর জন্য অনেক সময় লাগে এর জন্য আপনারা রোটি মেকার (Roti Mekar) ও ভাত রান্না করার জন্য রাইস কুকার (Rice Cooker) কিনে নিতে পারেন।
৭) এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে গ্যাসের দাম দিয়ে নিজেদের খরচের পরিমাণ কমাতে পারবেন।
৮) একটি কথা আমাদের সকলের মনে রাখা উচিত যে আমরা যত সতর্ক থাকব ততই আমাদের নিজেদের সুবিধা হবে (LPG Gas Price) এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই প্রাকৃতিক সম্পদ আমরা বাঁচিয়ে রাখতে পারব।
ICICI Bank Recruitment – উচ্চমাধ্যমিক পাশে ব্যাংকে স্থায়ী চাকরির সুযোগ, কারা আবেদন করতে পারবেন?