আগামী ১৪ ই মার্চ থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে HS Exam 2023। আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরেই শিক্ষার্থী জীবনের দ্বিতীয় সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসতে চলেছে সকল ছাত্র – ছাত্রীরা। কিন্তু মনের দিক থেকে জিতে গেছি ভাবলে জিতব আর হেরে যাব ভাবলে হারব। তাই সর্বদা জেতার মানসিকতা রেখে পরিক্ষা দেওয়া উচিত। নিজের ওপর ভরসা রেখে সব সময় পরীক্ষাতে বসা উচিত।
HS Exam 2023 পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার কিছু উপায়।
WBCHSE – West Bengal Council Of Higher Secondary Education অর্থাৎ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এর তরফে HS Exam 2023 কে বিনা কোন সমস্যা ছাড়া সম্পন্ন করার উদ্দেশ্যে নানান ধরণের পদক্ষেপ ও নিয়ম ঘোষণা করেছে। এই সকল নিয়ম গুলি সম্পর্কে সকলকে পরীক্ষার আগে জেনে রাখা প্রয়োজন, সর্বপ্রথম নিয়মগুলি দেখে নেওয়া যাক।
HS Exam 2023 এর নিয়মাবলীঃ-
১) সকাল ১০ টা থেকে এই পরীক্ষা চালু হবে এর মধ্যে সকলকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।
২) ১০ টা থেকে ১.১৫ পর্যন্ত পরীক্ষা চলবে।
৩) মনে করে সকল পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড নিয়ে কেন্দ্রে যেতে হবে।
৪) সময় শেষ না হওয়া পর্যন্ত কাউকেই পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরোতে দেওয়া হবে না।
৫) কোন ধরণের ইলেকট্রিক সামগ্রী অর্থাৎ মোবাইল, ঘড়ি, ল্যাপটপ ইত্যাদি সকল জিনিস নিয়ে যাওয়া যাবে না।
HS Exam 2023 কিছু গুরুত্বপূর্ণ টিপস ও সিলেবাসঃ-
১) ২০২৩ সালে সম্পূর্ণ সিলেবাসে এই পরীক্ষা হতে চলেছে। তাই কোন রকম ভাবেই কোন অধ্যায় বাদ দেওয়া চলবে না।
২) প্রত্যেক অধ্যায় গুলিকে কমপক্ষে ৩ বার পরে নিতে হবে, এর ফলে অধ্যায় সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব।
৩) সহায়িকা বইয়ের সারাংশ ভালো করে পরে নিতে হবে।
৪) কোন প্রশ্ন বুঝতে না পারলে লিখে রেখে নিজের শিক্ষককে জিজ্ঞাসা করে নিতে হবে।
৫) টেস্ট পেপারের ওপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
৬) বিগত কিছু বছরের প্রশ্ন একবার খুঁটিয়ে দেখে নেওয়া ভালো হবে। কিন্তু ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন থেকে কমন পাওয়া যাবে বলে মনে হয় না।
৭) অল্পতেই বোঝা যায় আসলে কি, সেই জন্য প্রথমে মনোযোগ দিয়ে পুরো প্রশ্ন পত্র পরে নেওয়ার প্রয়োজন।
৮) একই জিনিস একাধিকবার অনুশীলন প্রয়োজন।
৯) পরীক্ষা হলে সময় খেয়াল রেখে সকল প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন।
১০) প্রশ্ন বিচিত্রা বইয়ের সাহায্য নিয়ে আগেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেওয়া প্রয়োজন।
১১) পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রাপ্ত নমুনা পত্র অনুশীলন করা উচিত।
১২) www.wbchse.wb.gov.in এই ওয়েবসাইটে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক রুটিন ডাউনলোড করে নিতে হবে, কোন সোশ্যাল মিডিয়াতে দেওয়া রুটিনে বিশ্বাস না করাই শ্রেয়।
১৩) সম্পূর্ণ সিলেবাস নিয়ে কোন রকমের সন্দেহ থাকলে www.school.banglarsiksha.gov.in এই ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে হবে।
১৪) পরীক্ষার কিছুদিন আগে থেকে সম্পূর্ণ পড়াশুনার দিকে মন দিতে হবে।
১৫) নিজের বিদ্যালয়ের কিছু অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকার দ্বারা
HS Exam 2023 এর রুটিন জেনে নিনঃ-
১) ১৪/০৩/২০২৩ – বাংলা।
২) ১৬/০৩/২০২৩ – ইংরাজি।
৩) ১৭/০৩/২০২৩ – ভোকেসানাল বিষয় এছাড়াও বাকি সকল বিষয়।
৪) ১৮/০৩/২০২৩ – বায়োলজি, বিজনেস স্টাডি, রাষ্ট্রবিজ্ঞান।
৫) ২০/০৩/২০২৩ – গণিত, ইতিহাস, মনবিজ্ঞান।
৬) ২১/০৩/২০২৩ – শারীরশিক্ষা, গান – বাজনা, পরিবেশ, কম্পিউটার বিজ্ঞান।
৭) ২২/০৩/২০২৩ – দর্শন বিদ্যা, Commercial Law.
৮) ২৩/০৩/২০২৩ – পুষ্টি বিজ্ঞান, পদার্থ বিদ্যা, হিসেব বিজ্ঞান।
৯) ২৪/০৩/২০২৩ – অর্থনীতি।
১০) ২৫/০৩/২০২৩ – রসায়ন বিদ্যা, সাংবাদিকতা, সংস্কৃত।
১১) ২৭/০৩/২০২৩ – ভূগোল, খরচ ও কর বিদ্যা।
আরও বিস্তারিত তথ্য জানার জন্য পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। এই সামান্য কিছু টিপস ও নিয়ম মেনে চললে, আপনারা সকলেই পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করতে পারবেন। এছাড়াও সকল উচ্চমাধ্যমিক ২০২৩ এর পরীক্ষার্থীদের জন্য অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন রইল এবং আমরা PB Tech News এর সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করার সঙ্গে আজকের এই আলোচনা শেষ করছি। ধন্যবাদ।