যেই সকল ছেলে মেয়েরা চাকরির (Job) সন্ধান করছিলেন তাদের জন্য ICICI Bank Recruitment বা ব্যাংকে চাকরির দারুণ সুযোগ পেতে চলেছেন সকলে। ICICI (Industrial Credit And Investment Corporation Of India) হল আমাদের দেশের প্রথমসারির বেসরকারি ব্যাংক (Private Bank) গুলির মধ্যে অন্যতম, শুধুমাত্র এই নয় কিছু কিছু পরিসংখ্যান অনুসারে এই ব্যাংক দ্বিতীয় বা তৃতীয় স্থানে অবস্থান করছে সকল সরকারি ও বেসরকারি ব্যাংকের মধ্যে।
ICICI Bank Recruitment Full Process To Apply.
আজ থেকে ২৯ বছর আগে ৫ ই জানুয়ারি ১৯৯৪ সালে ভারতের আর্থিক রাজধানী (Financial Capital Of India) মুম্বাইতে (Mumbai) এর স্থাপনা করা হয়েছিল। ভারতের প্রথম তিনটি ব্যাংকের মধ্যে একটি হওয়ার জন্য এই ব্যাংকে প্রায় কয়েক কোটি মানুষের অ্যাকাউণ্ট (Saving Account) রয়েছে। আর এই বিশাল সংখ্যক গ্রাহকদের (Customers) বিশ্বমানের পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে কর্মী নিয়োগ (ICICI Bank Recruitment) করতে চলেছে, আগামী ২০ সে জুলাই ২০২৩ পর্যন্ত আপনারা এই আবেদন করতে পারবেন।
এইবারের নিয়োগে (ICICI Bank Recruitment) Relationship Officer এর জন্য কর্মী নিয়োগ করা হবে এবং পশ্চিমবঙ্গের সকল জেলার ছেলে মেয়েরা উভয় নিয়োগে অংশগ্রহণ করার জন্য আবেদন করতে পারবেন। ১৮ থেকে ৩৬ বছর বয়সের মধ্যে সকলে এই আবেদন করতে পারবেন। আজকে আমরা আবেদনের সকল তথ্য সম্পর্কে বিস্তারিত জেনে নেব।
ICICI Bank Recruitment আবেদনের যোগ্যতা
- এই আবেদনের জন্য সকলকে উচ্চমাধ্যমিক পাশ (HS Pass) অবশ্যই হতে হবে।
- এই নিয়োগটি পশ্চিমবঙ্গে করা হবে সেই জন্য পশ্চিমবঙ্গের (West Bengal) সকল চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
- ১৪ হাজার টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত আপনারা এই কাজের মাধ্যমে মাসিক রোজগার করতে পারবেন।
ICICI Bank Recruitment আবেদনের পদ্ধতি ও নথিপত্র
১) উচ্চমাধ্যমিকের মার্কসিট, আধার কার্ড, প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র, রঙিন ফটো লাগবে।
২) এছাড়াও আগে কোন কাজে অভিজ্ঞতা থাকলে তার প্রমাণ আপনারা রাখতে পারবেন।
৩) অনলাইনের মাধ্যমে আপনারা এই আবেদন করতে পারবেন।
৪) NCS (National Carrier Service) এ গিয়ে আপনাদের নিজের নামে অ্যাকাউণ্ট বানিয়ে নিতে হবে।
৫) এরপরে আপনারা ICICI Bank Recruitment এর জন্য আবেদন করতে পারবেন।
৬) অনলাইনে ফর্ম ফিলাপের মাধ্যমে আপনাদের এই আবেদন করতে হবে।
৭) আপনাদের সকল তথ্য নির্ভুলভাবে দিয়ে দিতে হবে।
৮) এরই সঙ্গে সকল নথির PDF ফাইল আপলোড করতে হবে।
ICICI Bank Recruitment এর পদ্ধতি ও নিয়ম
১) নথিপত্র যাচাই এর মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে।
২) এই আবেদনের জন্য কোন মুল্য দিতে হবে না।
৩) কিন্তু যদি কেউ আপনাদের থেকে এই কাজ দেওয়ার জন্য টাকা চায় তাহলে আপনারা সেই ফাঁদে পা দেবেন না।
৪) মনে রাখবেন টাকা দেওয়ার মাধ্যমে কোন কাজ পাওয়া যায় না, যোগ্যতাই শেষ কথা বলে।
Old Coin Sell – আপনার কাছে এই ছবি দেওয়া 2 টাকার কয়েন আছে? থাকলে সঠিক ক্রেতা সম্পর্কে জানুন।