লোকসভা নির্বাচনের আগেই এবার আরো ২০০ টাকা কমতে চলেছে রান্নার এলপিজি গ্যাসের দাম (LPG Cylinder Price). সম্প্রতি সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়!!! আর এখবর সামনে আসতেই মিশ্র প্রতিক্রিয়া আমজনতার। মূলত বিগত বেশ কিছু দিন ধরে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারের (Central Government) বিরুদ্ধে সরব হয়েছিল দেশের সাধারণ জনগণ থেকে প্রায় সমস্ত রাজনৈতিক দল গুলি।
Domestic LPG Cylinder Price Drop Again.
কিন্তু, এরপর গত বছর রাখি বন্ধন উৎসবের সময় রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price) কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। মূলত গত ৩০ আগস্ট থেকে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দামের (LPG Gas Price) পরিবর্তন করা হয়। সেই সময় প্রতিটি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো হয়েছিল। তার ফলে কলকাতার বাজারে যে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম (LPG Gas Subsidy) ১১০০ টাকার কাছাকাছি ছিল তা কমে ৯০০ টাকার কাছাকাছি চলে আসে।
তারপর থেকে বাণিজ্যিক গ্যাসের দাম ওঠানামা করলেও এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে রান্নার গ্যাসের মূল্য (LPG Cylinder Price). এমতাবস্থায় সম্প্রতি এক জনসভায় এসে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, গ্যাসের দাম দুইশো টাকা কমিয়েছে কেন্দ্র সরকার (Government Of India). লোকসভা নির্বাচনের পূর্বে আরও দুইশ টাকা কমাতে পারে বিজেপি সরকার।
মুখ্যমন্ত্রী আমজনতার উদ্দেশ্যে আরও বলেন, ভোটপর্ব মিটে গেলে আবার রান্নার গ্যাসের মূল্য চড়চড়িয়ে বৃদ্ধি পাবে। এখন এলপিজি সিলিন্ডারের দাম কমলেও পরবর্তীতে তা হুড়মুড়িয়ে বাড়বে। তখন রান্নার গ্যাসের দাম গ্যাস বেলুনের মতো হয়ে যাবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে প্রায় প্রতি মাসে বদলাচ্ছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম (LPG Cylinder Price).
পুরনো আধার কার্ডের বদলে এবার নীল আধার কার্ড। ভোটের আগে বড় সিদ্ধান্ত মোদী সরকারের।
সম্প্রতি কেন্দ্রীয় অন্তর্বর্তীকালীন বাজেটের দিনেও অব্যাহত থাকল সেই বদল। ফের দাম বাড়লো বাণিজ্যিক সিলিন্ডারের। যদিও রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price) বৃদ্ধির প্রভাব এখনই পড়ছে না আম জনতার হেঁসেলে। তবে বাড়তে পারে হোটেল রেস্তোরাঁয় খাবারের দাম। ভ্যালেন্টাইন্স সপ্তাহে হোটেল, রেস্তোরাঁয় খাবারের দাম বেড়ে গেলে সেটি আমজনতার জন্য কখনোই সুখকর নয়।
Written by Sampriti Bose.
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মমতার মাস্টার স্ট্রোক। বিনামূল্যে 1 কোটি পরিবার পাবে।