ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয়ের অন্তর্গত Indian Coast Guard অর্থাৎ ভারতীয় উপকূল রক্ষা বাহিনীতে চলতি মাসে কর্মী নিয়োগ হতে চলেছে। ১৮ আগস্ট ১৯৭৮ সালে ভারতের সামুদ্রিক উপকূল রক্ষা বাহিনীর স্থাপনা করা হয়েছিল। এই বাহিনীর মূল কাজ হল দেশের পূর্ব ও পশ্চিম সমুদ্র সৈকতের সকল দ্বীপ ও এই এলাকা দিয়ে চালিত সকল জাহাজের পরিবহণ এর দিকে নজর রাখা।
Indian Coast Guard পদে আবেদনের পদ্ধতি দেখে নিন।
ভারতীয় উপকূল রক্ষা বাহিনীতে মূলত দুটি পদের জন্য আবেদন করা যাবে – নাবিক (জেনারেল ডিউটি) ও নাবিক (ডোমেস্টিক)। আজকের আলোচনাতে আমরা আবেদনের পদ্ধতি, বয়স, বেতন, যোগ্যতা ও আবেদনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে চলেছি। এছাড়াও এই পদের জন্য পরীক্ষা ও শারীরিক সুস্থতার ওপরে নির্ভর করে চাকরি প্রদান করা হবে।
Union Bank Of India – ম্যানেজার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করতে চলেছে।
Indian Coast Guard আবেদনের যোগ্যতাঃ-
১) Nabik (General Duty) পদের জন্য উচ্চমাধ্যমিক ও Nabik (Domestic Branch) মাধ্যমিক পাশ হলে এর জন্য আবেদন করা যাবে।
২) রাজ্যের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে এই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
৩) ১৮ – ২২ বছরের মধ্যে সকল আবেদনকারীর বয়স হতে হবে।
৪) Scheduled Cast ও Scheduled Tribe দের ক্ষেত্রে ৫ বছর ও Other Backward Class দের জন্য ৩ বছর ছাড় দেওয়া হবে। সরকারি নিয়ম অনুসারে।
Indian Coast Guard আবেদনের নথিপত্রঃ-
১) দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণীর মার্কসিট।
২) জাতিগত শংসাপত্র থাকলে তার প্রমানপত্র।
৩) রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
৪) আবেদনকারীর সাদা কাগজে নিজের সই।
৫) বাম হাতের বুড়ো আঙুলের চাপ।
৬) জন্মের প্রমানপত্র।
৭) আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আবেদনের সময় প্রয়োজন পড়বে।
৮) আগের কোন কর্মের অভিজ্ঞতা থাকলে তার প্রমানপত্র।
Indian Coast Guard আবেদনের পদ্ধতিঃ-
১) সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে হবে।
২) www.joinindiancoastguard.cdac.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
৩) প্রথমে নিজেকে রেজিস্টার করে নিতে হবে।
৪) রেজিস্টার করা হয়ে গেলে আপনাকে লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে।
৫) এই লগ ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে নিজের অ্যাকাউণ্ট খুলতে হবে।
৬) এর পরে কোন পদের জন্য আবেদন করতে চাইছেন সেটা সিলেক্ট করে নিতে হবে।
৭) অনলাইন ফর্মে নিজের সকল তথ্য দিয়ে দিতে হবে।
৮) আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, দশম বা দ্বাদশ শ্রেণীর মার্কসিট এর সফট কপি আপনাকে স্ক্যান করে নিতে হবে।
৯) এই সকল নথি আপনাকে নিজের স্ক্যান করা সইয়ের সঙ্গে আপলোড করে দিতে হবে।
১০) SC, ST, OBC প্রার্থী ছাড়া সকল আবেদনকারীদের ৩০০ টাকা করে পরীক্ষার ফিস জমা করতে হবে।
১১) এই টাকা আপনারা UPI, Net Banking বা অন্যান্য পদ্ধতি অবলম্বন করে জমা করতে পারবেন।
১২) আগামী ১৬/০২/২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে। আর দেরি না করে শীঘ্রই আবেদন করুন।
Indian Coast Guard এর বেতন সম্পর্কে কিছু তথ্যঃ-
১) Navik (General Duty) – ২১,৭০০ টাকা বেতন পাওয়ার যাবে।
২) Navik (Domestic Duty) – ২১,৭০০ টাকা বেতন প্রথমে পাওয়া যাবে।
৩) নিয়মের কিছু পরিবর্তন হলে বেতন কাঠামোর পরিবর্তন সম্ভব। সফল চাকরিপ্রার্থীদের চাকরিতে জয়েনের আগে সকল তথ্য জানিয়ে দেওয়া হবে।
একলব্য মডেল স্কুলে 38000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।
এই নিয়ে আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।