নিজেদের অবসর জীবন সুখে ও শান্তিতে কাটানোর জন্য National Pension Scheme এ আপনারা বিনিয়োগ করতে পারেন। এই স্কিম বা প্রকল্পের অন্তর্গত সকল কেন্দ্রীয় সরকারি ও রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং ভালো রিটার্ন পাওয়ার মাধ্যমে নিজেদের অবসর জীবন ভালো ভাবে অতিক্রান্ত করতে পারবে। এই সম্পূর্ণ ব্যবস্থা PFRDA – Pension Fund Regulatory And Development Authority র দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আজ থেকে ১৯ বছর আগে ১ লা জানুয়ারি ২০০৪ সালে এই ন্যাশনাল পেনশন সিস্টেম শুরু করা হয়েছিল।
National Pension Scheme Give Pension Upto 50k Per Month.
এই প্রকল্পের মুখ্য কার্যালয় ভারতের রাজধানী দিল্লীতে অবস্থিত এবং ২০২৩ এর জানুয়ারি মাসের এক পরিসংখ্যান অনুসারে বর্তমানে এই National Pension Scheme প্রায় ১ কোটি ৭০ লক্ষের কাছাকাছি সরকারি চাকরিজীবীরা নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে ২৩ লক্ষ ৬৬ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬০ লক্ষ ৬৩ হাজার রাজ্য সরকারি কর্মচারীরা এই স্কিমের অন্তর্গত।
সারা জীবন পরিশ্রম করার পর অবসর জীবন প্রত্যেকেই চায় ভালো ভাবে কাটাতে। কিন্তু বর্তমানের যুগে টাকা ছাড়া সুখে – শান্তিতে থাকা যায়না, এই কথা মানতে না ইচ্ছা করলেও এটাই চির সত্যি কথা। সেই কারণের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে National Pension Scheme নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে সকলে বিনিয়োগ করে এককালীন অর্থ ফেরত বা পেনশনের মতো সুবিধা পেয়ে থাকেন।
National Pension Scheme এ ২০০ টাকা বিনিয়োগ করার মাধ্যমে ৫০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়ার সুযোগ পাবেন। চাকরি পাওয়ার সময় থেকেই আপনারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে আপনারা অবসরকালে কিভাবে প্রতিমাসে ৫০ হাজার টাকা পর্যন্ত মাসিক আয় করবেন, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
National Pension Scheme কিভাবে ৫০ হাজার টাকা পাবেন দেখুনঃ-
১) প্রতিমাসে ৫০ হাজার টাকা পেতে হলে নিজের এই অ্যাকাউণ্টে ২.৫ কোটি টাকা থাকতে হবে।
২) ২.৫ কোটি টাকার তহবিল আপনারা গঠন করার জন্য প্রতিমাসে ৬ হাজার টাকা করে জমা দিতে হবে।
৩) এই পরিমাণ অর্থ আপনার তহবিলে রাখার জন্য ৩৬ বছর পর্যন্ত আপনাদের টাকা জমা করার দিতে হবে।
৪) National Pension Scheme ১০% রিটার্ন ধরে চললে আপনাদের এই পরিমাণ টাকা তহবিলে থাকবে।
৫) ৬০ বছর বয়সের পর ৪০% টাকা তুলে নেওয়ার নিয়ম আছে।
5 Rupees Coin – ৫ টাকার পুরনো কয়েন বাজার থেকে তুলে নিল RBI. দেশবাসীর এখন কি করনীয়?
৬) এবার ৬০% টাকার ওপরে ভিত্তি করে বার্ষিক ৬ লক্ষ টাকা পর্যন্ত আপনারা সুদ পাবেন।
৭) এই হিসাবেই ৫০ হাজার টাকা পেনশন পেতে পারবেন।
৮) National Pension Scheme স্কিমে ৮০ সি ধারা অনুসারে ১.৫ লক্ষ টাকা ছাড় দেওয়া হয়।
৯) আর এর পরিমাণ সম্পূর্ণ করমুক্ত।
কেন্দ্রীয় সরকারের সেরা ৫ টি প্রকল্প, একটিতে আবেদন করে পেয়ে যান ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা।