ITBPF তে বহু সাব-ইন্সপেক্টর নিয়োগ, কীভাবে আবেদন করবেন জেনে নিন | ITBPF Recruitment 2022

ITBPF Recruitment 2022


আপনি কী ভালো সরকারি চাকরি খুঁজছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্য। ITBP অর্থাৎ ইন্দো-তিবেতিয়ান বর্ডার পুলিশ ফোর্সে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। কীভাবে আবেদন করবেন, কী পোস্ট, কত শূন্যপদ, আবেদনের যোগ্যতা ইত্যাদি বিভিন্ন নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নীচে বিশদে আলোচনা করা হলো —

(ক) পদের নাম -অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI) / স্টেনোগ্রাফার (পুরুষ) (Direct Entry)

• শূন্যপদ – ১৯ টি ( UR- ৭টি , SC- ২টি , OBC- ৮টি , EWS-২টি)

• বেতন – প্রতি মাসে ২৯,২০০–৯২,৩০০ টাকা



(খ) পদের নাম – অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI) / স্টেনোগ্রাফার (মহিলা)

• শূন্যপদ – ২ টি (UR- ১টি, OBC- ১টি)

• বেতন – প্রতি মাসে ২৯,২০০–৯২,৩০০ টাকা



(গ) পদের নাম – অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI) / স্টেনোগ্রাফার (LDCE) (শুধুমাত্র ITBPF এ কর্মরত ব্যক্তিদের জন্য )

• শূন্যপদ – ১৭ টি ( UR- ১৪টি, SC- ২ টি, ST- ১টি)

• বেতন – প্রতি মাসে ২৯,২০০–৯২,৩০০ টাকা



• আবেদনের বয়সসীমা 
° ASI/স্টেনোগ্রাফার (Direct Entry) পদের জন্য আগ্রহী প্রার্থীর বয়স ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে। (SC, ST রা সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে ৫ বছর ও OBC রা সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে ৩ বছর ছাড় পাবেন)। আবেদনকারীর বয়স ০১-০১-২০২২ এর হিসাবে নির্ণয় করা হবে। আগ্রহী প্রার্থীদের জন্মতারিখ যেনো ০২/০১/১৯৯৭ এর আগে না হয়।

° ASI/স্টেনোগ্রাফার (LDCE) পদের জন্য আগ্রহী প্রার্থীর বয়স ৩৫ বছর অবধি হতে হবে। আবেদনকারীর বয়স ০১-০১-২০২২ এর হিসাবে নির্ণয় করা হবে। আগ্রহী প্রার্থীদের জন্মতারিখ যেন ০২/০১/১৯৯৭ এর আগে না হয়।


• শিক্ষাগত যোগ্যতা 
— যেকোনো স্বীকৃপ্রাপ্ত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে ১২ ক্লাস পাশ হতে হবে।

• কীভাবে আবেদন করবেন?
— আবেদনকারীদের অনলাইনে https://recruitment.itbpolice.nic.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

• আবেদন ফি
— ১০০ টাকা (মহিলা, SC, ST, এক্স-সার্ভিসম্যান দের আবেদন ফি লাগবেনা )

• কীভাবে নিয়োগ করা হবে?
—PET (ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট), PST (ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট), লিখিত পরীক্ষা, দক্ষতা মূলক পরীক্ষা এবং DME (ডিটেল মেডিক্যাল এক্সামিনেশন)/ RME (রিভিউ মেডিক্যাল এক্সামিনেশন) প্রভৃতি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

• আবেদনের তারিখ
— অনলাইনে পূর্বোক্ত ওয়েবসাইটে ৮ ম জুন,২০২২ থেকে ৭ই জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

Leave a Comment