এবার জিও কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের খরচ (JIO Recharge Plan) বাড়াতে চলেছে বলে সুত্রের খবর। দেশের গ্রাহকদের সবচেয়ে সস্তায় পরিষেবা দেওয়া টেলিকম সংস্থা জিও, তাদের রিচার্জ প্ল্যানের খরচ বাড়ানোর খবরে মাথায় হাত গ্রাহকদের। তবে, জিও কোম্পানির তরফে স্পষ্টভাবে এখনো রিচার্জ প্ল্যানের খরচ বানানোর কথা কিছু ঘোষণা করা হয়নি। বর্তমানে রিলায়েন্স জিও (JIO) তাদের রিচার্জ প্ল্যানের খরচ গুলিকে প্রতিযোগিতামূলক রাখায় দেশের বেশি সংখ্যক গ্রাহকের অন্যতম পছন্দ হয়ে উঠেছে।
All JIO Recharge Plan Cost Will Increase Soon.
পাশাপাশি, অত্যাধিক মূল্যবৃদ্ধি ছাড়াই জিও (JIO 5G Plan) পরিষেবার অ্যাক্সেস দিয়ে ডেটা নির্ভর কানেক্টিভিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আগে দেশের সকল সাধারণ মানুষ ২৫০ টাকা বা তার বেশি টাকা খরচ করতেন এক জিবি ডেটার জন্য। কথা বলার জন্যও মিনিটে প্রচুর খরচ হতো। তবে, টেলিকম সংস্থার জগতে জিও আসার পরে পরিস্থিতির বদল ঘটে। বর্তমানে অল্প কিছু টাকাতেই আনলিমিটেড ডেটা এবং কলের সুবিধা পাওয়া জিও গ্রাহকরা।
বর্তমানে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিওকে (JIO 4G) ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন আনার মূল কারিগর ধরা হয়ে থাকে। তবে, এবার সেই জিওই তাদের রিচার্জ প্ল্যানের খরচ বাড়াতে চলেছে বলে জল্পনা চলছে। সুত্রের খবর অনুযায়ী, জিও গ্রাহকরা বিগত তিন মাসে গড়ে খরচ করেছেন ১৮১.৭ টাকা। এর আগে তিন মাসে খরচ করেছিলেন ১৭৭.২ টাকা। আর তার আগের তিন মাসে খরচ করেছিলেন ১৮০.৫ টাকা।
অন্যদিকে এয়ারটেল সংস্থার গ্রাহকদের মাথাপিছু গড় খরচ ২০০ টাকা। যদিও তাদের এই খরচ ৩০০ টাকা হওয়া উচিত বলে মনে করেন এয়ারটেল সংস্থা। তবে, বর্তমানে 4G পরিষেবার পাশাপাশি দেশজুড়ে 5G পরিষেবা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। সব টেলিকম সংস্থা এই কাজ করতে না পারলেও জিও (JIO True 5G) এবং এয়ারটেল ইতিমধ্যেই এটি অনেকটাই সেরে ফেলেছে।
কিন্তু, ৪জি গ্রাহকদের ৫জি পরিষেবা দেওয়া হলেও জিও বা এয়ারটেল কেউই মোবাইল রিচার্জের খরচ বাড়ায়নি এখনো পর্যন্ত। এমতাবস্থায় জিওর (JIO) রিচার্জ প্ল্যানের রেট বৃদ্ধি সংক্রান্ত জল্পনা তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে মুখ খুললেন জিওর প্রেসিডেন্ট ম্যাথিউ ওমেন। তিনি জানিয়েছেন, আপাতত কোনো প্ল্যানের খরচ বৃদ্ধি করার পরিকল্পনা নেই জিও সংস্থার। গ্রাহকদের ক্রয় ক্ষমতার মধ্যেই তারা তাদের রিচার্জ প্ল্যানকে রাখার চিন্তাভাবনা করেছেন।
SIM Swap Fraud – সিম কার্ড থাকলেই ব্যাংক একাউন্ট ফাঁকা, জালিয়াতি থেকে সতর্ক করলো সরকার।
উপরন্তু, বর্তমানে দেশে জিওর যে ২০০ মিলিয়নের বা ২০ কোটির বেশি ২জি গ্রাহক রয়েছেন, তাদেরকে আগামী দিনে কম খরচে ৪জি বা ৫জি এর সুবিধা দিতেই বদ্ধ পরিকর রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি। সবমিলিয়ে উৎসবের মরসুমে জিওর (JIO) রিচার্জ প্ল্যান না বাড়ায় অত্যন্ত খুশি হয়েছেন দেশের জিওর গ্রাহকেরা।
Written by সম্প্রীতি বোস।
LPG Cylinder Rate – মাসের শুরুতেই সস্তা হল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। ভোটের আগে মাস্টার