Jio Vs Airtel Vs VI : কম খরচে আনলিমিটেড 5G ডেটা নতুন দাম অনুসারে দিচ্ছে কোন কোম্পানি?

কিছু দিন আগে দেশের নাগরিকদের পকেটে টান পরেছে। কারণ Jio Vs Airtel Vs VI অর্থাৎ রিলায়েন্স জিও ( Reliance Jio), ভারতি এয়ারটেল (Bharti Airtel) এবং ভোডাফোন আইডিয়া (VI) Mobile Recharge Plan এর দাম একই সঙ্গে প্রায় ২৫% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফলে সকল প্ল্যানের দাম একধাক্কায় ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখন অনেকেই বুঝতে পারছেন না যে কোন কোম্পানি খুব সস্তায় Recharge Plan অফার করছে। তাদের জন্য আজকের এই প্রতিবেদনের বিস্তারিত জানানো হল।

Jio Vs Airtel Vs VI 5G Unlimited Recharge Plan Comparison.

এতদিন পর্যন্ত দেশের সমস্ত টেলিকম গ্রাহকের জন্য সস্তায় রিচার্জের সুবিধা দিয়ে এসেছিল মুকেশ আম্বানির জিও। তবে, ২০২৪ সালের ৩ জুলাই জিও তাদের রিচার্জ প্ল্যানের (Jio Recharge Plan) দাম বাড়ায়। আর এরপরেই একই পথে হাঁটে এয়ারটেল এবং ভোডাফোন। এয়ারটেল ৩ জুলাই, ২০২৪ থেকে এবং ভোডাফোন-আইডিয়া ৪ জুলাই, ২০২৪ থেকে তাদের ট্যারিফ বৃদ্ধি করেছে (Jio Vs Airtel Vs VI). যার কারণে চিন্তিত সমস্ত ভারতবাসী।

All Recharge Plan Tariff Hike

এক ধাক্কায় রিচার্জ প্ল্যানের দাম বাড়ায় পকেটে চাপ পড়লো ইন্টারনেট আসক্ত ব্যাক্তিদের। তাই এবার থেকে রিচার্জ করার ক্ষেত্রে গ্রাহকদের অবশ্যই জানা দরকার কোন কোম্পানির রিচার্জ করলে, তাদের রিচার্জ (Jio Vs Airtel Vs VI) তুলনামূলকভাবে সস্তা হবে। বর্তমানে পড়াশোনা থেকে শুরু করে কাজ, মানুষের মনো রঞ্জন, সমস্ত কিছুর জন্যই ইন্টারনেটের প্রয়োজন।

মোবাইল রিচার্জের দাম বাড়ল

এরকম সময় টেলিকম কোম্পানি গুলি রিচার্জ প্ল্যানের দাম (Jio Vs Airtel Vs VI Recharge Plan Price) বাড়িয়ে দেওয়ায় চিন্তিত গ্রাহকেরা। এমতাবস্থায় রিচার্জ খরচ কিছুটা কমানোর জন্য সবচেয়ে সস্তা আনলিমিটেড ডেটা প্রদানকারী টেলিকম কোম্পানির প্ল্যান রিচার্জ করতে পারেন গ্রাহকেরা।

Jio Vs Airtel Vs VI Recharge Plan Comparison Between

28 Days Or 1 Month Recharge Plan

১. প্রতিদিন ২ জিবি ডেটায় জিও এর রিচার্জ মূল্য ১৮৯ টাকা, এয়ারটেল এর ১৯৯ টাকা, ভোডাফোনের ১৯৯ টাকা।
২. প্রতিদিন ১ জিবি ডেটায় জিও এর রিচার্জ মূল্য ২৪৯ টাকা, এয়ারটেল এর ২৯৯ টাকা, ভোডাফোনের ২৯৯ টাকা।
৩. প্রতিদিন ১.৫ জিবি ডেটায় জিও এর রিচার্জ মূল্য ২৯৯ টাকা, এয়ারটেল এর ৩৪৯ টাকা, ভোডাফোনের ৩৪৯ টাকা।

৪. প্রতিদিন ২ জিবি ডেটায় ২৮ দিনে জিও এর রিচার্জ মূল্য ৩৪৯ টাকা, এয়ারটেল এর ৩৭৯ টাকা ভোডাফোনের ৩৪৯ টাকা।
৫. প্রতিদিন ২.৫ জিবি ডেটায় জিও এর রিচার্জ মূল্য ৩৯৯ টাকা, এয়ারটেল এর ৪০৯ টাকা, ভোডাফোনের ৪০৯ টাকা।
৬. প্রতিদিন ৩ জিবি ডেটায় জিও এর রিচার্জ মূল্য ৪৯৯ টাকা, এয়ারটেল এর ৪৯৯ টাকা।

56 Days Or 2 Months Recharge Plan

১. প্রতিদিন ১.৫ জিবি ডেটায় জিও এর রিচার্জ মূল্য ৫৭৯ টাকা, এয়ারটেল এর ৫৭৯ টাকা, ভোডাফোনের ৫৭৯ টাকা।
২. প্রতিদিন ২ জিবি ডেটায় জিও এর রিচার্জ মূল্য ৬২৯ টাকা, এয়ারটেল এর ৬৪৯ টাকা, ভোডাফোনের ৬৪৯ টাকা (Jio Vs Airtel Vs VI).

Duplicate PAN Card (ডুপ্লিকেট প্যান কার্ড)

84 Days Or 3 Months Mobile Recharge Plan

  • ৬ জিবি ডেটায় জিও এর রিচার্জ মূল্য ৪৭৯ টাকা, এয়ারটেল এর ৫০৯ টাকা (Jio Vs Airtel Vs VI).
  • প্রতিদিন ১.৫ জিবি ডেটায় জিও এর রিচার্জ মূল্য ৭৯৯ টাকা, এয়ারটেল এর ৮৫৯ টাকা, ভোডাফোনের ৮৫৯ টাকা।
  • প্রতিদিন ২ জিবি ডেটায় জিও এর রিচার্জ মূল্য ৮৫১ টাকা, এয়ারটেল এর ৯৭৯ টাকা, ভোডাফোনের ৯৭৯ টাকা।
  • প্রতিদিন ৩ জিবি ডেটায় জিও এর রিচার্জ মূল্য ১১৯৯ টাকা।

সোনার দামে বড় চমক! ১০ গ্রাম সোনা কিনতে আজ কত খরচ হবে?

365 Days Annual Recharge Plan

১. ৩৩৬ দিনের রিচার্জে ২৪ জিবি ডাটা জিও তে ১৮৯৯ টাকা। সেখানে ৩৬৫ দিনের রিচার্জে এয়ারটেল ও ভোডায় ২৪ জিবি ডেটা ১৯৯৯ টাকা (Jio Vs Airtel Vs VI).
২. প্রতিদিন ২ জিবি ডেটায় জিও এর রিচার্জ মূল্য ৩৫৯৯ টাকা, এয়ারটেল এর ৩৫৯৯ টাকা, ভোডাফোনের ৩৪৯৯ টাকা এভাবেই দামের তুলনা বিচার করলে গ্রাহকরা বুঝতে পারবেন কোনটি রিচার্জ করলে তাদের বেশি সুবিধা হয়।Written by Sampriti Bose.

Leave a Comment